1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্পোরেট-কর বাড়িয়ে পরিকাঠামো ঠিক করতে বাইডেন-প্ল্যান

১ এপ্রিল ২০২১

অ্যামেরিকায় পরিকাঠামোর ভোল বদলে দিতে উচ্চাকাঙ্খী পরিকল্পনা করলেন বাইডেন। এর ফলে প্রচুর কর্মসংস্থান হবে। আর পুরোটাই হবে বড়লোকদের উপর কর বসিয়ে।

কর্পোরেটের উপর কর বসিয়ে পরিকাঠামো উন্নতির পরিকল্পনা বাইডেনের। ছবি: Evan Vucci/AP Photo/picture alliance

বাইডেন ঘোষণা করেছেন, অ্যামেরিকায় পরিকাঠামোর হাল ফেরাতে তিনি দুই ট্রিলিয়ান ডলার খরচ করবেন। এক ট্রিলিয়ান মানে ১০ হাজার কোটি টাকা। আগামী আট বছরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে অ্যামেরিকার পরিকাঠামোর ভোল বদলে দিতে চাইছেন তিনি।

আর সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাইডেন ঠিক করেছেন, এই বিপুল পরিমাণ অর্থ তিনি জোগাড় করবেন বড়লোকদের উপর করের হার বাড়িয়ে। তিনি বলেছেন, সাধারণ মানুষের উপর কোনো বাড়তি কর চাপানো হবে না। যাদের আয় চার লাখ ডলার বা তার বেশি, তাদের করের হার ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। ট্রাম্প ক্ষমতায় এসে বড়লোকদের উপর কর কমিয়ে দিয়েছিলেন। বাইডেন সেটা আবার বাড়িয়ে পরিকাঠামোয় উন্নতির খরচ জোগাড় করতে চান।

বাইডেনের বক্তব্য, তার এই পরিকরল্পনা হলো 'ওয়ানস ইন আ জেনারেশন প্ল্যান', মানে এক প্রজন্মে একবারই এই ধরনের যোজনা নেয়া হয় বা নেয়া যায়। চীন এখন অর্থনীতির ক্ষেত্রে দ্রুত এগিয়ে আসছে। তার মোকাবিলায় মার্কিন অর্থনীতিও বাড়বে। প্রচুর কর্মসংস্থান হবে। পরিকাঠামোর উন্নতি হবে।

বাইডেনের পরিকল্পনা হলো,  ২০ হাজার মাইল রাস্তার উন্নতি করা হবে এবং হাজার হাজার ব্রিজ সারানো হবে। সরকারি পরিবহন ব্যবস্থার উন্নতিতে দ্বিগুণ খরচ করা হবে এবং প্রচুর ইলেকট্রিক চার্জিং পয়েন্ট তৈরি করা হবে। জলের পাইপ বদল করা হবে এবং নিকাশী ব্যবস্থার উন্নতি করা হবে। পাওয়ার গ্রিড আপগ্রেড করা হবে যাতে ক্লিন এনার্জি দেয়া সম্ভব হয়। হাসপাতাল, স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলি সারানো হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ পেতে কর্পোরেট কর ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হবে। আর কর ব্যবস্থার ফাঁকগুলিও বন্ধ করা হবে।

মার্কিন চেম্বার অফ কমার্স এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, কর্পোরেট কর বাড়ানো একেবারেই ঠিক নয়। এটা ভয়ঙ্করভাবে বিপথগামী সিদ্ধান্ত। কিন্তু বাইডেনের যুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ২০১৭ পর্যন্ত কর্পোরেটকে যে কর দিতে হতো, তার থেকে তিনি কম কর চাপাচ্ছেন। তিনি জানিয়েছেন, ''আমি বলে নিতে চাই, যাদের আয় চার লাখ ডলারের কম, তাদের জন্য ফেডারেল কর বাড়বে না। আমি কর্পোরেটদের বিরুদ্ধে নই। কিন্তু অ্যামাজন সহ প্রচুর কর্পোরেট কোনো আয়কর দেয় না।'' বাইডেন বলেছেন, ''একজন দমকলকর্মী, একজন শিক্ষক ২২ শতাংশ কর দেন। কিন্তু অ্যামাজন সহ ৯০টি সংস্থা এক পয়সাও ফেডারেল কর দেয় না। আমি এটা বন্ধ করতে চাই।''

ডেমোক্র্যাটরা জানিয়েছেন, তারা চান রিপাবলিকানরা বাইডেনের এই পরিকল্পনাকে সমর্থন করুন। তবে তারা যেভাবে কোভিডের জন্য এক দশমিক নয় ট্রিলিয়ান ডলারের পরিকল্পনা মার্কিন কংগ্রেসে একতরফা অনুমোদন করেছেন, এটাও সেইভাবেই করবেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ