1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানকে ঘিরে চীন-অ্যামেরিকার সংঘাত

১৮ মে ২০২০

করোনা সংকটের মোকাবিলা করতে আন্তর্জাতিক স্তরে আরও ঐক্যের উদ্যোগ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ তবে সোমবার ও মঙ্গলবার দুই দিনের বাৎসরিক সম্মেলনের উপর অন্য কিছু অপ্রিয় বিষয় কালো ছায়া ফেলছে৷

ছবি: Getty Images/AFP/G. Baker

চলতি বছর করোনা সংকটের কারণে ডাব্লিউএইচও-র ১৯৪টি সদস্য রাষ্ট্রের বাৎসিরক সম্মেলন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে৷ করোনা ভাইরাস মোকাবিলার বিষয়টি আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামনে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে৷ কিন্তু করোনা সংকটকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বেড়ে চলা সংঘাত মূল অ্যাজেন্ডা কিছুটা ম্লান করে দিচ্ছে৷ চীনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’-র দায়ে ট্রাম্প প্রশাসন প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল৷ এবার চীনকে কোণঠাসা করতে তাইওয়ানকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে সম্মেলনে অংশগ্রহণের অনুমতির জন্য চাপ দিচ্ছে ওয়াশিংটন৷ চীনের আপত্তিতে গত তিন বছর ধরে তাইওয়ান সেই সুযোগ থেকে বঞ্চিত ছিল৷ জাপান, জার্মানিসহ বেশ কিছু দেশও তাইওয়ানের অংশগ্রহণের পক্ষে সমর্থন জানিয়েছে৷ তবে এ যাত্রায় তাইওয়ানের অংশগ্রহণের সম্ভাবনা আর নেই বললেই চলে৷

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে তাইওয়ানের সাফল্য গোটা বিশ্বের নজর কেড়েছে৷ তাই সে দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবার চেষ্টা করছে অনেক দেশ৷ অন্যদিকে করোনা ভাইরাসের আবির্ভাব ও প্রসার রুখতে ব্যর্থতার কারণে প্রবল সমালোচনার মুখে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীন৷ বিশেষ করে অ্যামেরিকার লাগাতার আক্রমণের মুখে সে দেশের ভাবমূর্তির মারাত্মক ক্ষতি হচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যকলাপের উপরও এই সংঘাতের নেতিবাচক প্রভাব পড়ছে৷

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ডাব্লিউএইচও সম্ভবত এত বড় চ্যালেঞ্জের মুখে পড়ে নি৷ সংস্থার প্রধান টেড্রস আদানম গেব্রেয়েসুস এই সম্মেলনকে প্রতিষ্ঠার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন৷ কিন্তু ওয়াশিংটন ও বেইজিং-এর সংঘাতের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ঐকমত্যের সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সম্মেলনে একটি প্রস্তাব আনা হচ্ছে, যার আওতায় করোনা সংকটের ফলে আন্তর্জাতিক প্রতিক্রিয়ার নিরপেক্ষ, স্বাধীন ও সার্বিক মূল্যায়নের ডাক দেওয়া হয়েছে৷ সেইসঙ্গে আরও বেশি মানুষের জন্য পরীক্ষার সুযোগ, চিকিৎসার সরঞ্জাম, সম্ভাব্য চিকিৎসা ও টিকার প্রচেষ্টার ডাক দেওয়া হয়েছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বিশেষ করে অ্যামেরিকার সমালোচনা সত্ত্বেও ইইউ এই প্রস্তাবের ক্ষেত্রে ঐকমত্যের আশা করছে৷ সে ক্ষেত্রে করোনা সংকটের মোকাবিলার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক মঞ্চ এই প্রথম সর্বসম্মতিক্রমে কোনো প্রস্তাব অনুমদিত হবে৷

শুধু চীন নয়, করোনা সংকটকে কেন্দ্র করে ইইউ-র সঙ্গেও অ্যামেরিকার সংঘাত দেখা যাচ্ছে৷ টিকা আবিষ্কৃত হলে সবার আগে সেটি হাতে পেতে চায় ওয়াশিংটন৷ অন্যদিকে ইইউ গোটা বিশ্বে যত দ্রুত সম্ভব সেই টিকা পৌঁছে দেবার পথ খুঁজছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

২৭ এপ্রিলের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ