1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

করোনা মোকাবেলায় পশুচিকিৎসক

৬ এপ্রিল ২০২০

বেশ কয়েকটি ইউরোপীয় দেশে করোনার মহামারী মোকাবেলায় সহায়তার জন্য পশুচিকিৎসকেরাও এগিয়ে এসেছে৷ ফ্রান্সে ১৮,০০০ পশুচিকিৎসকদের মধ্যে পাঁচ হাজার চিকিত্সক স্বেচ্ছায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে৷

ফাইল ফটোছবি: Imago Images/Independent Photo Agency Int./S. Agazzi

ফরাসি ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রুনো টেশিয়ার বলেন, " আমরা এতদিন কেবল উপকরণ সরবরাহ করেছি, এখনও রোগীদের সেবায় সক্রিয়ভাবে জড়িত হইনি।" করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত ডাক্তারদের সাহায্য করতে বা তাদের কাজের বোঝা কিছুটা কমাতেই পশুচিকিৎসকদের এই উদ্যোগ৷ 

পশুচিকিৎসকদের অবশ্য সিরিয়াস করোনা রোগীদের সাহায্য করতে দেওয়া হবেনা, কারণ এর জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন নেই, বলেন টেশিয়ার।

সুইজারল্যান্ডের বিভিন্ন  হাসপাতালে করোনা চিকিৎসায় পশুচিকিৎসকদের অক্সিজেন নেওয়ার যন্ত্রও ব্যবহার করা যাবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সুইস ভেটেরিনারি সোসাইটির সভাপতি অলিভিয়ার গ্লার্ডন বলেন, করোনায় আক্রান্ত রোগিদের পশুচিকিৎসকেরা সাহায্য করতে প্রস্তুত কিনা জানতে চাওয়া হলে তারা বলেন, এতে হয়তো সমস্যা দেখা দিতে পারে, কারণ পশু চিকিৎসকেরা তাদের চেম্বার বন্ধ রাখতে পারে না, সেজন্য ছাত্রদের কাজে লাগানোর কথা এখন থেকেই ভাবা উচিত৷

তবে চেক প্রজাতন্ত্রের জিহলাভা শহরে ইতোমধ্যেই পশুচিকিৎসকেরা করোনা ভাইরাস টেস্ট করার কাজটি করছেন৷ এতে চিকিৎসকদের কাজের সুবিধা হচ্ছে বলে জানান চেক প্রজাতন্ত্রের কৃষিমন্ত্রী মিরোস্লাভ টোমান৷ তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য অঞ্চলও এই দৃষ্টান্ত অনুসরণ করতে পারে৷ 

এনএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ