1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় …কিং কান–-এর শেষ খেলা

সঞ্জীব বর্মন২১ মে ২০০৮

২৭শে মে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহন বাগান দলের বিরুদ্ধে প্রায় ১২৫,০০০ দর্শকের সামনে পেশাদারী জীবনের শেষ ম্যাচ খেলবেন বায়ার্ন মিউনিখ দলের তারকা গোলকিপার অলিভার কান৷

কলকাতা কাঁপাবেন অলিভার কানছবি: picture-alliance / Werek

দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন রূপ

দ্বিপাক্ষিক সম্পর্ক বলতেই রাষ্ট্র ও সরকার প্রধান বা মন্ত্রী কিংবা সাংসদদের হাসি মুখে করমর্দনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে৷ তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর কথা বলেন৷ সফরসঙ্গী শিল্পপতিরা নতুন সহযোগিতার কথা জানান৷ কলকাতার রবীন্দ্র সদন বা ঢাকার চিন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্রের অডিটোরিয়ামে মাঝে-মধ্যে বিভিন্ন দূতাবাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

দ্বিপাক্ষিক সম্পর্কের বিকাশ এবার ছড়িয়ে পড়ছে অন্যান্য ক্ষেত্রেও৷ তবে সরকারী উদ্যোগে নয় - বিশ্বায়নের কল্যাণে এবং বাণিজ্যিক স্বার্থেই এমন সব ঘটনা ঘটছে, যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না৷ জার্মানির বায়ার্ন মিউনিখের মত বিশ্ববিখ্যাত তারকা-খচিত দলের তারকা গোলকিপার অলিভার কান তাঁর দীর্ঘ পেশাদারী জীবনের শেষ ম্যাচ খেলবেন কোথায়? না, মিউনিখ নয়, বার্লিন নয় - জার্মানির কোনো স্টেডিয়ামেই নয় - সুদূর কলকাতা শহরের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী ২৭শে মে প্রায় ১২৫,০০০ দর্শকের সামনে মোহন বাগান দলের বিরুদ্ধে খেলবেন কিং কান৷ যে কলকাতা শহরকেই নিজের টিমের জন্য বেছে নিয়েছেন কিং খান - শাহরুখ খান৷ অলিভার কান কি কোনোদিন ভাবতে পেরেছিলেন, যে তাঁর শেষ পেশাদারী ম্যাচ ভারতের কলকাতা শহরে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ……না, কখনই না৷ আমি মনে মনে বার্লিনেই শেষ ম্যাচের জন্য প্রস্তুত ছিলাম৷ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামে খেলার জন্য আমি উদ্‌গ্রীব রয়েছি৷ এমন বিশাল জনতা থাকলে তা এক অভিনব ব্যাপার হবে৷––

ফ্রানত্‌স বেকেনবাউয়ার - বায়ার্ন মিউনিখ দলের সঙ্গে যাঁর নাম অঙ্গাঙ্গীভাবে জড়িতছবি: AP

ম্যাচের প্রেক্ষাপট

চিন, জাপান, কোরিয়ায় বায়ার্ন মিউনিখের অনেক ফ্যান রয়েছে, তবে ভারত অলিভার কানের কাছে একেবারে নতুন এক অভিজ্ঞতা হতে চলেছে৷ ম্যানচেষ্টার ইউনাইটেড ও রেয়াল মাদ্রিদের মত দল ইতিমধ্যেই এশিয়ায় দিকে মনোযোগ দিতে শুরু করেছে৷ তবে ইউরোপের প্রথম সুপার ক্লাব হিসেবে ভারতে খেলার সুযোগ পেয়ে গর্বিত অতীতের ফুটবল তারকা এবং বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্লহাইনত্‌স রুমেনিগে৷ ভারতীয় ফুটবল-প্রেমীদের অভিনন্দন জানিয়ে এবং আয়োজক বেঙ্গল পিয়ারলেস-কে ধন্যবাদ জানিয়ে রুমেনিগে এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাব মোহন বাগানের সঙ্গে খেলার আগ্রহ দেখিয়েছেন৷ ২০০৫ সালে বায়ার্ন মিউনিখ যখন তার দ্বিতীয় সারির দল নিয়ে কলকাতায় গিয়েছিল, রুমেনিগে তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে মূল দল একদিন কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে খেলবে৷ রুমেনিগে আরও মনে করিয়ে দেন, যে জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল তাঁর সর্বশেষ ভারত সফরের সময় বলেছিলেন, এই ম্যাচের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হতে পারে৷ তিনি জানিয়ে দেন, বায়ার্ন ভারতে ফুটবলের উন্নতির জন্য সাহায্য করতে প্রস্তুত৷

দীর্ঘমেয়াদী পরিকল্পনা

আপাতদৃষ্টিতে এটা বিচ্ছিন্ন একটা ঘটনা - যাকে ঘিরে তৈরী হয়েছে ফুটবলপ্রেমীদের বিশাল উত্‌সাহ৷ ম্যাচের কয়েক দিন পরেই সেই উচ্ছ্বাস আবার স্তিমিত হয়ে যাবে - যেমনটা আজকের মিডিয়া-সর্বস্ব যুগে ঘটে থাকে - যেখানে নতুন চমকের কোন অভাব নেই৷ কিন্তু আগামী সপ্তাহে কলকাতার এই একটি ম্যাচের সঠিক গুরুত্ব হয়তো আরও কিছুদিন পরে স্পষ্ট হবে৷ রুমেনিগে যেমনটা বললেন, বায়ার্ন ইতিমধ্যেই ভারতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে৷ পশ্চিমবঙ্গ সরকার বর্ধমানে বায়ার্নকে ফুটবল অ্যাকাডেমি তৈরীর জন্য জমি দিতে চাইছে৷ অবসর নিয়ে অলিভার কান-কে হয়তো প্রায়ই দেখা যাবে বর্ধমানে - ছোট ছেলেদের প্রশিক্ষণ দিতে৷

ভারতে ক্রীড়ার মান কি আন্তর্জাতিক স্তরে পৌঁছতে পারবে?ছবি: AP

ভারত তথা দক্ষিণ এশিয়া বিশাল এক বাজার৷ খেলাধুলার প্রতি মানুষের প্রবল আগ্রহ রয়েছে৷ তবে সরকারী বেড়াজালের ফাঁসে পড়ে ক্রিকেট ছাড়া অন্য কোনো ক্ষেত্রে তেমন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বা পরিকাঠামো এখনো তৈরী হতে পারে নি৷ এই শূন্যতা পূরণ করতে জার্মানি, ইউরোপ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি অনেকেই আগ্রহ দেখাতে শুরু করেছে৷ বিভিন্ন ক্লাব থেকে শুরু করে আদিদাস বা নাইকি-র মতো ক্রীড়া সরঞ্জাম বিক্রেতা, মিডিয়া - সবাই পা রাখতে চাইছে এই বিশাল বাজারে৷ ভারত সম্পর্কে তাদের আশা - এমনকী বেস্‌বল, রাগবি ও অস্ট্রেলিয়ার …ফুটি– ফুটবলও এখানকার দর্শকদের মনে আগ্রহের সৃষ্টি করতে পারে৷ এই সব খেলা জনপ্রিয় করতে সক্রিয় উদ্যোগ দেখা যাচ্ছে৷

কলকাতায় বায়ার্ন দলের সফরে মিডিয়া ম্যানেজার হিসেবে সঙ্গে থাকবেন অরুনাভ চৌধুরী৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাত্‌কারে তিনি এই সফর সম্পর্কে আগাম তথ্য দিয়েছেন ও এর প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ