খাবার খেয়ে আচ্ছন্ন হয়ে পড়লে ধর্ষণ করা হয় তাকে বলে অভিযোগ জানান তরুণী
২০২৪-এর অগাস্ট মাসে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয় কলকাতাছবি: Subrata Goswami/DW
বিজ্ঞাপন
সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের দুই সপ্তাহের মধ্যেই ফের ধর্ষণের অভিযোগ কলকাতার আরো এক ক্যাম্পাসে। এবার জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানাজমেন্টের বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কলেজেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরিদেবপুর থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়, কাউন্সেলিং-এর নাম করে হস্টেলে নিয়ে যাওয়া হয় তাকে। পিৎজা এবং পানীয় খেতে দেওয়া হয় তাকে। অভিযোগ, সেই খাবার খেয়েই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। ঘোর কাটলে তিনি দেখেন, তিনি বয়েজ হোস্টেলে আছেন। অভিযোগ, আচ্ছন্ন অবস্থায় ধর্ষণ করা হয় তাকে। এমনকী, বাধা দিতে গেলে মারধরের অভিযোগও করা হয়েছে।
কলকাতার প্রতিবাদস্থলের চেহারা এখন কেমন?
আরজি করে চিকিৎসক খুন ও ধর্ষণের পর উত্তাল হয়েছিল কলকাতা। চলছিল অন্য প্রতিবাদও। আজ সেই ছবিটা কেমন?
ছবি: Satyajit Shaw/DW
আরজি করের বিক্ষোভস্থল
প্রতিবাদের কেন্দ্রস্থল ছিল এটাই। প্রতিবাদীদের ভিড়ে, স্লোগানে, নতুন নতুন পোস্টারে প্রতিবাদস্থলের চেহারা আলাদা ছিল। এখন সেই জায়গাটা ফাঁকা। জুনিয়র ডাক্তারদের মধ্যে দুইটি সংগঠন হয়েছে। সবাই কাজে ফিরেছেন। এই জায়গার পাশ দিয়ে গেলে আগের বিক্ষোভের ছবিগুলো চোখে ভেসে ওঠে।
ছবি: Satyajit Shaw/DW
পোস্টারে পোস্টারে
প্রতিবাদস্থলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোস্টার। শুধু প্রতিবাদীরাই নেই। একসময় জোরালো প্রতিবাদে উত্তাল হয়েছিল কলকাতা। সাধারণ মানুষ নেমে এসেছিলেন পথে। আজ তার কেন্দ্রস্থলে শূন্যতা বিরাজ করছে।
ছবি: Satyajit Shaw/DW
আছে দেওয়াললেখা
আরজি কর হাসপাতালে ঘুরলেই চোখে পড়বে নানা ধরনের পোস্টার, ছবি ও দেওয়াললেখা। তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন পড়ুয়ারা, আসা-যাওয়া করছেন রোগীরা।
ছবি: Satyajit Shaw/DW
একই ছবি মেডিক্যাল কলেজেও
কলকাতা মেডিক্যাল কলেজেও লাগাতার বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভস্থলে এখন রোগীর আত্মীয়রা একটু বিশ্রাম করে নিচ্ছেন।
ছবি: Satyajit Shaw/DW
রাস্তায় ছবিগুলো এখনো আছে
মেডিক্যালের সামনে রাস্তায় প্রতিবাদের ছবি মলিন হলেও এখনো আছে। আছে মেডিক্যালের ভিতরের পোস্টার ও দেওয়াললেখাও। নেই সেই প্রতিবাদ।
ছবি: Satyajit Shaw/DW
ধর্মতলাও স্বাভাবিক
ধর্মতলার অবস্থানমঞ্চের সামনের অবস্থা স্বাভাবিক। সেখানে রাস্তায় এই ছবি না থাকলে বোঝাই যেত না, এখানে অবস্থান, প্রতিবাদ হয়েছিল।
ছবি: Satyajit Shaw/DW
গান্ধীমূর্তির পাশটাও ফাঁকা
এখানে অবস্থান বিক্ষোভ দেখাতেন এসএলএসটি-র চাকুরিপ্রার্থীরা। সেই জায়গাও এখন ফাঁকা। অন্তত বুধবার এখানে কোনো প্রতিবাদকারীর দেখা পাওয়া যায়নি। তারা আর রোজ আসেন না বা আসতে পারেন না।
ছবি: Satyajit Shaw/DW
সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ চলছে
ডিএ বা মহার্ঘভাতা-সহ নানা দাবিতে সরকারি কর্মীদের বিক্ষোভ চলছে। তারা ৬৫০ দিনেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন।
ছবি: Satyajit Shaw/DW
গ্রুপ সি ও ডি-র কর্মীদের বিক্ষোভ
এছাড়াও চলছে সরকারি গ্রুপ সি ও ডি কর্মীদের বিক্ষোভ। তাদের বিক্ষোভ ৭৮৭ দিনে পড়েছে।
ছবি: Satyajit Shaw/DW
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভও চলছে
মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভও চলছে। কলকাতা হাইকোর্ট ১৪ হাজার ৫২টি খালি পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, এই নিয়োগ নিয়েও গড়িমশি করা হচ্ছে।
ছবি: Satyajit Shaw/DW
10 ছবি1 | 10
তরুণীর অভিযোগ পেয়ে মধ্যরাতেই ক্যাম্পাসে পৌঁছায় পুলিশ। গ্রেপ্তার করা হয় ছাত্রকে। ক্যাম্পাস এবং হস্টেলের গার্ডদের জিজ্ঞাসাবাদের কাজ শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতার অন্যতম অভিজাত ক্যাম্পাস বলে পরিচিত আইআইএম-এ গোটা দেশ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসেন। দুই সপ্তাহ আগে দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে ধর্ষণে উত্তাল হয় কলকাতা। ফের একবার আরেকটি ক্যাম্পাসে ধর্ষণের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা।