দাড়ি ও পাঞ্জাবি-পায়জামা দেখেই কয়েকজন মাদ্রাসা শিক্ষককে অতিথিশালা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতায় ৷ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: Payel Samanta/DW
বিজ্ঞাপন
কলকাতার সল্টলেকের একটি অতিথিশালায় ঘর ভাড়া করেছিলেন মালদহের মাদ্রাসার কয়েকজন শিক্ষক৷ ২১ সেপ্টেম্বর সকালে ১০ জন শিক্ষক ট্রিনিটি গেস্ট হাউসে ওঠার কয়েক ঘণ্টার মধ্যে তাদের ঘর ছেড়ে দিতে বলা হয়৷ অন্যত্র ঘরের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা হয়নি বলে অভিযোগ৷ বৃষ্টির মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উড়ালপুলের নীচে তারা আশ্রয় নেন৷ শিক্ষকদের বক্তব্য, তাদের থাকার ব্যাপারে অন্যান্য আবাসিকরা আপত্তি করেছেন বলে দাবি করেছেন অতিথিশালার ম্যানেজার ও কর্মীরা৷
ধর্মীয় পরিচয়ের জন্য শিক্ষার্থীদের ঘর ভাড়া দেওয়া হয়নি, এই ঘটনা একাধিকবার সামনে এসেছে৷ শুধু ধর্মবিদ্বেষ নয়, অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের ভাড়া দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের বৈষম্যের নজির কলকাতায় আছে৷ কিন্তু অনলাইনে বুকিং নেওয়া ঘরে চেক-ইনের পর সেখান থেকে বের করে দেওয়ার মতো ঘটনা আগে প্রকাশ্যে আসেনি৷ মালদহের কালিয়াচকের বাসিন্দা আলিপুর মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক মহম্মদ মাহবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমার জীবনে কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি৷ কতবার কলকাতায় এসেছি৷ এবার আমরা ছাত্রদের কীভাবে পড়াবো, বিবিধের মাঝে দেখো মিলন মহান! সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বেঁচে থাকবো কীভাবে?’’
শিক্ষকের এই আক্ষেপ দূর করাই এখন কলকাতার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷
‘আমার জীবনে কখনো এ ধরনের অভিজ্ঞতা হয়নি’
This browser does not support the audio element.
উপমহাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর উৎপীড়ন নতুন বিষয় নয়৷ কিন্তু ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই, ধর্মনিরপেক্ষ দেশে কেন ধর্মীয় পরিচয়ের জন্য এমন হেনস্থার অভিযোগ উঠবে?
সম্প্রতি পশ্চিমবঙ্গে আল-কায়েদা জঙ্গি সন্দেহে কয়েকজন গ্রেফতার হওয়ার পরপরই দাড়ি-পাঞ্জাবি-টুপির প্রতি বিদ্বেষ প্রকাশ পেলো সল্টলেকের ঘটনায়৷ প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘মুসলমান-খ্রিস্টান-বৌদ্ধরা আমাদের জাতির অংশ৷ কোনো সম্প্রদায়ের সদস্যকে জঙ্গি সন্দেহে ধরা হলে সবাই দায়ী হয়ে যায় না৷ সংখ্যাগরিষ্ঠের এই অধিকার নেই যে, শিক্ষকদের ধর্মীয় পরিচয়ের জন্য গেস্ট হাউস থেকে বের করে দিতে হবে৷ এটা ভারতীয় ঐতিহ্যের বিরোধী৷’’
শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম৷ তার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ যদিও অতিথিশালার কর্ণধার অমিত ভট্টাচার্য দাবি করেছেন, শিক্ষকরা সেখানে যাননি৷ আগে থেকেই সব ঘর ভর্তি ছিল৷
একাধিক বাম অরাজনৈতিক সংগঠনও শিক্ষকদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ করেছে ৷ দ্রুত গ্রেপ্তারের ফলে বিভেদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাতে মানসিকতার পরিবর্তন হবে কি? ভাষা ও চেতনা সমিতির সাধারণ সম্পাদক, অধ্যাপক ইমানুল হক বলেন, ‘‘আমাদের রাজ্যে চাপা সাম্প্রদায়িকতা রয়েছে৷ তাতে ঘৃণার চাষ হচ্ছে৷ হোয়াটসঅ্যাপে সবসময় ঘৃণার প্রচার চলছে৷ এই গেস্ট হাউসের আবাসিক থেকে কর্মীরা এই প্রচারের শিকার হয়েছেন৷ তাদের ভুল বোঝানো হয়েছে৷ আসলে সবটাই দেশের অর্থনৈতিক সংকট থেকে নজর ঘোরানোর চেষ্টা৷'' মইদুল ডয়চে ভেলেকে বলেন, ‘‘সংখ্যালঘুদের আক্রমণের মুখে ফেলছে বিজেপি৷ তারই পরিণামে এ ধরনের ঘটনা৷ রবীন্দ্র-নজরুলের বাংলায় রেহাই পাচ্ছে না৷’’
এই রাজ্যে বরাবর সংখ্যালঘুর তোষণ ও সংখ্যাগুরুর বঞ্চনার অভিযোগ তুলেছে বিজেপি৷ তাদের সংখ্যালঘু মুখ, উত্তরবঙ্গের নেত্রী মাফুজা খাতুনের সঙ্গে যোগাযোগ করেছিল ডয়চে ভেলে৷ তিনি প্রশ্ন শুনে পরে প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ যদিও তার কাছ থেকে আর প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ সিপিএম নেতা মহম্মদ সেলিম এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন৷
স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ শাসিত হয়েছে ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ ডান ও বামপন্থি দলগুলির দ্বারা৷ সেই রাজ্যেই বিজেপি যে অনেক জনপ্রিয় হয়ে উঠছে তা বোঝা গেছে গত লোকসভা নির্বাচনের ফলাফলে৷
ভারতের যে রাজ্য যে দেশের সমান
বিশ্বের খুব বড় দেশগুলোর একটি ভারত৷ নানা জাতি, ভাষার মানুষের বাস এশিয়ার এই দেশটিতে৷ দেশটির কোন রাজ্য কোন দেশের সমান দেখে নিন এই ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/J. Nv
অন্ধ্র প্রদেশ=টিউনিসিয়া
ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র প্রদেশের ক্ষেত্রফল এক দশমিক ৬৩ লাখ বর্গকিলোমিটার৷ এটি উত্তর আফ্রিকার দেশ টিউনিসিয়ার সমান৷
ছবি: UNI
উত্তরপ্রদেশ=ইংল্যান্ড
জনসংখ্যার দিক থেকে উত্তর প্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য এবং আয়তনের দিক থেকে এটি চতুর্থ বৃহত্তম রাজ্য৷ এর ক্ষেত্রফল যেখানে ২,৪০, ৯২৮ বর্গকিলোমিটার৷র এটি ইংল্যান্ডের সমান৷
ছবি: Getty Images/AFP/C. Khana
অরুণাচল প্রদেশ=অস্ট্রিয়া
উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং ইউরোপীয় দেশ অস্ট্রিয়ার প্রায় সমান৷ অরুণাচল প্রদেশের ক্ষেত্রফল ৮৩ হাজার বর্গকিলোমিটার আর অস্ট্রিয়ার ক্ষেত্রফল ৮৩,৮৭৯ বর্গকিলোমিটার৷
ছবি: picture-alliance/dpa/dinodia
আসাম=চেক প্রজাতন্ত্র
আসাম উত্তর-পূর্ব ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য, যার ক্ষেত্রফল ৭৮,৪৩৮ বর্গকিলোমিটার৷ এটি ইউরোপের চেক প্রজাতন্ত্রের সমান, চেক প্রজাতন্ত্রর ক্ষেত্রফল ৭৮,৮৬৬ বর্গকিলোমিটার৷
ছবি: picture alliance/dpa/Blickwinkel
বিহার=হাঙ্গেরি
বিহারের কথা বললে হাঙ্গেরির নাম উঠে আসে৷ কারণ, বিহারের ক্ষেত্রফল ৯৪,১৬৩ বর্গকিলোমিটার, যেখানে হাঙ্গেরির ক্ষেত্রফল ৯৩,৩০ বর্গকিলোমিটার৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
ছত্তিসগড়=গ্রিস
ভারতের ছত্তিসগড় রাজ্যটির আকার ইউরোপীয় দেশ গ্রিসের সমান৷ ছত্তিসগড়ের ক্ষেত্রফল এক লাখ ৩৫,১৯৮ বর্গকিলোমিটার এবং গ্রিসের ক্ষেত্রফল ১,৩১,৯৫৭ বর্গকিলোমিটার৷
ছবি: Getty Images/AFP/N. Seelam
গোয়া=ফরাসি পলিনেশিয়া
গোয়া অঞ্চলটি পর্যটকদের আকর্ষণ করে, এর ক্ষেত্রফল ৩,৭০২ বর্গকিলোমিটার৷ ক্ষেত্রফলের সঙ্গে তুলনা করলে ভারতে এই অঞ্চলটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দ্বীপ রাষ্ট্র ফরাসি পলিনেশিয়ার সমান৷
ছবি: picture-alliance / KPA/Hackenberg
গুজরাট=সেনেগাল
গুজরাট এবং পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল আকারে প্রায় সমান৷ গুজরাটের ক্ষেত্রফল এক লাখ ৯৬,০২৪ বর্গকিলোমিটার আর সেনেগালের ক্ষেত্রফল ১,৯৬,৭১২ বর্গকিলোমিটার৷
ছবি: picture alliance/Dinodia Photo Library
হরিয়ানা=ডেনমার্ক
আমরা যদি হরিয়ানার আকারের দেশটি অনুসন্ধান করি তবে ডেনমার্কের নামটি উঠে আসে৷ হরিয়ানার ক্ষেত্রফল ৪৪,২১২ বর্গকিলোমিটার আর ডেনমার্কের ক্ষেত্রফল ৪২,৯৩১ বর্গকিলোমিটার৷
ছবি: Aletta Andre
হিমাচল প্রদেশ=ক্রোয়েশিয়া
আপেলের বিখ্যাত হিমাচল প্রদেশটি ইউরোপের ক্রোয়েশিয়ার সমান৷ হিমাচল প্রদেশের ক্ষেত্রফল ৫৫,৬৭৩ বর্গকিলোমিটার এবং ক্রোয়েশিয়ায় ক্ষেত্রফল ৫৬,৫৯৪ বর্গকিলোমিটার৷
ছবি: DW/A. Chatterjee
জম্মু কাশ্মীর=গায়ানা
ভারতের জম্মু ও কাশ্মীর প্রদেশের ক্ষেত্রফল ২,২২,২৩৬ বর্গকিলোমিটার, যা গায়ানার ক্ষেত্রফল থেকে কিছুটা বেশি৷ গায়ানার আয়তন ২,১৪,৯৭০ বর্গকিলোমিটার৷ অবশ্য ২০১৯ সালের ৩১ অক্টোবরের পর এটি রাজ্যের মর্যাদা হারিয়ে দুইটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়৷
ছবি: picture-alliance/Arcaid
ঝাড়খণ্ড=হাঙ্গেরি
ঝাড়খণ্ড অঞ্চলটির ক্ষেত্রফল ৭৯,৭১৪ বর্গকিলোমিটার৷ প্রাকৃতিক খনিজ সমৃদ্ধ ভারতের এই রাজ্যটি হাঙ্গেরির সমান৷
ছবি: Ravi Mishra/Global Witness
কর্ণাটক=সেনেগাল
কর্ণাটক রাজ্যটি ১,৯১,৭৯১ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত৷ আর আফ্রিকার দেশ সেনেগালের ক্ষেত্রফল ১,৯৬,৭১২ বর্গকিলোমিটার৷
ছবি: UNI
কেরালা=ভুটান
ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেরালা রাজ্যের ক্ষেত্রফল ৩৮,৩৯৪ বর্গকিলোমিটার৷ ভুটানের ক্ষেত্রফল ও এই রাজ্যের সমান, ভুটানের ক্ষেত্রফল ৩৮,৯৩৪ বর্গকিলোমিটার৷
ছবি: Fotolia/Marina Ignatova
মধ্যপ্রদেশ=ওমান
ভারতের অন্যতম বৃহৎ রাজ্য মধ্য প্রদেশের ক্ষেত্রফল ৩,০৮,২৪৫ বর্গকিলোমিটার, আকারে এটি আরব দেশ ওমানের সমান৷ ওমানের ক্ষেত্রফল ৩,০৯,৫০০ বর্গকিলোমিটার৷
ছবি: picture alliance/blickwinkel/M. Hicken
মহারাষ্ট্র=ওমান
ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র৷ এর ক্ষেত্রফল ৩,০৭,৭১৩ বর্গকিলোমিটার৷ মধ্যপ্রাচ্যের দেশ ওমানের ক্ষেত্রফল মহারাষ্ট্রের প্রায় কাছাকাছি, ৩,০৯,৫০১ বর্গকিলোমিটার৷
ছবি: Imago/Arnulf Hettrich
মণিপুর=বেলিজ
পূর্ব ভারতের রাজ্য মণিপুরের ক্ষেত্রফল ২২,৩২৭ বর্গকিলোমিটার৷ মধ্য অ্যামেরিকার দেশ বেলিজের ক্ষেত্রফল এর কাছাকাছি, ২২,৯৬৬ বর্গকিলোমিটার৷
ছবি: Bijoyeta Das
মেঘালয়=জিবুতি
মেঘালয় আর আফ্রিকার দেশ জিবুতির আকার প্রায় মোটামুটি এক৷ মেঘালয়ের ক্ষেত্রফল ২২,৪২৯ বর্গকিলোমিটার, আর জিবুতির ২৩,২০০ বর্গকিলোমিটার৷
ছবি: CC BY spo0nman -NC 2.0
মিজোরাম=এল সালভাদর
ক্ষেত্রফলের দিক দিয়ে মধ্য অ্যামেরিকার এল সালভাদরের সঙ্গে মিল রয়েছে ভারতের মিজোরাম রাজ্যের৷ মিজোরামের ক্ষেত্রফল ২১,০৮১ বর্গকিলোমিটার, এল সালভাদরের ক্ষেত্রফল ২১,০৪১ বর্গকিলোমিটার৷
ছবি: Bijoyeta Das
নাগাল্যান্ড=সোয়াজিল্যান্ড
মিয়ানমার সীমান্তে অবস্থিত ভারতের পূবাঞ্চলের রাজ্য নাগাল্যান্ড৷ এর ক্ষেত্রফল ১৬,৫৭৯ বর্গকিলোমিটার৷ আফ্রিকার ছোট্ট দেশ সোয়াজিল্যান্ডের ক্ষেত্রফল এর কাছাকাছি, ১৭,৩৬৪ বর্গকিলোমিটার৷
ছবি: Getty Images/AFP/C. Mao
ওড়িশা=বাংলাদেশ
এক সময় বাংলা-বিহার-ওড়িশা ছিল একই নবাবের অধীনে৷ ওড়িশা এখন ভারতের একটি রাজ্য, বাংলার এক অংশ স্বাধীন দেশ, বাংলাদেশ৷ আকারে দুটিই প্রায় কাছাকাছি৷ ওড়িশার ক্ষেত্রফল ১৫৫,৭০৭ বর্গকিলোমিটার, বাংলাদেশের ১৪৭,৬১০ বর্গকিলোমিটার৷
ছবি: UNI
পাঞ্জাব=কোস্টা রিকা
পাঞ্জাবের ক্ষেত্রফল ৫১,০০০ বর্গকিলোমিটার৷ মধ্য অ্যামেরিকার দেশ কোস্টা রিকার ক্ষেত্রফলও প্রায় সমান, ৫০,৩৬২ বর্গকিলোমিটার৷
ছবি: picture alliance/AP Photo
রাজস্থান=ডিআর কঙ্গো
আকারের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান৷ এর ক্ষেত্রফল ৩৪২,২৩৯ বর্গকিলোমিটার৷ আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর ক্ষেত্রফলও প্রায় একই, ৩৪২,০০০ বর্গকিলোমিটার৷
ছবি: picture-alliance/dpa/Bhatnagar
সিকিম=ফ্রেঞ্চ সাদার্ন অ্যান্টার্কটিক
ভারতের সবচেয়ে ছোট রাজ্যগুলোর একটি সিকিম৷ এর ক্ষেত্রফল মাত্র ৭,০৯৬ বর্গকিলোমিটার৷ অন্যদিকে, ফ্রেঞ্চ সাদার্ন অ্যান্টার্কটিকের ক্ষেত্রফল ৭,৭৪৭ বর্গকিলোমিটার৷
ছবি: Subhash Purohit
তামিলনাড়ু=নিকারাগুয়া
তামিলনাড়ুর ক্ষেত্রফল ১৩০,০৫৮ বর্গকিলোমিটার৷ মধ্য অ্যামেরিকার দেশ নিকারাগুয়ার আকার এর প্রায় সমান৷ নিকারাগুয়ার ক্ষেত্রফল ১৩০,৩৭৫ বর্গকিলোমিটার৷
ছবি: Imago/Westend61
তেলেঙ্গানা=হন্ডুরাস
ভারতের সবচেয়ে নতুন রাজ্য তেলেঙ্গানা৷ কেবল ২০১৪ সালে এই রাজ্য গঠন করা হয়৷ ১১২,০০৭ বর্গকিলোমিটারের এ রাজ্যের কাছাকাছি আকার রয়েছে মধ্য অ্যামেরিকার হন্ডুরাসের, ১১২,৪৯২ বর্গকিলোমিটার৷
ছবি: picture-alliance/robertharding/M. Cristofori
ত্রিপুরা=লেবানন
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ত্রিপুরার ক্ষেত্রফল কেবল ১০,৪৮৬ বর্গকিলোমিটার৷ লেবাননের ক্ষেত্রফল ১০,৪৫২ বর্গকিলোমিটার৷
ছবি: Sanchay Chakma
উত্তরাখণ্ড=বসনিয়া-হ্যারৎসেগোভিনা
২০০০ সালের ৯ নভেম্বর রাজ্যের স্বীকৃতি পায়৷ এর আকার ৫৩,৪৮৩ বর্গকিলোমিটার৷ অন্যদিকে ইউরোপের দেশ বসনিয়ার আকার ৫১,১৯৭ বর্গকিলোমিটার৷
ছবি: picture alliance / M. Swarup
পশ্চিমবঙ্গ=সার্বিয়া
দক্ষিণপূর্ব ইউরোপের এই দেশটি আকারে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সমান৷ পশ্চিমবঙ্গের আকার ৮৮,৭৫২ বর্গকিলোমিটার, আর সার্বিয়ার ক্ষেত্রফল ৮৮,৩৬১ বকিলোমিটার৷