1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেইমারের বাবাকে তলব

১ আগস্ট ২০১৪

কর ফাঁকি মামলার সাক্ষী হিসেবে ব্রাজিল ও বার্সেলোনা তারকা নেইমারের বাবাকে ১ অক্টোবর আদালতে হাজিরা দিতে হবে৷ একইসঙ্গে স্প্যানিশ ক্লাবটির ফিন্যান্সিয়াল ডিরেক্টরকেও আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

Fußball Hairstyle Frisur Neymar
ছবি: Getty Images

নেইমারকে ৫৭ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আনা হয় বলে প্রথমে জানানো হয়েছিল৷ পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে বার্সেলোনাই জানায় যে, টাকার পরিমাণটা ৫৭ নয়, ৮৬ মিলিয়ন ইউরো৷ অথচ স্পেনের কর কর্তৃপক্ষ নেইমার ইস্যুতে ৫৭ মিলিয়নের হিসেবে কর পেয়েছে৷ এখন ক্লাব যেহেতু বলছে যে টাকার পরিমাণটা ৮৬ মিলিয়ন ইউরো, সে হিসেবে কর হিসেবে আরও প্রায় ১১.৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা৷

নেইমারের ট্রান্সফারের বিষয়টি সম্পর্কে শুরুতে সত্য তথ্য দেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছেছবি: picture alliance/dpa

এ বিষয়টির মীমাংসা করতে নেইমারের বাবাকে চুক্তি ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র নিয়ে আদালতে যেতে বলা হয়েছে৷

অভিযোগের শুরু বার্সেলোনার সদস্য হর্দি কেসেসের হাত ধরে৷ যার অভিযোগ, বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল জনসমক্ষে নেইমারের ট্রান্সফারের বিষয়টি সম্পর্কে সত্য তথ্য দেননি৷ রোসেল এ বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন৷

মামলার শুনানিতে গত সপ্তাহে আদালতে হাজির হয়েছিলেন রোসেল৷ এর আগে বার্সার ব্যবস্থাপনা পরিচালক আন্তোনিও রোসিচ আদালতে জানিয়েছিলেন, আইন মেনেই নেইমারের সাথে চুক্তি করা হয়েছে৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ