1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার পূজায় কি মানা হবে কোভিডবিধি?

পায়েল সামন্ত কলকাতা
১৮ সেপ্টেম্বর ২০২১

উৎসবের মৌসুম শুরু হয়েছে৷ করোনা মহামারির পরিস্থিতি মাথায় রেখে সতর্কতা নেওয়া হয়েছে ভারতের একাধিক রাজ্যে৷ মহারাষ্ট্র, দিল্লিতে গণেশ চতুর্থীতে নিয়ন্ত্রণ জারি হয়েছিল৷ কলকাতার দুর্গাপূজায় কী পরিকল্পনা?

কলকাতায় খুঁটি পূজা ছবি: Payel Samanta

পূজা মৌসুমে ভারত জুড়ে সবার আগে পালিত হয় গণেশ উৎসব বা গণেশ চতুর্থী৷ এরই মধ্যে কোভিডের ডেল্টা প্লাসের সর্তকতা নিয়ে তৃতীয় ঢেউ আসন্ন৷ তাই সতর্কতা হিসেবে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সরকার উৎসবের জমায়েতে কিছু নিষেধাজ্ঞা জারি করেই রেখেছিল৷ কর্ণাটক সরকার আংশিক অনুমতির সাপেক্ষেই গণেশ পূজার উৎসব পালনে ছাড়পত্র দেয়৷ সেখানে রাত ন'টার পরে বিসর্জনে নিষেধাজ্ঞা ছিল৷ মুম্বইয়ে এই পূজা কলকাতার দুর্গোৎসবের সামিল৷ বাণিজ্যনগরীতে পুলিশ ১৪৪ ধারা জারি করেছিল৷ অনলাইনে গণেশ উৎসব দেখে ক্ষান্ত দিতে হয়েছে নগরবাসীকে৷ 

‘কলকাতায় পূজার পর সংক্রমণ বেশি ছড়ায়নি’

This browser does not support the audio element.

কলকাতায় দুর্গাপূজা তবে কোন চেহারায় হতে চলেছে? তার খবর নেওয়ার আগে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবাণী শুনে নেওয়া যাক৷ ডা. অনির্বাণ দোলুই ডয়চে ভেলেকে বলেন, ‘‘থার্ড ওয়েভের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি৷ বিধি মানতেই হবে৷ সম্পূর্ণরূপে টিকাকরণের কাজও শেষ হয়নি, তাই ভাইরাস আবার মিউটেট করে নতুন ভাবে হানা দিতে পারে৷ যে কোনো রকমের ভিড় ভাইরাস ছড়িয়ে পড়ার পক্ষে আদর্শ৷ অবাঞ্ছিত ভিড় এড়াতে পারলে কোভিডকে ঠেকিয়ে রাখা সম্ভব৷''

প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা দেওয়া হয়েছে৷ তবে রূপরেখা চূড়ান্ত হয়নি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বছর মণ্ডপে ঢোকা ও প্রতিমা দর্শনের ক্ষেত্রে কী কী নিয়ম থাকবে, তা পরে জানানো হবে৷ পুজো কার্নিভাল হবে কি না, তাও ভেবে দেখা হবে৷ তবে উৎসবের ঢাকে কাঠি পড়তেই অবশ্য আমজনতা কোভিড উপেক্ষা করে রাস্তায় নেমে পড়েছে৷ বাজার, শপিং মলে ঠাসা ভিড়৷ মাস্ক নেই অনেকের মুখে৷ সামাজিক দূরত্ব উধাও৷ 

এই পরিস্থিতিতে অনেক উদ্যোক্তা বারোয়ারি পূজার ক্ষেত্রে হাইকোর্টের গতবারের রায় মেনে এগোচ্ছেন৷ আদালতের নির্দেশ দিয়েছিল, মণ্ডপ থাকবে দর্শকশূন্য৷ এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল ফোরাম ফর দুর্গোৎসব কমিটি৷ যদিও তাতে আদালত নির্দেশ বদল করেনি৷ সেই নির্দেশ কি এ বারও মেনে চলবেন উদ্যোক্তারা? দমদম তরুণ দলের সম্পাদক বিশ্বজিৎ প্রসাদের বক্তব্য, ‘‘এমন অনেক মানু্ষ আছেন, যাঁরা হাইকোর্টে কেস করেন পূজা বন্ধ করতে৷ তবে যা রায় মিলবে, সেটাই মানতে হবে৷ কিন্তু দোকান-বাজারের ভিড় থেকে কি করোনা ছড়ায় না?''

ইতিমধ্যে সাড়ম্বরে খুঁটি পুজো হয়ে গিয়েছে৷ মণ্ডপ তৈরির কাজ চলছে জোরকদমে৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণে, টালা বারোয়ারি, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লী জানিয়েছে, করোনাবিধি মেনেই উৎসব পালন করবে তারা৷ টালা বারোয়ারির শুভ্রজিৎ পাল বলেন, ‘‘কোভিড গাইডলাইন মেনে পূজা করব৷ খোলামেলা অনেকটা জায়গা আমাদের, অসুবিধা হবে না৷ উৎসবের স্পনসর থাকে৷ মানুষ না এলে তারা বিজ্ঞাপন দেবে না৷ সব দিকটাই মাথায় রাখা হচ্ছে৷''

রাস্তার উপর পূজা বলে কড়া বিধিনিষেধ বাদামতলা আষাঢ় সংঘে৷ উদ্যোক্তা সন্দীপ চক্রবর্তী বলেন, ‘‘পথচারীদের জন্য ঠাকুর দেখার ব্যবস্থায় দূরত্ব বিধি আরও বাড়িয়েছি৷ ড্রাইভ-ইন দর্শনও থাকছে৷''

৬৬ পল্লীর প্রদ্যুম্ন মুখোপাধ্যায়ও জানালেন, গতবারের হাইকোর্টের রায়কে মেনে নিয়েই এগোচ্ছেন তাঁরা৷ উদ্যোক্তাদের কাছে স্বস্তির, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে৷ তাই মহারাষ্ট্রের গণেশ উৎসবের সঙ্গে দুর্গাপূজাকে এক পংক্তিতে রাখতে রাজি নন ‘ফোরাম ফর দুর্গোৎসব'-এর সদস্য শাশ্বত বসু৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘বাংলায় করোনার থেকে বেশি ডেঙ্গু, ম্যালেরিয়া, টিবি, ক্যানসারে মানুষ আক্রান্ত হয়৷ গত বছরের অভিজ্ঞতাও দেখুন, কলকাতায় পূজার পর সংক্রমণ বেশি ছড়ায়নি৷'' 

‘এখন দেশে করোনা বাড়ছে’

This browser does not support the audio element.

অনেক পূজা কমিটি এগিয়ে এসেছে গণটিকাকরণে৷ শাশ্বত বলেন, ‘‘আমরা টিকাকরণে জোর দিয়েছি৷ পুজোর সঙ্গে যুক্ত যারা, তাদের অনেকের দু'টো ডোজ হয়ে গিয়েছে৷ মাস্ক, স্যানিটাইজার সবটাই থাকছে৷ এ বার আশা করি কেউ আদালতে যাবেন না!''

কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আদৌ স্বস্তিতে নেই৷ ডা. সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘গতবার আদালত হস্তক্ষেপ করেছিল বলে দ্বিতীয় ঢেউ দেরিতে এসেছিল৷ এখন দেশে করোনা বাড়ছে৷ সরকারি প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডারের ভিড়ে ঝুঁকি বাড়াচ্ছে৷ যদি এখন থেকে সতর্কতা না নিই, তাহলে পুজোর সময় বা পরে করোনা বাড়বেই৷ তাই ফের বিষয়টি আদালত হস্তক্ষেপ করুন, নইলে বিপদ৷''

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ