1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সংক্রমণ আরো চার জেলায়

১২ এপ্রিল ২০২০

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৩৯ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে৷ নতুন করে মারা গেছেন চারজন৷

ছবি: DW/S. Hossain

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব প্রতিষ্ঠান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরাজাদী সেব্রিনা ফ্লোরা৷ তিনি জানান, নতুন আক্রান্তদের বেশিরভাগের বয়স ৩১ থেকে ৪০ বছর, যা শতকরা ২৫ ভাগ৷ পুরুষ ৯৬ জন আর ৪৩ জন নারী৷

শনিবার শনাক্ত হওয়াদের ৬২ জনই ঢাকা শহরের৷ এর মধ্যে নতুন করে সংযোজিত হয়েছে আরো চারটি জেলা৷ সেগুলো হল: লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি৷ ডা. মীরজাদী বলেন, ‘‘চারটি জেলাতেই আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে ঐ সমস্ত এলাকাগুলোতে গিয়েছেন৷ সেজন্য আমরা সবাইকে বারবার সতর্ক করছি এই সময়ে আপনারা ভ্রমণ করবেন না৷’’

ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ 

এখন পর্যন্ত মোট ৬২১ জন সংক্রমিতদের অর্ধেকই ঢাকা শহরের৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন তিনজন৷ সব মিলিয়ে ৩৯ জন সংক্রমণমুক্ত হয়েছেন৷ সব মিলয়ে বাংলাদেশের মোট ৩৪ টি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷ 

এফএস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ