1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানি

২৯ ডিসেম্বর ২০১১

পাকিস্তানে বিভিন্ন পেশায় মেয়েদের অংশগ্রহণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷ অন্যদিকে নারীদের শারীরিক, মানসিক ও যৌন হয়রানির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে এখনও৷

--- DW-Grafik: Per Sander 2010_11_03_symbolbild_sexuelle_belästigung.psd
পুরুষ সহকর্মীরা সুযোগ পেলেই গায়ে হাত রাখেছবি: picture-alliance/chromorange/DW

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স পিআইএ-র হোস্টেস আফশিন তাঁর চাকরিতে ঢোকার সময়ের কথা স্মরণ করে বলেন, প্রশিক্ষণের সময় তাঁকে বলা হয়েছিল কীভাবে যাত্রীদের সন্তুষ্ট করতে হয়, কিন্তু পাইলটদেরও যে খুশি করতে হবে, তা ছিল উহ্য৷

কয়েক মাস পর পাইলটরা তাঁকে ও তাঁর সহকর্মীদের ককপিটে আসতে বলেন ‘‘ তাঁরা আমাদের বুকে ও পেছনে স্পর্শ করেন, ভাব দেখান যেন অনিচ্ছাকৃতভাবে তা ঘটেছে৷'' এরপর পাইলটদের চাহিদা আরো বেড়ে যায়৷ প্লেন ওড়ার সময় বা মাটিতেও যৌন হয়রানির শিকার হতে থাকেন হোস্টেসরা৷

মেয়েদের যৌম হয়রানির শিকার হতে হয়ে প্রতিদিনইছবি: picture alliance / dpa

৯ অক্টোবর, ক্যাপটেন রিফাত হাই বিষয়টি নিজের হাতে নেন এবং লাহোরের উচ্চ আদালতে মামলা দায়ের করেন৷ তিনি অভিযোগ করেন, নারী কর্মীরা ঊর্ধতন অফিসারদের ইচ্ছা মত না চললে তাঁদের পদোন্নতিতে বাধা পড়ে, এমনকি পদের অবনতিও হয়ে থাকে৷

সমান দুর্ভোগ

প্রতি বছর পাকিস্তানের হাজার হাজার মেয়ে তাদের পুরুষ সহকর্মীদের দ্বারা নিগৃহীত হন৷ মান সম্মান বজায় রাখার জন্য অনেক মেয়ে চুপ করে থাকতে বাধ্য হন৷ সরকারি তথ্য অনুযায়ী দৈনিক ৭০ শতাংশ মেয়ে কর্মক্ষেত্রে হয়রানির শিকার হন৷ যদিও ২০১০ সালে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ক্ষমতায় আসার পর পরই কর্মক্ষেত্রে নারীদের হয়রানি রোধের একটি বিলে স্বাক্ষর করেন৷

‘‘নিগ্রহকে আমরা উপেক্ষা করতে পারিনা৷ কিন্তু চুপ করে না থাকলে বাবা ও ভাইরা আমাদের কাজ করতে দেবেননা৷ চাকরি ছাড়া আমাদের চলবেনা৷'' বলেন, ২৫ বছর বয়সি ব্যাংকে চাকুরিরত তরুণী সারা৷ চাকরি না থাকলে দামি ব্র্যান্ডের জামাকাপড়, ব্যাগ, গয়নাগাটি কেনাও তার পক্ষে সম্ভব হবেনা৷ ধনী বন্ধুদের সঙ্গে পাল্লা দেয়াও শক্ত হয়ে পড়বে৷

ডয়চে ভেলের সমানাধিকার রক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত বেটিনা বুর্কহার্টছবি: DW

অন্যদিকে জার্মানিতে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিরল, তবে একেবারে অনুপস্থিত নয়৷ ডয়চে ভেলের সমানাধিকার রক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত বেটিনা বুর্কহার্ট জানান, ‘‘কিছু কিছু নারী কর্মী কর্মক্ষেত্রে যৌন হয়রানির মোকাবেলা কী ভাবে করা যায়, সে সম্পর্কে পরামর্শ নিতে আসেন৷ অনেকে পুরুষ সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেন, যারা তাদের হাত নিজেদের কাছে রাখতে পারেননা বা মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলতে ভালবাসেন৷ তবে ব্যাপারটি প্রকাশ হওয়ার পর তারা আবার নিজেদের সাথে সাথে সামলে নেন৷''

কর্মক্ষেত্রে আরো প্রতিনিধিত্ব প্রয়োজন

জার্মান মেয়েরা যোগ্য হলেও কর্মক্ষেত্রে দেখা যায়, ছেলেদের তুলনায় এখনও ২৩ শতাংশ কম উপার্জন করেন তারা, পদোন্নতি হয় কম৷ তাই শীর্ষ পদগুলিতে মেয়েদের খুব কমই দেখা যায়৷ বুর্কহার্ট জানান, কিছু কিছু প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে যাতে প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে চাকরির জন্য আরো বেশি করে আগ্রহী করে তোলা যায় মেয়েদের৷ কোনো কোনো প্রতিষ্ঠান শীর্ষ পদগুলিতে ৩০ শতাংশ নারী নিয়োগ করার লক্ষ্যে কাজ করছে৷ অদূর ভবিষ্যতে ৫০ শতাংশ করার আশা তাদের৷

পাকিস্তানে কর্মজীবী মেয়ের সংখ্যা এখনও খুব কম৷ পুরুষদের তুলনায় তাদের উপার্জন অর্ধেক৷ তবে পাকিস্তানি কর্মপ্রতিষ্ঠানগুলিতে অদূর ভবিষ্যতে আরও বেশি মেয়ে কাজ করবেন বলে মনে করা হচ্ছে৷ পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের রিপোর্ট অনুযায়ী ২০১০ সালে হাইস্কুলগামী ২ কোটি ৬০ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে ৪২ শতাংশের বেশি ছিল মেয়ে৷ ১৮ বছর আগে এই সংখ্যা ছিল ৩০ শতাংশ৷ পাকিস্তানে বিশ্ববিদ্যালয়গামী ১১ লক্ষ ছাত্রছাত্রীর মধ্যে ৪৭ শতাংশ ছাত্রী৷ ১৯৯৩ সালে ছিল ২৩ শতাংশ৷

যে কোন এয়ারলাইন্সে ক্যাপ্টেনকে খুশি রাখতে হবে নইলে পদোন্নতি ঘটবে নাছবি: dapd

ইসলামাবাদের জাতীয় সংসদে ৩৪২ আসনের মধ্যে ৭৮ টি মেয়েদের দখলে৷ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি, জাতীয় সংসদের স্পিকার ফেহমিদা মালিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত শেরি রেহমান, এরা সবাই নারী৷

পুরুষের একচ্ছত্র রাজত্বেও নারীর প্রবেশ

পুরুষদের সনাতনি পেশায়ও নারীরা আসছেন এখন৷ যেমন ট্যাক্সিচালক হিসেবে৷ তবে বিশেষ সাবধানতাও নিতে হয় নারী ট্যাক্সিচালকদের৷ ৫০ বছর বয়স্ক বিধবা মহিলা জাহিদা কাজমি এমনই একজন ট্যাক্সিচালক৷ রাজধানী ইসলামাবাদে একটি ট্যাক্সি লিজ নিয়ে চালাচ্ছেন তিনি৷ যাত্রীরা আন্তরিক, ভদ্র ও বন্ধুভাবাপন্ন৷ তবে এটা তাঁর বয়সের জন্য ও বড় শাল দিয়ে মাথা ঢেকে রাখার জন্যও হতে পারে৷ পাকিস্তানে কর্মজীবী মেয়েদের মধ্যে যারা ঠিকমত শরীর ঢেকে রাখেন না বা মাথায় কাপড় দেননা, তাদের হালকা মেয়ে এবং সহজেই পাওয়া যায় বলে মনে করা হয়৷ পুরুষদের এই নেতিবাচক ধারণাটা দূর হতে আরো কয়েক দশক লেগে যেতে পারে৷

প্রতিবেদন: আয়শা হাসান/ রায়হানা বেগম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ