করোনা ভাইরাস কবে নিশ্চিহ্ন হবে? করোনার আতঙ্ক থেকে মুক্তি মিলবে কবে? খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) মনে করে, করোনা থেকে পুরোপুরি মুক্তি কোনোদিনই হয়ত মিলবে না৷
বিজ্ঞাপন
জেনেভায় অনলাইন ব্রিফিংয়ে কথা বলছিলেন ডাব্লিউএইচও-র মাইক রায়ান৷ সেখানে করোনাভাইরাসের বিষয়ে একেবারেই আশার কথা শোনাতে পারেননি তিনি৷ এমনকি ভ্যাকসিন আবিষ্কার হলেও করোনা ভাইরাসমুক্ত পৃথিবীর কথা ভাবতে পারছেন না ডাব্লিউএইচও-রবিশেষজ্ঞ৷
তার মতে, হামের ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ার পরও যেমন করে হাম পৃথিবী থেকে চিরবিদায় নেয়নি, সেভাবে ভ্যাকসিন এলেই করোনা ভাইরাস নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটি না-ও হতে পারে৷ মাইক রায়ান মনে করেন, ‘‘এই ভাইরাস আরো কিছু রোগের মতো আমাদের মাঝে থেকে যেতে পারে, অর্থাৎ এটা হয়তো কোনদিন যাবে না- এমন চিন্তা করে নেয়াই ভালো৷ আমার মনে হয় সবার বাস্তববাদী হওয়াই ভালো, কারণ, এই রোগটা কবে একেবারে চলে যাবে তা কেউ বলতে পারে না৷''
সারাবিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত কমপক্ষে ৪৩ লাখ ৪৭ হাজার ১৫ জন সংক্রমিত হয়েছেন, মারা গেছেন দুই লাখ ৯৭ হাজার ১৯৭ জন৷
এসিবি/কেএম (রয়টার্স)
মেসি থেকে মুশফিক: সংকটে সবার পাশে
করোনা-সংকটের সময়ে ক্রীড়াঙ্গনের তারকারা হাত গুটিয়ে বসে থাকেননি। সংকট মোকাবিলায় সহায়তার জন্য মোটা অংকের অনুদান দিচ্ছেন তারা। দেখুন ছবিঘরে...
বাংলাদেশ ক্রিকেট দল
করোনা সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক অনুদান হিসেবে দেবেন। একটা তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে ইতিমধ্যে ৩০ লাখ ১৫ হাজার টাকা জমা হয়েছে।
ছবি: Getty Images/D. Manson
মেসি দিলেন ১০ লাখ ইউরো
করোনায় সংক্রমিতদের চিকিৎসা এবং ভ্যাকসিন আবিষ্কারের গবেষণায় সহায়তার জন্য ১০ লাখ ইউরো দিয়েছেন লিওনেল মেসি। এরমধ্যে পাঁচ লাখ ইউরো পাবে বার্সেলোনা ক্লিনিক, বাকি পাঁচ লাখ পাবে মেসির দেশ, অর্থাৎ আর্জেন্টিনার সরকার।
ছবি: Reuters/G. Mangiapane
রোনাল্ডোও বসে নেই
মেসির আগেই অবশ্য পর্তুগালের দুটি হাসপাতালকে ৫ লাখ করে মোট ১০ লাখ ইউরোর অনুদানের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।লিসবন আর পোর্তোর দুটি হাসপাতাল পাবে এই টাকা।
ছবি: picture-alliance/Geisler-Fotopress
দয়ালু গার্দিওলা
এখন তিনি ম্যানচেস্টার সিটির কোচ। তবে পেপ গার্দিওয়ালার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনা ক্লাবে। তাছাড়া স্পেন তার নিজের দেশ। তাই করোনা-সংকট মোকাবিলায় স্পেনের একটি ফাউন্ডেশন এবং একটি মেডিকেল কলেজকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ ইউরো অনুদান দিয়েছেন গার্দিওলা।
ছবি: Getty Images/M. Hewitt
মেসি-রোনালদোর সমান লেভানডোস্কি
করোনা ভাইরাস মোকাবিলয়জার্মান সরকার কে ১০ লাখ ইউরো দিয়েছেন বায়ান মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি।
ছবি: DW
জার্মান ফুটবলারদের অনুদান
জার্মানির জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সরকারকে ২৫ লাখ ইউরো দেবেন।
ছবি: picture-alliance/GES/M. Ibo
বিরাট কোহলি এবং আনুশকা শর্মা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়েছেন বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা। কত টাকা? সেটা তারা বলেননি।
ছবি: IANS
ভারতীয় ক্রিকেট বোর্ড
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা নরেন্দ্র মোদীর তহবিলে ৫১ কোটি রুপি দেবে।
ছবি: Getty Images/AFP/P. Paranjpe
পাকিস্তানের ক্রিকেটাররাও....
এদিকে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তানের ক্রিকেটাররা সে দেশের সরকারকে ৫০ লাখ রুপি অনুদান দেবেন।