1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উগ্র ‌হিন্দুত্বের জবাবে মঙ্গলযাত্রা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৪ এপ্রিল ২০১৭

কলকাতায় এ বছর পয়লা বৈশাখের দিন ঢাকার আদলে মঙ্গল শোভাযাত্রা হবে৷ বাংলায় উগ্র হিন্দুত্ববাদী সংস্কৃতির পাল্টা আন্দোলন হিসেবে৷

Bangladesch Hilsa Fisch
ছবি: Imago/Z.H. Chowdhury

কলকাতা, তথা পশ্চিমবঙ্গে কট্টর দক্ষিণপন্থি, হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তির ক্রমশ উত্থান ঘটছে৷ এই ব্যাপারটা রাজ্যের রাজনৈতিক মহলও আর অস্বীকার করতে পারবে না৷ হাতের কাছেই উদাহরণ কাঁথি উপনির্বাচনের ফলাফল৷ সদ্য হওয়া এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হলেও প্রচুর ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে উঠে এসেছেন৷ এবং ভোট কমেছে বাম প্রার্থীর৷ এই প্রথম নয়, কাঁথিতে এর আগের তিনটি নির্বাচনেই দেখা যাচ্ছে ভোট কমছে বাম প্রার্থীদের, ভোট বাড়ছে বিজেপির৷ এই পরিস্থিতিতে যেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রখর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ পশ্চিমবঙ্গে প্রচার এবং প্রভাব বাড়াতে উদ্যোগী হয়েছে, তেড়েফুঁড়ে উঠেছে রাজ্য বিজেপি, সম্প্রতি রাজ্যে তথাকথিত গো-বলয়ের ধর্মীয় সংস্কৃতি রামনবমী পালনের ধূম পড়েছে, রীতিমতো সন্ত্রস্ত বোধ করছেন পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ মানুষ৷ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বিজেপির রামনবমীর পাল্টা হনুমান জয়ন্তী পালনের যে উদ্যোগ নিয়েছিল, তা তারা আরও এক ভুল পথ বলে মনে করছেন৷ বরং তাঁদের মনে হচ্ছে, বাঙালির নিজস্ব যে সংস্কৃতি, যা ধর্মনিরপেক্ষ এবং সর্বজনীন, তাই এবার পালন করতে হবে প্রকাশ্যে, ধর্মীয় রাজনীতির পাল্টা হিসেবে৷

ShamimAhmed - MP3-Stereo

This browser does not support the audio element.

সেই কারণে এবার খাস কলকাতা শহরে, ১৫ এপ্রিল, পয়লা বৈশাখের দিন তিনটি মঙ্গল শোভাযাত্রা হবে, যেমনটা হয় প্রতিবছর ঢাকায়৷ এই তিনটি শোভাযাত্রার মধ্যে একটি অবশ্য বেশ কয়েক বছর ধরেই হচ্ছে ‘বাংলা ভাষা প্রসার ও চেতনা সমিতি'-র উদ্যোগে৷ কলকাতার ভারতীয় জাদুঘরের লাগোয়া রাজ্য চারু ও কারু মহাবিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা পয়লা বৈশাখ সকালে যাবে রবীন্দ্র সদন প্রাঙ্গন পর্যন্ত৷ সেখানে মেলা বসবে৷ বাংলাদেশের অনুকরণে ব্যবস্থা থাকবে পান্তাভাত, নোনা ইলিশ আর শুঁটকি মাছের৷ বাংলা পত্র-পত্রিকা বিক্রি হবে৷ দিনভর হবে বাংলা কবিতা পাঠ, বাংলা গান৷ এদিন সকালের আরেকটি শোভাযাত্রা হবে যাদবপুরে, যার গন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ বেশ কিছুদিন ধরেই বিজেপির ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ'-এর নজর পড়েছে মুক্তচিন্তার ক্ষেত্র বলে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ সম্প্রতি সেখানে বেশ কিছু উপলক্ষ্যে এবিভিপি-র কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা, এমনকি হাতাহাতিও হয়েছে৷ তাই এবার যাদবপুরেও হবে মঙ্গল শোভাযাত্রা, কতকটা সেই ধর্মীয় চিন্তা-ভাবনা প্রসারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই৷ তৃতীয় আরেকটি শোভাযাত্রা হবে পয়লা বৈশাখের বিকেলে, কলেজ স্ট্রিটে, যার নামকরণ হয়েছে ইচ্ছাকৃতভাবেই ‘‌পয়লা বৈশাখের জুলুস'‌৷ সম্ভবত এটা বোঝাতেই যে, বাঙালির প্রাণের উৎসবে ধর্ম বা সাম্প্রদায়িকতার স্থান কোনোদিন ছিল না, এখনও নেই৷

SrotaDutta - MP3-Stereo

This browser does not support the audio element.

অধ্যাপক-প্রাবন্ধিক শামিম আহমেদ যোগ দেবেন কলেজ স্ট্রিটের এই জুলুসে৷ তিনি মনে করছেন, আজকের সময়ে দাঁড়িয়ে এই ধরনের সার্বজনিক উৎসবের আরও বেশি করে প্রয়োজন আছে, যা ধর্ম নিরপেক্ষতার ভাবনাকে আরও মজবুত করবে৷ এক্ষেত্রে বাংলাদেশের শোভাযাত্রার ক্ষেত্রে যেমন সাজ-সজ্জায় তাতে ইসলামবিরোধিতার অভিযোগ ওঠে, তাকেও অবান্তর মনে করেন শামিম৷ যদিও পশ্চিমবঙ্গে এ ধরনের মঙ্গলযাত্রার কোনো প্রচলন ছিল না, এবং বিষয়টা রাম-নবমীর মতোই নতুন বলে শামিম রসিকতা করলেন, কিন্তু তাঁর জোরদার ধারণা, এমন নতুন জিনিস, যা সকলের জন্যে ভালো, তার আরও উদ্যোগ নেওয়া দরকার আছে৷

তবে পয়লা বৈশাখের উদযাপন একেবারে ছিল না, তাও নয়৷ বিশ্বভারতীর প্রাক্তনী, গবেষক ও তথ্যচিত্র নির্মাতা স্রোতা দত্ত জানালেন, এখন যেমন শান্তিনিকেতনে ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়, ২০ বছর আগেও তেমনটা হতো না৷ গরমের ছুটি পড়ার আগে প্রতি বছর পয়লা বৈশাখেই শান্তিনিকেতনে ২৫ বৈশাখ পালিত হতো৷ সকালের বিশেষ প্রার্থনার পর আশ্রমের একটা বিশেষ জায়গায় জড়ো হতো সবাই৷ যেখানে নানা মনীষীর লেখা থেকে পাঠ করে শোনাত ছাত্র-ছাত্রীরা৷ বিদেশ থেকে আসা গবেষকরাও নানা বই থেকে পড়ে শোনাতেন৷ দিনের শেষ হতো রবীন্দ্রনাথের কোনও একটি নৃত্যনাট্য অভিনয়ের মধ্য দিয়ে৷ রবীন্দ্রনাথের আমল থেকেই এমনটা হয়ে এসেছে৷ ধর্মের কোনো ছোঁয়াচ ছিল না সেই বর্ষবরণেও৷

প্রতিবেদনটি কেমন লাগলো বন্ধুরা? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ