1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় আর্জেন্টিনার কোচ, মেসি আসছেন বুধবার

২৯ আগস্ট ২০১১

আর্জেন্টিনা-ভেনেজুয়েলার প্রীতি ফুটবল ম্যাচ উত্তাপ ছড়াতে শুরু করেছে কলকাতায়৷ ইতিমধ্যে শহরে হাজির আর্জেন্টিনার নতুন কোচ আলেখান্দ্রো সাবেলিয়া৷ সঙ্গে আছেন সে দলের গোলরক্ষক এস্তাবান আন্দ্রেদা৷

লিওনেল মেসিকে দেখা যাবে কলকাতায়ছবি: dapd

ফুটবল রাজপুত্র লিওনেল মেসি এখনো পা রাখেননি কলকাতায়৷ আজ সোমবার, লা লিগায় মেসির ক্লাব বার্সেলোনা মুখোমুখি হবে ভেলা রেয়াল-এর৷ সেই খেলায় হাজির থাকছেন মেসি৷ তাই, তিনি সম্ভবত কলকাতায় পৌঁছাবেন মঙ্গলবার অথবা বুধবার৷ বার্সার আরেক আর্জেন্টাইন তারকা খাভিয়ার মাস্কেরানোও কলকাতা যাত্রা করবেন মেসির সঙ্গে৷

এদিকে, সোমবার সকালে ৩৯ ঘণ্টার সফর শেষে কলকাতা পৌঁছান আর্জেন্টিনা দলের ১৭ সদস্য৷ আগতদের তালিকায় কোচ আর গোলরক্ষক বাদে বাকিরা সবাই কর্মকর্তা৷ খেলোয়াড়রা আসছেন বিভিন্ন ধাপে৷ ভারতীয় গণমাধ্যমের দাবি, মোট সাত দফায় কলকাতায় আসছেন আর্জেন্টিনা দলের সদস্যরা৷

সল্টলেক স্টেডিয়ামে ২ সেপ্টেম্বর ভেনেজুয়ালার বিরুদ্ধে খেলবেন মেসিওছবি: picture alliance/dpa

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ভেনেজুয়ালা৷ খেলার ভেন্যু মোটামুটি তৈরি৷ স্টেডিয়ামের গ্যারেজ থেকে শুরু করে ব়্যাম্প, ড্রেসিং রুম - সবই নতুন করে সাজাচ্ছেন আয়োজকরা৷ মোট ১৫টি ক্যামেরাও বসানো হয়েছে মাঠের চারপাশে৷ ফুটবলের জন্য এতো ক্যামেরা আগে কখনো বসেনি এই মাঠে৷ এছাড়া খেলোয়াড়দের ইনডোর প্রাকটিসের জন্য হোটেল হায়াত রিজেন্সের বলরুমও প্রস্তুত রাখা হয়েছে৷

লিওনেল মেসি নাকি সল্টলেক-এ খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন৷ সে দলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য৷ সল্টলেক এর ধারণক্ষমতা এক লাখ বিশ হাজার দর্শক৷ এই বিশাল দর্শকের মাঠে খেলাটা উত্তেজনার বৈকি৷ তাছাড়া ভারতের নানা রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন মাঠে৷ আমন্ত্রণ করা হয়েছে কলকাতার ‘দাদা' সৌরভ গাঙ্গুলিকেও৷

উল্লেখ্য, কলকাতা থেকে আর্জেন্টিনা দলের গন্তব্য ঢাকা৷ আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় নাইজেরিয়া দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবে মেসির দল৷ এই দক্ষিণ এশিয়া সফরে মেসি আবার জাতীয় দলের অধিনায়ক৷ তাই, তার উপর সবার আগ্রহটা যেন একটু বেশিই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ