1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্দোবার ফেস্টিভাল

মারকুস ব্যোনিশ/এসি১৫ জুলাই ২০১৬

দক্ষিণ স্পেনের কর্দোবা শহরের বাড়িগুলোর গেট দিয়ে ঢুকলে, ফুলের টব দিয়ে সাজানো আঙিনা দেখতে পাওয়া যাবে৷ অতীতের রোমান আর মুর-দের ঐতিহ্য কাজ করছে এর পিছনে৷ আর আছে বাৎসরিক প্রাঙ্গণ উৎসব৷

Balkon mit Gartenzwergen
ছবি: picture-alliance/dpa/M. Haddenhorst

লোকে বলে, কর্দোবা হলো সেই শহর, যেখানকার বাড়িগুলোর ভেতরের প্রাঙ্গণ নাকি সারা স্পেনের মধ্যে সবচেয়ে সুন্দর৷ প্রতিবছর এখানে ‘ফেস্টিভাল অফ দ্য পাটিওস', অর্থাৎ আঙিনা উৎসব উদযাপন করা হয়৷ অবশ্য সে আঙিনা বাসন ধোওয়া কিংবা ময়লা ফেলার উঠান নয়, বরং ফুলের গাছ আর টব দিয়ে সাজানো ভিতরের প্রাঙ্গণ৷ যেমন রাফায়েল কর্দোবার প্রাঙ্গণ৷ তিনিও প্রাঙ্গণ উৎসবে অংশ নিচ্ছেন৷

পাটিও-র মালিক রাফায়েল কর্দোবা, ‘‘অনেক ফুল আছে, প্রায় চারশ' ফুলের টব৷ শুকিয়ে যাওয়া লতাপাতাগুলো সব ফেলে দিতে হবে৷ ফুলগাছে জল কিংবা সার দিতে হবে; হয়ত কোথাও চুনকাম করতে হবে৷ ষোড়শ শতাব্দীর বাড়ি, কত পুরনো বুঝতেই পারছেন৷''

সবচেয়ে সুন্দর বাড়ির আঙিনা খুঁজে বের করার উৎসব

02:32

This browser does not support the video element.

ওদিকে প্রথম দর্শকরা আসার আগে আরাসেলি লোপেস একটি লম্বা লাঠির ডগায় টিন বসিয়ে গাছগুলোয় জল দিচ্ছেন – এটাই নাকি মেপে মেপে জল দেবার সেরা পন্থা, বলেন তিনি৷ মাত্র কিছুদিন হল তিনি এই বাড়িটি কিনেছেন, অর্থাৎ তিনিও পাটিও-র মালিক৷ আরাসেলি বলেন, ‘‘পরিবারের সবাই মিলে বাড়িটা কেনার সিদ্ধান্ত নিই, যাতে এই পুরনো প্রাঙ্গণটাকে বাঁচাতে পারি৷ উঠানটারই বয়স সাড়ে তিনশ বছর৷''

বাড়ির উঠান সাজানোর প্রথা চলে আসছে রোমক আমল থেকে৷ পরে আরব মুর-রা যখন এদেশে আসে, তখন তারাও গ্রীষ্মের দাবদাহ থেকে পরিত্রাণের জন্য একটি প্রাঙ্গণকে ঘিরে তাদের বাড়িঘর তৈরি করতো৷ ১২৩৬ সালে খ্রিষ্টানরা মুর-দের কাছ থেকে কর্দোবা শহরটি পুনর্বিজয় করে৷ পাটিও বান্ধব সমিতির মিগেল আনখেল রলদান, ‘‘রং আর গন্ধ এসেছে আরবদের সঙ্গে৷ ওরা এখানে ওদের নিজেদের মতো করে থেকেছে৷ আরবরা এই ধরনের ওপর দিকে উঠে যাওয়া বাগান পছন্দ করত৷ সে বাগান কিন্তু ছিল শুধু তাদের নিজেদের জন্য৷ দরজা বন্ধ করলেই প্রাঙ্গণটা শুধু তাদের নিজেদের হয়ে যেত৷''

কর্দোবা শহরে প্রায় চার হাজার আঙিনা বা প্রাঙ্গণ আছে৷ পাটিও ফেস্টিভালে ৬০টির বেশি আঙিনা ঘুরে দেখা যাবে৷ শুধু কর্দোবার বাসিন্দা আর টুরিস্টরাই নয়, একটি জুরি সব আঙিনা ঘুরে দেখেন, কেননা এই প্রাঙ্গণ উৎসব একটি প্রতিযোগিতাও বটে৷ বাছা হয় সবচেয়ে সুন্দর পুরনো ধরনের আঙিনা, আর সবচেয়ে সুন্দর হালফ্যাশানের আঙিনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ