1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখে মমতা

২৪ ফেব্রুয়ারি ২০১২

গত ৫ই ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটে একটি নাইটক্লাব থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে এক যুবতী ধর্ষিতা হন৷ মুখ্যমন্ত্রী সেটিকে অস্বীকার করতে চান গোড়ায়৷ এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷

Trinamool Congress party leader Mamata Banerjee speaks to the supporters outside her residence in Kolkata, India, Friday, May 13, 2011. Counting of votes began Friday in India's fourth most-populous state of West Bengal, where India's ruling Congress and its ally Trinamool Congress were predicted to unseat a Communist-led government that has held power for 34 years. (AP Photo)
Indien Wahlen Mamata Banerjeeছবি: AP

এই ধর্ষণের বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল, এ সাজানো ঘটনা৷ পরে কিন্তু সবকিছুই প্রমাণ হয়৷ ফলে পশ্চিমবঙ্গের মহিলা সম্প্রদায় পুরো ব্যাপারটিকে ঘিরে অনিশ্চয়তায় ভুগছেন৷

দুই কন্যা সন্তানের মা এক যুবতীকে গাড়িতে লিফ্ট দেওয়ার নামে মাঝরাতে গাড়িতে তুলে নিয়ে বন্দুকের মুখে তাঁর ওপরে শারীরিক নির্যাতন চালিয়ে তাঁকে মারধর করে রাস্তায় ফেলে পালায় কয়েকজন যুবক৷ এই ঘটনার দুদিন পরে তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাঁর সঙ্গে অভব্য আচরণ করে৷ প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ঘটনাটিই নাকি সাজানো৷ বিরোধীদের চাল৷ পরে কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান দময়ন্তী সেনের নেতৃত্বে বিশদ তদন্তের ফলে জানা যায় ওই মহিলা ধর্ষিতা হয়েছিলেন এবং তাঁর ওপরে শারীরিক নিগ্রহও চালানো হয়েছিল৷ ধরা পড়ে ধর্ষকদের দলটিও৷ শাস্তির ঘোষণা শোনা গেছে পার্ক স্ট্রিট থানার ওই দুই অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে৷

‘কলকাতা সহ পশ্চিমবঙ্গে মহিলারা অনেকটাই নিরাপত্তার অভাবে ভুগছেন’ছবি: picture-alliance/dpa

বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের এক ভিন্ন ছবি দেখা যাচ্ছে আপাতত৷ বিশেষ করে কলকাতা সহ পশ্চিমবঙ্গে মহিলারা অনেকটাই নিরাপত্তার অভাবে ভুগছেন৷ এ বিষয়ে প্রখ্যাত সঙ্গীতশিল্পী উপালি চট্টোপাধ্যায়ের অভিমত থেকে সেটাই স্পষ্ট আকারে উঠে এসেছে৷ উপালি যেমন বলছেন, ‘ভালো লাগছে না পুরো পরিস্থিতি দেখে৷ আমি আতঙ্কিত আমি ব্যথিত, আমি ক্রুদ্ধ৷ একজন মহিলা হিসেবে আমার আতঙ্কিত লাগছে৷ ভুগছি নিরাপত্তাহীনতায়ও৷ পুলিশ বা প্রশাসন যাঁরা আমাকে নিরাপত্তা দেবেন তাঁরাই যদি আমায় সমস্যায় ফেলেন, তবে আমি কার কাছে যাব?'

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি কি এতে ধাক্কা খেল? উপালি বলছেন, ‘অবশ্যই৷ রাজ্যের প্রশাসনের মাথা হয়েও তিনি এ ধরণের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি করলেন কী করে? সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পরেও তিনি কোনরকমের ব্যাখ্যা এ পর্যন্ত দেননি৷ মমতার যে জনদরদী ইমেজ রয়েছে, উপালির মতে তা বেশ ধাক্কা খেল এই ঘটনায়৷

পরবর্তীতে এ ধরণের ঘটনা ঘটবে কিনা তার জবাবে উপালির মত, তিনি আস্থা রাখেন প্রশাসনের ওপর৷ তাঁর বিশ্বাস, এমনটা আর ভবিষ্যতে ঘটবে না৷ এর থেকে শিক্ষা নেবে প্রশাসন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ