1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র

২৯ এপ্রিল ২০১২

আগামী মে মাসে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রখ্যাত বাংলাদেশী পরিচালক তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র প্রদর্শনী৷ এতে মোকাম্মেলের তিনটি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্য চিত্র দেখানো হবে৷

ছবি: Syed Wahiduzzaman Diamond

বার্তা সংস্থা বিডিনিউজটোয়েন্টিফোর জানিয়েছে, আগামী ৯ মে পশ্চিমবঙ্গের মালদহ বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে ‘লালসালু' এবং ‘চিত্রা নদীর পারে' ছবি দুটি৷ প্রদর্শনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সেখানে বিকল্প চলচ্চিত্রের ওপরও বক্তব্য রাখবেন বাংলাদেশী পরিচালক৷ এরপর ১২ মে বারাসাতের বিদ্যাসাগর মিলনায়তনে প্রদর্শিত হবে তাঁর পরিচালিত ‘লালন' ছবিটি৷ এছাড়া ২৬ মে কলকাতার গোর্কি সদন দেখাবে তাঁর প্রামাণ্যচিত্র ‘১৯৭১'৷ এছাড়া সেখানে তানভীর মোকাম্মেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও আলোচনায় অংশ নেবেন৷ উল্লেখ্য, মোকাম্মেলের নিজের চলচ্চিত্র বিষয়ক একটি সংগঠন রয়েছে, এটির নাম কিনো আই ফিল্মস৷ এর সচিব সানু মানিক জানিয়েছেন, নিজের চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য আগামী ৮ মে ভারতে যাবেন পরিচালক মোকাম্মেল৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (বিডিনিউজটোয়েন্টিফোর)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ