1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় জার্মান ইউথ জ্যাজ অর্কেস্ট্রা

৩০ নভেম্বর ২০১১

শহর কলকাতার জ্যাজ ফেস্টিভালের আসর মাতিয়ে গেলেন জার্মান জাতীয় জ্যাজ অর্কেস্ট্রার নবীন শিল্পীরা৷ ইন্দো-জার্মান মৈত্রীর ৬০ বছর পূর্তি উদযাপনের অংশ ছিল এই উপস্থাপনা৷

কোলকাতায় হয়ে গেল জ্যাজ ফেস্টিভালের আসর

কর্নাটকী ধ্রুপদী সঙ্গীত এবং ইউরোপীয় ঘরানার জ্যাজ সঙ্গীত, দুই ভিন্নমুখী সুরধারার এক অসাধারণ সঙ্গমে অবগাহন করে তৃপ্ত হল কলকাতা৷ সদ্য শেষ হওয়া কলকাতা জ্যাজ ফেস্টিভালের সমাপ্তি অনুষ্ঠানে, প্রাচ্য এবং পাশ্চাত্যের এই সাঙ্গীতিক মেলবন্ধন উপস্থাপন করল বুন্ডেস ইউগেন্ড জ্যাজ অর্কেস্ট্রা৷ ভারত-জার্মান মৈত্রী সম্পর্কের ৬০ বছর পূর্তি উৎসব উদযাপনের অংশ হিসেবে জার্মান যুব জ্যাজ অর্কেস্ট্রা দলের এই প্রথম ভারত সফরের অন্যতম উদ্যোক্তা ছিল ডয়চে ভেলে এবং গ্যোয়টে ইনস্টিটিউট৷

দক্ষিণ ভারতীয় শিল্পীদের সঙ্গে জার্মান শিল্পীদের এই যৌথ সাঙ্গীতিক যাত্রাকে যিনি এক সুরে বেঁধে রাখেন, কর্নাটকী শাস্ত্রীয় সঙ্গীতের প্রসিদ্ধ শিল্পী সেই আর এ রামামানি জানালেন, জ্যাজ সঙ্গীতের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সখ্যতার কথা৷

কলকাতার আগে ভারতের একাধিক শহরে অনুষ্ঠান করেছে এই জার্মান জ্যাজ অর্কেস্ট্রা৷ কেমন ছিল দর্শকদের প্রতিক্রিয়া৷ অর্কেস্ট্রা দলের ম্যানেজার, সঙ্গীত বিশেষজ্ঞ, প্রফেসর উলরিশ আডোমাইট জানালেন, দারুণ সাড়া পেয়েছেন তাঁরা, অনুষ্ঠান শেষে লোকে দাঁড়িয়ে উঠে অভিবাদন জানিয়েছে৷ কারণ, এমন অনুষ্ঠান এর আগে ভারতীয় শ্রোতারা কখনও শোনেনি৷

অনুশীলন করছে একটি অর্কেস্ট্রা দলছবি: DW

অর্কেস্ট্রা দলে স্যাক্সোফোন বাজান ২৩ বছরের ইয়োহানেস লুডভিগ৷ তিনি বেশ উচ্ছ্বসিত এমন এক অভিনব সঙ্গীত প্রকল্পের শরিক হতে পেরে৷

ইয়োহানেস একটা তথ্য দিলেন৷ ওরা সবাই এই জার্মান অর্কেস্ট্রা দলে বাজাবার সুযোগ পান মাত্র দুবছর, কাজ করতে পারেন চারটি প্রকল্পে৷ তার পর নবীন শিল্পীদের জায়গা করে দিতে সবাইকেই সরে যেতে হয়৷ ভারতেও কি এমন কিছু চালু করার কথা ভাবতে পারে না জার্মান জ্যাজ অর্কেস্ট্রা৷ ভাল প্রস্তাব, বললেন উলরিশ আডোমাইট৷ তিনি বিশদে জানালেন, জার্মানিতে কেমনভাবে কাজটা হয়৷

কোন নতুন সাঙ্গীতিক উৎসারের সঙ্গে পরিচয় করাবেন কলকাতার৷ অনুষ্ঠান শুরুর আগে জানতে চেয়েছিলাম রামামানির কাছে৷ তিনি বললেন, একটা অভিনব পরিবেশনা, যার পুরো কৃতিত্বই অর্কেস্ট্রার পরিচালক মাইক হ্যার্টিং-এর৷

অনুষ্ঠানের আগে মনঃসংযোগ করতে একান্তে ছিলেন হ্যার্টিং, তাই কথা বলতে চাননি৷ অবশ্য তার দরকারও ছিল না৷ সুরের যে জোয়ার নামালেন তিনি আর তাঁর শিল্পীরা, তা বোঝাতে হয়তো পৃথিবীর কোনও শব্দই যথেষ্ট হত না৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ