1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার চোখে মারাদোনা অমর

২৭ নভেম্বর ২০২০

কলকাতায় মারাদোনা এসেছেন দুই বার৷ আর কলকাতাও হৃদয় দিয়েছে তাঁকে৷ আবেগে ও ভালোবাসায় জড়িয়ে ধরেছে ফুটবলের ঈশ্বরকে৷

ডিয়েগো ম্যারাডোনা
২০১৭ সালে পশ্চিমবঙ্গের বারাসত আদিত্য ফুটবল একাডেমিতে ডিয়েগো ম্যারাডোনাছবি: picture-alliance/ZUMA PRESS/S. Saha

ওই ছবিটাই তো বলে দিচ্ছে সব৷ সল্টলেক স্টেডিয়ামে লক্ষাধিক মানুষ আবেগে ভাসছেন, গর্জন করে স্বাগত জানাচ্ছেন তাঁকে৷ প্রত্যুত্তরে একটি গাড়ির উপর চড়ে একইরকম আবেগে উতরোল হয়ে মারাদোনা সমানে বুক বাজিয়ে জানিয়ে দিচ্ছেন, আমিই সেই৷ ফুটবলের ঈশ্বর৷ একশ কোটির দেশের প্রতিভূ হয়ে এক লাখ মানুষের পাগলপারা ভালোবাসা আমি নিলাম৷ হে কলকাতা, একটা কুর্নিশ রইল তোমার জন্য৷

তার এগারো বছর আগে খেলা ছেড়ে দিয়েছেন তিনি৷ কলকাতায় তিনি পেলের মতো খেলতে আসেননি৷ জার্সি পরে মাঠে নামেননি৷ তাতে কী আসে যায়? পাঁচ ফুট পাঁচ ইঞ্চির এক চলমান ইতিহাস, কিংবদন্তীর সঙ্গে তো কতদিন ধরেই একাত্ম কলকাতা৷ মারাদোনা তো কলকাতার কাছে শুধু এক ফুটবল ঈশ্বর নন, তার থেকেও অনেক বেশি কিছু৷ কলকাতার মাঠে মারাদোনা মানে লড়াই, মারাদোনা মানে বিপক্ষের আক্রমণে ক্ষত-বিক্ষত হয়ে ঘুরে দাঁড়িয়ে জেতা, মারাদোনা মানে এক দুর্জয় সাহস ও প্রতিভার নাম, যে প্রতি মুহূর্তে শেখায়, প্রতিভাবানদের অভিধানে অসম্ভব বলে কোনো শব্দ নেই৷ নিজের জগতে প্রতিটি মুহূর্তে সে নিজেকেই অতিক্রম করে যায়৷ মারাদোনা যেমন ফুটবল মাঠে প্রতিদিন নিজেকে অতিক্রম করে গিয়েছেন৷ তাই তো মাঝরাতে তিনি যখন প্রথমবার কলকাতায় পা রাখলেন, তখন তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন হাজারো মানুষ৷ যা দেখে তাঁর মনে পড়ে গিয়েছিল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার পর নাপোলির রাত৷

এই লড়াই তো কলকাতার মজ্জাগত! তিনশো বছরের কিছু বেশিদিনের ইতিহাসে এমন অনেক লড়াই লড়েছে কলকাতা এবং সিটি অফ জয়ের মানুষ৷ তাই তো মারাদোনাকে সে বুক পেতে নেয়৷ মারাদোনার জন্য সে প্রতিনিয়ত পাগলামি করে৷ ১৯৮২-র বিশ্বকাপ দেখে সেই যে মারাদোনার প্রেমে পড়ে যায় কলকাতা, তা আর কখনো ফিকে হয়নি৷ তারপর বিশ্বকাপ এলেই কলকাতার পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে মারাদোনার ছবি সাজিয়ে তাতে ফুল-মালা দেওয়ার রেওয়াজ৷ রাস্তায় ঝুলিয়ে দেয়া অর্জেন্টিনার সাদা নীল পতাকা৷ তৈরি করা সাদা নীল গেট৷ দেওয়ালে মারাদোনার ছবি৷ প্রত্যেক ভক্তের পিঠে ১০৷ কালো হরফে 'মারাদোনা'৷ ব্রাজিলে ডুবে থাকা কলকাতাকে তো সাদা-নীল চেনালেন ওই ঈশ্বরই!

মারাদোনা যখন কলকাতায় এসেছিলেন, তখন তাঁর জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল একটি বাস৷ গোটা বাসের গা জুড়ে তাঁর নাম সময়ের ছবি৷ ওই বাসে চড়েই হোটেল থেকে যুবভারতী গিয়েছিলেন তিনি৷ তিনি চলে যাওয়ার পর বাসটিকে রুটের আর পাঁচটি বাসের সঙ্গে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল৷ দশ নম্বর জার্সি লকারে তুলে রাখা বহু ভক্ত অপেক্ষা করে থাকতেন কেবল ওই বাসটির জন্য৷ বাসের হ্যান্ডেল ছুঁয়েও শিহরিত হয়েছেন তাঁরা৷ যেন মারাদোনার স্পর্শ লেগে আছে তাতে৷

গৌতম হোড়, ডয়চে ভেলেছবি: privat

মারাদোনাও তো এমনই৷ উষ্ণ৷ লোককে বুকে টেনে নেন৷ লোক দেখানোর জন্য নয়৷ নিছক সৌজন্যর জন্য নাটক নয়৷ হৃদয়ের আবেগ থেকেই কাছে টেনে নিতেন মানুষকে৷ এক গরিব পরিবার থেকে উঠে আসা ফুটবল সম্রাট কখনো ভোলেননি তাঁর বেড়ে ওঠা, তাঁর ছেলেবেলার সঙ্গী বস্তির ছেলেগুলোকে৷ সফিস্টিকেশনকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পেরেছেন তিনি৷ জড়িয়েছেন বিতর্কেও৷ 

কলকাতায় মারাদোনা এসেছিলেন দুই বার৷ ২০০৮ ও ২০১৭-তে৷ দুই বারই তাঁর সঙ্গে দেখা করেছিলেন ফুটবলার প্রসূন বন্দ্যোপধ্যায়৷ ভারতের সাবেক ফুটবল ক্যাপ্টেন৷ বর্তমানে তৃণমূলের সাংসদ৷ তিনি ভারতের ক্যাপ্টেন ছিলেন শুনে প্রসূনের দিকে বল ছুড়ে দেন মারাদোনা৷ প্রসূন তা বুক দিয়ে পায়ে নামিয়ে নাচাতে থাকেন৷ আর মারাদোনা গুণতে শুরু করেন, ওয়ান, টু... টেন... ফিফটি৷ একশো হওয়ার পর প্রসূন বল পাঠিয়ে দেন মারাদোনার দিকে৷ আর মোরাদোনা জড়িয়ে ধরেন তাঁকে৷ এতদিন পরে সেই ঘটনার কথা বলতে গিয়ে শিহরিত হচ্ছিল প্রসূনের গলা৷ বলছিলেন, ''ফুটবলের মানচিত্রে আমরা কোথায় আর মারাদোনা কোথায়? অথচ, কী অনায়াসে তিনি জড়িয়ে ধরতে পারেন আমাদের৷ আমি পেলের সঙ্গে খেলেছি, আরো বড় ফুটবলারদের সঙ্গে দেখা হয়েছে বিদেশে৷ তাঁরা ফর্মাল৷ কিন্তু মারাদোনার মধ্যে কোনো ফর্মালিটি ছিল না৷ তিনি ছিলেন খুব সরল, দরদী এবং প্রাণখোলা মানুষ৷ একেবারে সাধারণ মানুষের মতো৷ ''

কলকাতায় মারাদোনার ছোট্ট দুটি পায়ের কাজ চোখের সামনে ভাসছে প্রসূনের৷ হোটেলে খাবার প্লেট হাতে খেতে খেতে পায়ে বল নাচিয়ে যাচ্ছেন অবলীলায়৷ বল একবারের জন্যও মাটি ছুঁতে পারছে না৷ দেখে মনে হয়েছিল, এ মারাদোনার পক্ষেই সম্ভব৷ বারাসতের কাছে একটি স্কুলে গিয়ে একটা ইনসুইং শট মেরেছিলেন৷ থ্রো লাইন ধরে বল ঘুরতে শুরু করেছিল৷ এখনো চোখ বন্ধ করলে সেই শট চোখে ভাসে প্রসূনের৷

এই মারাদোনাকে পুজো করে কলকাতা৷ যবে থেকে টিভি এসেছে, বিশ্বকাপ ফুটবল ঘরে ঢুকে পড়েছে, তবে থেকেই মারাদোনার অপেক্ষায় রাত জেগেছে কলকাতা৷ সেই ঈশ্বর কলকাতায় এসে মাদার টেরিজার আশ্রমে গেছেন৷ মোহনবাগান মাঠে গিয়ে পাঁচটা বল উড়িয়ে দিয়েছেন গ্যালারিতে৷ গেছেন স্কুলে, ফুটবল অ্যাকাডেমিতে৷  কলকাতায় ফিদেল কাস্ত্রোর বয়সী এক বাম নেতা আছেন জেনে দেখা করেছেন জ্যোতি বসুর সঙ্গে৷ ১০ মিনিটের নির্ধারিত সময় পেরিয়ে এক ঘণ্টা ধরে কথা বলেছেন৷  শিল্প-সাহিত্য-সংস্কৃতির শহর ফুটবলের অন্যতম শিল্পীকে গ্রহণ করেছে, চেটেপুটে নিয়েছে সর্বস্ব দিয়ে৷

কলকাতার কাছে মারাদোনা নিজের লোক৷ লক্ষ মানুষের গর্জনের মধ্যে মুকুটহীন যে সম্রাট বুক বাজিয়ে বলেই চলেছেন, 'আমিই সেই৷ ফুটবলের ঈশ্বর'৷ মারাদোনাকে নিয়ে কলকাতার আবেগ কতটা তা বন্ধু দেবাশিসের একটf লাইন থেকেই পরিষ্কার-- মারাদোনা এতদিন বেঁচে ছিলেন প্রবলভাবে, এ বার অমরত্বের পর্ব শুরু হলো৷ কলকাতার কাছে তিনি অমর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ