1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাক্ষাৎকার: মোহাম্মদ আবদুল মজিদ

২৭ সেপ্টেম্বর ২০১৬

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ৷ কর ব্যবস্থার সমস্যা ও এর সমাধানে কী করা হচ্ছে সে সম্পর্কে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন তিনি৷

Bengalische Banknoten
ছবি: DW

মজিদ বলেন, বাংলাদেশে বর্তমানে কর-জিডিপির অনুপাত ১০.৩ শতাংশ, অর্থাৎ মোট জিডিপি আয়ের ১০.৩ শতাংশ আশে কর খাত থেকে৷ অথচ এটি ১৫-১৬ শতাংশের মতো হওয়া উচিত ছিল৷ প্রত্যক্ষ করের আওতা ঠিকমতো না বাড়া এবং রাজস্ব বিভাগে পর্যাপ্ত জনবলের অভাবের কারণে সেটি সম্ভব হয়নি৷

তবে প্রত্যক্ষ কর বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি৷ এক্ষেত্রে চলতি অর্থবছরের বাজেটে চাকরিজীবীদের আয়কর বিবরণী ও কর দেওয়ার বিষয়ে বেশ কিছু নতুন উদ্যোগ নেয়ার কথা উল্লেখ করেন মজিদ৷ এর মধ্যে অন্যতম হলো – প্রতি মাসে বেতন থেকে অগ্রিম কর কাটা, সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট সীমার আয়ের বেশি হলে আয়কর বিবরণী জমা এবং বেসরকারি চাকরিজীবীদের ই-টিআইএন বাধ্যতামূলক৷ ইতিমধ্যে এনবিআর এ সব নতুন উদ্যোগের কথা করদাতাদের জানাতে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে৷

ড. মোহাম্মদ আবদুল মজিদ

This browser does not support the audio element.

এছাড়া সহজ ভাষায় নতুন করে আয়কর আইন প্রণয়ন ও বাংলা ভাষায় আয়কর দেয়ার ফরম তৈরি হচ্ছে বলে জানান এনবিআর-এর সাবেক চেয়ারম্যান মজিদ৷ তিনি বলেন, বর্তমানে যে আয়কর অধ্যাদেশের আওতায় কর সংগৃহীত হচ্ছে সেটি ১৯৮৪ সালে প্রণীত৷ আইনটি ইংরেজি ভাষায় খুবই জটিলভাবে লিখিত৷ এছাড়া ঐ আইনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গীর সন্নিবেশ ঘটেছে৷ ফলে আইনটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছিল৷ ২০১৮ সালে নতুন কর আইন পাস হতে পারে বলে জানা গেছে৷

তবে কর আদায়কারী ও কর দাতাদের মনোভাবে যদি পরিবর্তন না আসে তাহলে আইন সহজ করে এবং কর প্রদানের কাজ সহজ করেও রাজস্ব আদায়ে উন্নতি হবে না বলে মনে করেন তিনি৷ মজিদ বলেন, ‘‘সম্প্রতি কর্তৃপক্ষ কর প্রদানে সবাইকে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে৷ সেটা একটি ভালো পদক্ষেপ৷ তবে করদাতারা যখন কর দিতে যাবেন তখনও তাদের সঙ্গে কর আদায়কারীদের ভালো আচরণ করতে হবে৷''

এনবিআর এর বর্তমান চেয়ারম্যান মো. নজিবুর রহমান সরকারি বার্তা সংস্থা বাসসকে সম্প্রতি জানিয়েছেন, ‘‘অনলাইনে আয়কর বিবরণী জমা দেয়া সংক্রান্ত প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে৷ আগামী মাস (অক্টোবর) থেকে অনলাইনে করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন৷'' সরকারের এই উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন মজিদ৷ তবে সবার পক্ষে এখনই অনলাইনে আয়কর দাখিল সম্ভব নয় বলে কর আদায়কারীদের ভালো আচরণের বিষয়টি সাক্ষাৎকারে আবারও উল্লেখ করেন তিনি৷

বন্ধু, সাক্ষাৎকারটি আপনার কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ