1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় দীপু মনি-মমতা বৈঠক

১৬ নভেম্বর ২০১১

বুধবার কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি৷ ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত তিস্তা জলবন্টন চুক্তি সম্ভবত আবার গতি পেতে চলেছে৷

মমতার সঙ্গে বৈঠকে বসে কাজ অনেকটা এগিয়ে নিলেন বাংবাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিছবি: DW

আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরু এসেছিলেন, সেই সুযোগে বুধবার কলকাতার অতিথি হয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি৷ এদিন বিকেলে মহাকরণে দেখাও করে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ বৈঠকের পর মহাকরণে সাংবাদিকদের জানালেন, মমতার নির্বাচনী সাফল্যের পর তাঁদের মধ্যে কথা হলেও সামনাসামনি দেখা হয়নি৷ তাই এই সৌজন্য সাক্ষাতে মমতাকে আরেকবার অভিনন্দন জানিয়ে গেলেন তিনি৷ এ ছাড়া বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে দুজনের কথা হয়েছে৷

প্রত্যাশিতভাবেই সাংবাদিকরা প্রশ্ন করেন, থমকে থাকা তিস্তা জল বন্টন চুক্তি নিয়েও দুজনের কোনও কথা হয়েছে কিনা৷ দীপু মনি বলেন, ভারত বাংলাদেশের যে কোনও পর্যায়ের আলোচনাতেই এটি খুব স্বাভাবিক যে পানি একটি গুরুত্বপূর্ণ বিষয় – নিশ্চয়ই কথা হয়েছে৷কিন্তু তিস্তা চুক্তিটি যেহেতু দুটি দেশের সরকারের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত হওয়ার বিষয়, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে ভূমিকা, সেই নিয়ে কথা হয়েছে৷

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগীছবি: AP

আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিস্তা জল বন্টন নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়ে পরামর্শ নেওয়া হচ্ছে৷ তিনি বলেন, কতটা জল আছে, কতটা জল দেওয়া যায়. এটা একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারেন৷ আমরা যেহেতু বাংলাদেশকে ভালবাসি, তাই দিন ১৫-২০ আগেই নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের অধীনে একটা কমিটি তৈরি হয়েছে যাঁরা সব খতিয়ে দেখে রিপোর্ট দেবে৷

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বাদ সেধেছিলেন বলেই গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের সময় তিস্তা জল বন্টন চুক্তি সাক্ষরিত হতে পারেনি৷ মমতার আপত্তির মূল কারণ ছিল, প্রস্তাবিত চুক্তিতে পশ্চিমবঙ্গের স্বার্থ সুরক্ষিত থাকছে না৷ কূটনৈতিক সূত্রের খবর, সম্প্রতি সার্ক শীর্ষ সম্মেলনের অবসরে ফের তিস্তা চুক্তির প্রসঙ্গটি ওঠে৷ তখনই নাকি মনমোহন সিং দীপু মনি-কে পরামর্শ দেন, বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে৷

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন৷ খুব সম্ভবত ডিসেম্বরেই, অথবা মার্চে মমতা বাংলাদেশে যেতে পারেন৷ আর মমতা দীপু মনির মারফৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে দীপু মনি জানিয়েছেন৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ