1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় ধর্ষণের অভিযোগ আইআইএম হস্টেলে, অভিযুক্ত গ্রেপ্তার

শময়িতা চক্রবর্তী
১২ জুলাই ২০২৫

খাবার খেয়ে আচ্ছন্ন হয়ে পড়লে ধর্ষণ করা হয় তাকে বলে অভিযোগ জানান তরুণী

দুই সপ্তাহ আগে দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে ধর্ষণে উত্তাল হয় কলকাতা। ফের একবার আরেকটি ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা।
২০২৪-এর অগাস্ট মাসে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয় কলকাতাছবি: Subrata Goswami/DW

সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের দুই সপ্তাহের মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ কলকাতার আরো এক ক্যাম্পাসে। এবার জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানাজমেন্টের বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরিদেবপুর থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়, কাউন্সেলিং-এর নাম করে হস্টেলে নিয়ে যাওয়া হয় তাকে। পিৎজা এবং পানীয় খেতে দেওয়া হয় তাকে। অভিযোগ, সেই খাবার খেয়েই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। ঘোর কাটলে তিনি দেখেন, তিনি বয়েজ হোস্টেলে আছেন। অভিযোগ, আচ্ছন্ন অবস্থায় ধর্ষণ করা হয় তাকে। এমনকী, বাধা দিতে গেলে মারধরের অভিযোগও করা হয়েছে।  

তরুণীর অভিযোগ পেয়ে মধ্যরাতেই ক্যাম্পাসে পৌঁছায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ছাত্রকে। ক্যাম্পাস এবং হস্টেলের গার্ডদের জিজ্ঞাসাবাদের কাজ শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতার অন্যতম অভিজাত ক্যাম্পাস বলে পরিচিত আইআইএম-এ গোটা দেশ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসেন। দুই সপ্তাহ আগে দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে ধর্ষণে উত্তাল হয় কলকাতা। ফের একবার আরেকটি ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ