1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা শনাক্ত: ইটালিকে ছাড়ালো ভারত

৬ জুন ২০২০

কোভিড-১৯ এর শনাক্ত রোগীর সংখ্যায় ইটালিকে পেছনে ফেলেছে ভারত৷ অন্যদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে শনাক্তের সংখ্যায় বাংলাদেশ উঠে এসেছে ২০ এ৷

ভারত
ছবি: AFP/A. Sanukar

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড নয় হাজার ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন দুই লাখ ৩৭ হাজার ৫৬৬ জন৷ শনাক্তের দিক থেকে ভারত এখন বিশ্বের দেশগুলোর তালিকায় ছয় নাম্বারে৷ দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এখন দুই লাখ ৩৪ হাজার ৫৩১ জন৷

ভারতে প্রথম রোগী শনাক্ত হয়েছিল ৩০ জানুয়ারি৷ এদিন কেরালায় চীনের উহান বিশ্ববিদ্যালয় থেকে আগত এক শিক্ষার্থীর দেহে ভাইরাসটি ধরা পড়েছিল৷ এরপর ক্রমাগত বেড়েছে রোগীর সংখ্যা৷ পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও৷ সরকারি হিসাবে দক্ষিণ এশিয়ার জনবহুল দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৬৪২ জন৷ ২৯৪ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়৷

আগামী সোমবার থেকে ভারতে লকডাউনের বিধিনিষেধগুলো শিথিল করার কথা৷ সিদ্ধান্ত নেয়া হয়েছে শপিং মল, রেস্টুরেন্ট আর উপাসনালয়গুলোও খুলে দেয়ার৷

এদিকে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো দুই হাজার ৬৩৫ জন শনাক্ত হয়েছেন৷ মোট রোগী এখন ৬৩ হাজার ২৬ জন৷ আক্রান্তদের সংখ্যার দিক থেকে এখন বাংলাদেশের জনস হপকিন্সের তালিকায় ২০ তম৷

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে৷ এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪৬ জনে৷

সুস্থ হয়ে উঠার সংখ্যাও কম নয়৷ নতুন ৫২১ জনসহ করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন৷

এফএস/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ