1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ উৎসব

শীর্ষ বন্দোপাধ্যায়, কলকাতা ১৫ ডিসেম্বর ২০১২

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের উদ্যোগে বাংলাদেশ উৎসব এবার পঞ্চম বছরে পা দিল৷ এ বছরও যথারীতি বাংলাদেশের শাড়ি, খাবার এবং সাহিত্য নিয়ে শহরবাসীর উৎসাহ ছিল তুঙ্গে৷

2. Sweets. Bildtitel: Rasgollas Bildbeschreibung: Rasgolla is a popular sweet in West Bengal Schlagworte: Sandesh, kolkata, India, dessert, sweet, rasgulla, Bild wurde von DW-Korrespondenten Prabhakar Mani am 2.12.12 gemacht. Zulieferer: Manasi Gopalakrishnan
ছবি: DW/Prabhakar Mani

বাংলাদেশের বিজয় দিবসকে মাঝে রেখে পাঁচ দিনের এই বাংলাদেশ উৎসব গত চার বছর ধরে চলছে কলকাতায়৷ প্রথম দু-এক বছরে লোকে ঠিক জানতেন না বলে ততটা ভিড় জমত না, যতটা উৎসাহ কলকাতাবাসীর রয়েছে তাদের আদরের এই প্রতিবেশী দেশটিকে ঘিরে৷ কিন্তু লোকমুখে একবার প্রচার পেয়ে যেতেই বাংলাদেশ হাই কমিশন চত্বরের এই মেলায় আর লোক ধরে না৷

এবারেও ঠিক তাই ঘটল৷ মেলা শুরুর আগে থেকেই উৎসাহীদের লম্বা লাইন বন্ধ ফটকের সামনে৷ উৎসবের উদ্বোধন করতে হাই কমিশন ভবনে ঢোকার সময়ে সেই দৃশ্য দেখেছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের৷

উৎসবে এমনই সুরের তালে মেতেছিলেন কলকাতাবাসীছবি: Nupurchhanda Ghosh

বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম তাঁর স্বাগতিক ভাষণে মুক্তিযোদ্ধা এবং শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করার পাশাপাশি, মুক্তিযুদ্ধে কলকাতা তথা পশ্চিমবঙ্গের অবদানের কথাও স্মরণ করেছিলেন৷ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীও সেই একই কথার প্রতিধ্বনি করলেন৷

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ, পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেরা৷ শুরুর দিন থেকেই যথারীতি ভিড় জমে গেল ঢাকাই জামদানি, পুলি-পিঠে, কাচ্চি বিরিয়ানি এবং হুমায়ূন আহমেদের রচনাসমগ্রের জন্য৷ এই মুহূর্তে কলকাতায় যে চারটি জিনিসের জনপ্রিয়তা ও চাহিদার দ্বিতীয় কোনও তুলনা নেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ