অ্যামেরিকা জুড়ে ছড়িয়ে থাকা নিজেদের সব শাখা একদিনের জন্য বন্ধ রেখে কর্মীদের বর্ণবাদী আচরণ নিয়ন্ত্রণের বিশেষ প্রশিক্ষণ দেবে স্টারবাকস৷
বিজ্ঞাপন
মে মাসের ২৯ তারিখে অ্যামেরিকার ৮ হাজার শাখা বন্ধ রেখে ঐ প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কেভিন জনসন জানিয়েছেন৷
বুধবার এক বিবৃতিতে কেভিন বলেন, ‘‘সব শাখা বন্ধ রেখেবণর্বাদী আচরণের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া এ ধরনের উদ্যোগের প্রথম ধাপ৷ ধীরে ধীরে আমাদের প্রতিষ্ঠান ও সহযোগী প্রতিষ্ঠানের সবাইকে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে৷''
গত বৃহস্পতিবার ফিলাডেলফিয়া রাজ্যের স্টারবাকসের একটি শাখায় দু'জন কৃষ্ণাঙ্গ ব্যক্তি টয়লেট ব্যবহার করতে চাইলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে স্টারবাকসের এক বিক্রয়কর্মী৷ পরে পুলিশ ডেকে ঐ দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে ধরিয়ে দেওয়া হয়৷
মোবাইলে ধারণ করা একটি ভিডিও খুব দ্রুত টুইটারে ভাইরাল হয়৷ সোশ্যাল মিডিয়ায় স্টারবাকসকে বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত করে বর্জনের পক্ষে দ্রুত জনমত গড়ে উঠতে থাকে৷
শ্বেতাঙ্গ তারকাদের কৃষ্ণাঙ্গ জীবনসঙ্গী
পত্রিকা খুললেই আমরা ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দেখি৷ সেখানে মেয়েদের অন্যতম গুণ হিসেবে আজও অনেক ক্ষেত্রেই ফর্সা হওয়ার কথা বলা হয়৷ তবে অনেক তারকা কিন্তু তেমনটা করেননি৷
ছবি: picture-alliance/abaca/H. Lionel
জর্জ লুকাস
‘স্টার ওয়ার্স’ নির্মাতা জর্জ লুকাস ২০১৩ সালে মার্কিন ব্যবসায়ী মেলডি হবসনকে বিয়ে করেন৷ হবসন বর্তমানে শ্রেক, মাদাগাস্কার – এসব অ্যানিমেটেড মুভি তৈরির জন্য বিখ্যাত ‘ড্রিমওয়ার্কস অ্যানিমেশন’ এর চেয়ারম্যান৷
ছবি: Getty Images/AFP
ডেভিড বোয়ি
ব্রিটিশ রক সংগীতের কিংবদন্তি ডেভিড বোয়ি ১৯৯২ সালে সোমালি-মার্কিন মডেল ইমান-কে বিয়ে করেন৷ ২০০০ সালে তাঁদের একমাত্র সন্তান জন্ম নেয়৷ ২০১৬ সালের ১০ জানুয়ারি বোয়ি মারা গেছেন৷
ছবি: AP
হাইডি ক্লুম
জার্মানির শীর্ষ মডেল হাইডি ক্লুম ২০০৫ সালে ব্রিটিশ সংগীত শিল্পী সিল-কে বিয়ে করেন৷ ২০১৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়৷
ছবি: picture alliance/dpa/P. Buck
রবার্ট ডি নিরো
দু’বার অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ১৯৯৭ সালে বিয়ে করেন মার্কিন অভিনেত্রী, গায়িকা ও সমাজসেবিকা গ্রেস হাইটাওয়ার-কে৷
ছবি: picture alliance/landov/R. Pitts
মারিয়া ক্যারি
হিরো, ভিশন অফ লাভ, ইমোশনস, উই বিলং টুগেদার গানগুলোর জন্য মারিয়া ক্যারির খ্যাতি বিশ্বজোড়া৷ ২০০৮ সালে তিনি বিয়ে করেছিলেন মার্কিন কমেডিয়ান, ব়্যাপার ও অভিনেতা নিক ক্যাননকে৷ ২০১৪ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে৷
ছবি: Charley Gallay/Getty Images For Nickelodeon
ডিয়র্ক নোভিৎস্কি
জার্মানির প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড় নোভিৎস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিএ লিগে ‘ডালাস মেভেরিকস-এর হয়ে খেলছেন৷ সুইডেনের যমজ ফুটবলার মার্টিন ও মার্কুস ওলসন-এর বোন জেসিকা ওলসনকে ২০১২ সালে বিয়ে করেন নোভিৎস্কি৷ তাঁদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে৷
ছবি: Getty Images
অলিভিয়ার মার্টিনেস
ফরাসি এই অভিনেতা একসময় অনেক তারকার সঙ্গে ‘ডেটিং’ করেছেন৷ সে কারণে ট্যাবলয়েডগুলোতে তাঁর পরিচয় ছিল ‘উইমেনাইজার’ হিসেবে৷ ২০১৩ সালে তিনি বিয়ে করেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরিকে৷
ছবি: picture-alliance/abaca/H. Lionel
7 ছবি1 | 7
স্টারবাকসের সিইও অবশ্য প্রথম থেকেই এ ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আসছেন৷ নিগ্রহের শিকার দুই কৃষাঙ্গ ব্যক্তির কাছে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে,কৃষ্ণাঙ্গ ব্যক্তিরাকোনও কিছু অর্ডার না দিয়ে চুপচাপ বসে ছিলেন টেবিলে৷ পরে তাঁদের একজন টয়লেট ব্যবহার করতে চাইলে স্টারবাকসের ঐ শাখার ব্যবস্থাপক তাঁদেরকে বলেন ‘‘কিছু না কিনলে টয়লেট ব্যবহার করা যাবে না৷''
এরপরও কৃষ্ণাঙ্গ দুই ব্যক্তি টেবিলে বসে বন্ধুর জন্য চুপচাপ অপেক্ষা করছিলেন৷ কিন্তু তাঁদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়৷ তাঁরা চলে যেতে না চাইলে পুলিশ ডেকে হাতকড়া পরিয়ে তাঁদের থানায় নেওয়া হয়৷