1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্মজীবী মায়েদের জন্য দাবি

৪ জানুয়ারি ২০২১

করোনা সংক্রমণের হার আবার খুব বেড়ে যাওয়ায় জার্মানিতে নতুন করে শুরু হয়েছে লকডাউন৷ এ অবস্থায় কর্মজীবী নারীদের সংকটের কথা ভেবে তাদের সবেতন ছুটি দেয়ার দাবি জানিয়েছেন লা্র্স ক্লিংবাইল৷

Deutschland | Coronavirus: Maskenpflicht an Schulen
ছবি: Annegret Hilse/REUTERS

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে ১০ হাজার ৩১৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে৷ করোনায় মারা গেছেন আরো ৩১২ জন৷ ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আনিয়া কার্লিচেকের কাছে কবে নাগাদ দেশের সব স্কুল এবং ডে-কেয়ার সেন্টার খুলবে- এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই৷ সিডিইউ নেত্রী মনে করেন, স্কুলগুলোতে যেহেতু দ্রুত সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে, তাই পুরোপুরি কবে খোলা যাবে তা জানার জন্য আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে৷

এ অবস্থায় কর্মজীবী নারীদের মধ্যে যাদের সন্তানকে ডে-কেয়ার সেন্টারে পাঠাতে হয়, তাদের অবিলম্বে বেতনসহ ছুটি দিয়ে দেয়ার দাবি জানিয়েছেন সামাজিক গণতন্ত্রী দল (এসডিপি)-র নেতা লার্স ক্লিংবাইল৷ বিল্ড অনলাইনকে তিনি বলেন, মায়েরা যাতে ঘরে সন্তানদের দেখাশোনা করতে পারেন সেজন্য ‘‘সব প্রতিষ্ঠানের উচিত তাদের সবেতন ছুটি দেয়া৷'' তিনি আরো বলেন, শিক্ষার্থীরা কবে থেকে স্কুলে মুখোমুখি বসে ক্লাস করতে পারবে তা-ও খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়া উচিত৷

এসিবি/কেএম (বিল্ড অনলাইন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ