1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সহায়তা অনির্দিষ্টকালের জন্য নয়: ম্যার্কেল

৭ ডিসেম্বর ২০২০

মহামারির সময়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আগামী বছর জার্মান সরকার প্রায় ১৮০ বিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করবে৷ তবে এই ঋণ ২০২৩ সালের মধ্যে ফেরত দেওয়া শুরু করতে হবে বলে জানান চ্যান্সেলর ম্যার্কেল৷

আঙ্গেলা ম্যার্কেল
আঙ্গেলা ম্যার্কেলছবি: Markus Schreiber/AP/picture-alliance

জার্মান আইন প্রণেতাদের মধ্যে সরকারের ২০২১ সালের বাজেট নিয়ে বিতর্ক শুরুর আগে ম্যার্কেল করোনা সহায়তায় বিশাল প্রতিশ্রুতি অনির্দিষ্টকালের জন্য স্থায়ী হতে পারে না বলে সতর্ক করে দিলেন৷ আঙ্গেলা ম্যার্কেল বলেন, স্বাস্থ্য সংকটের ফলে সরকার এখন বিশাল ঋণের যে বোঝা বহন করছে, তা ২০২৩ সালে পরিশোধের ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে৷

এবং সরকার যদি ব্যবসা ও জনসাধারণের উপকারের জন্য করোনার বিশেষ সহায়তার প্যাকেজটি না গ্রহণ করতো, তাহলে জার্মান অর্থনীতি ও সমাজ আরো বেশি চাপের মুখে পড়তো৷ মহামারির শুরু থেকেই সংকট মোকাবেলায় দেশের অর্থনৈতিক সম্পদকে সচল রাখা সরকারের লক্ষ্য বলে তিনি জানান৷

জার্মানি শক্ত অবস্থানে

সরকার গত কয়েক বছর ধরে বাজেটের প্রবৃদ্ধি বজায় রাখার কারণে এবছর এবং আগামী বছর এত বেশি প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হয়েছে৷ তবে অর্থনীতিকে শক্ত অবস্থায় ফিরিয়ে আনতে আবার দ্রুত কাজ শুরু করার কথা বলেছেন ম্যার্কেল৷ তাছাড়া মহামারি কাটিয়ে উঠতে রাজ্য এবং মিউনিসিপ্যালিটিকে একসাথে কাজ করার পরামর্শ তাঁর৷

২০২১ সালের জন্য সরকার প্রায় ১৮০ বিলিয়ন ইউরো (২১৮ বিলিয়ন ডলার) ঋণ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে গত মাসে৷  

এই সপ্তাহে জার্মান সংসদ বুন্ডেসটাগে নতুন বাজেটের ওপর ভোট হওয়ার কথা৷

এনএস/এসিবি (এএফপি, ডিপিএ, ইপিডি)

২৫ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ