কলকাতার বড়বাজার এলাকায় ১৭৩৫ সালে মশলার দোকান দিয়েছিলেন দয়ারাম দাঁ৷ বর্তমানে ঐ পরিবারের সপ্তম প্রজন্ম দোকানটি চালাচ্ছে৷ ধর্ম্মদাস দাঁর আমলে ব্যবসা ফুলেফেঁপে উঠেছিল৷ মশলার ব্যবসা দিয়ে শুরু হলেও বর্তমানে দোকানটি একটি দশকর্মা ভান্ডার এবং আয়ুর্বেদিক ওষুধের উপকরণ বিক্রির কেন্দ্র৷ দাঁ পরিবারের দুর্গাপূজাও শহরের প্রাচীনতম পুজোগুলির মধ্যে একটি৷