1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সংকটে চ্যালেঞ্জের মুখে ইউরোপের ঐক্য

৭ এপ্রিল ২০২০

করোনা সংকটের জের ধরে অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন স্তরে তীব্র মতপার্থক্য দেখা যাচ্ছে৷ ইউরো এলাকার অর্থমন্ত্রীরা ঐকমত্যের চেষ্টায় মঙ্গলবার আলোচনায় বসছেন৷

ছবি: picture-alliance/D. Kalker

করোনা সংকটের কারণে গোটা বিশ্বে মানবজাতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ ভাইরাস মোকাবিলার পাশাপাশি সংকটের কারণে বিধ্বস্ত অর্থনীতি চাঙ্গা করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে৷ প্রায় সব দেশই সাধ্যমতো প্রণোদনা ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষতি কমানোর চেষ্টা করছে৷

এমন প্রেক্ষাপটে উভয় সংকটে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ রাষ্ট্রজোট হিসেবে পারস্পরিক সংহতির ভিত্তিতে গভীর সহযোগিতাই ইইউ-র মৌলিক বৈশিষ্ট্য৷ এ পর্যন্ত একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইইউ সমষ্টিগতভাবে সমাধানসূত্র খুঁজে এসেছে৷ করোনা সংকটের মুখেও অর্থনৈতিক বিপর্যয় এড়াতে নীতিগতভাবে ঐক্যের সুর শোনা যাচ্ছে৷ কিন্তু সহযোগিতার পথ নিয়ে চরম মতপার্থক্য দেখা যাচ্ছে৷

 

ইটালি ও স্পেনের মতো দেশ বাজারে ‘করোনা বন্ড' ছেড়ে সংগৃহিত অর্থ দিয়ে ইউরোপে মন্দা মোকাবিলার পক্ষে সওয়াল করছে৷ অন্যদিকে জার্মানি, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার মতো দেশ বিপর্যয় মোকাবিলার দায় মূলত জাতীয় স্তরেই সীমাবদ্ধ রাখার পক্ষে৷ ‘করোনা বন্ড'-এর বদলে ইউরোপীয় স্তরে সাধারণ সংকট মেটানোর যে সব সুযোগ আছে, সেগুলিরই সদ্ব্যবহার করার পক্ষে সওয়াল করছে তারা৷ নতুন বন্ডের মাধ্যমে ইটালির মতো দেশের বিশাল ঋণভারের ভাগীদার হতে চায় না এ সব দেশ৷ উল্লেখ্য, অতীতেও বিশেষ করে দক্ষিণের দেশগুলির ঋণভারের দায় নিয়ে এমন বিরোধ দেখা গেছে৷ ‘করোনা বন্ড’-এর প্রবক্তারা সেই আশঙ্কা দূর করতে এই তহবিল সাময়িক রাখার ও শুধুমাত্র করোনা সংকট মোকাবিলার জন্য সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছেন৷

 

ইউরো এলাকার অর্থমন্ত্রীদের বৈঠকের আগে এমন বিরোধ দানা বাঁধছে৷ ইউরোগ্রুপের প্রধান মারিও চেন্তেনো জানিয়েছেন, আপাতত প্রায় ৫০ হাজার কোটি ইউরো মূল্যের এক ‘সেফটি নেট' তহবিলের বিষয়ে ঐকমত্যের চেষ্টা চলছে৷ এমন পদক্ষেপের প্রশ্নে তেমন কোনো মতবিরোধ হবে না বলে মনে করা হচ্ছে৷ ইউরো এলাকার বেলআউট তহবিল কাজে লাগিয়েই সেই ‘সেফটি নেট'-এর ব্যবস্থা করার কথা চলছে৷ কোনো দেশ নিজস্ব ক্ষমতায় বাজার থেকে অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হলে এই কাঠামোর সহায়তা নিতে পারবে৷ এছাড়া ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের এক গ্যারেন্টি তহবিল গঠনের বিষয়েও আলোচনা চলছে৷

 

ইউরোপের মানুষ কীভাবে এই উদ্যোগের সুফল পাবেন? চরম বেকারত্ব এড়াতে বিপর্যস্ত কোম্পানিগুলির শ্রমিক ও কর্মীদের মজুরি বা বেতন দেওয়ার চেষ্টা চলছে৷ কর্মসংস্থান ও করের ক্ষেত্রে ছাড়ের বিষয়ে আলোচনা চলছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

২০ মার্চের ছবিঘর দেখুন...

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ