1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা মোকাবিলায় ট্রাম্পের ডাহা ফেল

৩১ মার্চ ২০২০

কোনো নেতৃত্ৱ নেই, কোনো সহানুভূতি নেই- সংকট মোকাবিলায় ডনাল্ড ট্রাম্পের অদক্ষতার শিকার মার্কিনিরা হতে পারেন না৷ তারপরও মার্কিনিরা আবার ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন, মনে করেন ডিডাব্লিউর আলেকজান্দ্রা ফন নামেন৷

ছবি: picture-alliance/AP Photo/P. Semansky

ট্রাম্প এখন প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করছেন৷  করোনার সময়ে নিজের আত্মবিশ্বাস আর সিদ্ধান্ত নেয়ায় ক্ষমতা দেখানো এর উদ্দেশ্য়৷  কিন্তু যাঁরা প্রকৃত তথ্য় জানতে চান তাঁদের কাছে ট্রাম্পের সংবাদ সম্মেলন দেখা প্রায় অসহনীয়৷ কারণ সেখানে তিনি প্রায়ই অর্ধসত্য়, এমনকি একেবারে মিথ্য়া তথ্য় দিয়ে থাকেন৷ আর যে সাংবাদিকরা অনুসন্ধানী প্রশ্ন করেন তাদের উপর ঝাঁপিয়ে পড়েন৷  ট্রাম্পের দেয়া তথ্য় পরস্পরবিরোধী এবং তাঁর ক্রাইসিস ম্য়ানেজমেন্ট অনেক মার্কিনির মৃত্য়ুর কারণ হতে পারে৷

গত জানুয়ারিতে তাঁর গোয়েন্দা কর্মকর্তারা যখন প্রথম করোনা ভাইরাস নিয়ে তাঁকে সতর্ক করেছিলেন তখন ট্রাম্প বিষয়টিতে ততটা গুরুত্ব দেননি৷  এরপর যখন পর্যাপ্ত টেস্ট না করার কারণে বেশি করে ভাইরাস ছড়িয়ে পড়া শুরু করে তখন তিনি বলতে থাকেন যে, সব তাঁর নিয়ন্ত্রণে আছে৷  আর এখন তিনি নিজেকে 'যুদ্ধকালীন প্রেসিডেন্ট’ ঘোষণা করেছেন, যিনি এক অদৃশ্য় শত্রুর বিরুদ্ধে লড়ছেন৷  

নিউ ইয়র্কসহ দেশের অন্য়ান্য় রাজ্য়ে যখন করোনা সংক্রমণের সংখ্য়া বেড়ে চলেছে, হাসপাতাসগুলো যখন তাদের সর্বোচ্চ সীমায় পৌঁছে যাচ্ছে, তখন ট্রাম্প শিগগিরই আবার অর্থনীতিতে গতি আনতে চাইছেন৷  যখন নিউ ইয়র্কের ডাক্তাররা এমন পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন যখন ভেন্টিলেটরের অভাব থাকায় কোন রোগীকে বাঁচাবেন আর কাকে মরতে দিবেন, তখনও ট্রাম্প ইস্টারের সময় গির্জা পূর্ণ থাকবে বলে বলছিলেন৷  

এত কিছুর পরও অবশ্য় ট্রাম্পের জনসমর্থন বাড়ছে৷  কারণ কিছুদিনের মধ্য়ে অনেক মার্কিন নাগরিক সরকারের কাছ থেকে এক হাজার দুইশ' ডলারের চেক পাবেন৷  শোনা যাচ্ছে, এসব চেকে নিজের স্ৱাক্ষর চান ট্রাম্প৷  ভোটারদের মন পেতে এর চেয়ে ভালো প্রেসিডেন্টের কথা ভাবাই যায় না৷   

করোনার প্রভাব কমাতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় স্টিমুলাস প্য়াকেজ ঘোষণা করা হয়েছে৷  কর্মীদের জন্য় অর্থ সহায়তা ছাড়াও ছোট ব্য়বসা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং বিশেষ করে ক্ষতিগ্রস্ত হওয়া শিল্প প্রতিষ্ঠান, যেমন অ্য়াভিয়েশন খাতকে সহায়তা ও ঋণ দেয়া হবে৷

ট্রাম্প মনে করছেন নভেম্বরে নির্বাচনের ঠিক আগে যদি অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং বেকারের সংখ্য়া কমে তাহলে তাঁর প্রতি ভোটারদের সমর্থন থাকবে৷  

যুক্তরাষ্ট্র যদি এই সংকট মোকাবিলায় সফল হয় তাহলে নভেম্বরে ট্রাম্পের আবারও জয়ী হওয়ার ভালো সম্ভাবনা আছে৷

আলেকজান্দ্রা ফন নামেন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ