1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বঙ্গবন্ধুর নামে ছাত্রাবাসের উদ্বোধন করলেন ডা. দিপু মনি

২৩ ফেব্রুয়ারি ২০১১

কলকাতার মৌলানা আজাদ কলেজের নতুন ছাত্রাবাসের নামকরণ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, যিনি একদা এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলেন৷

ডা. দীপুমনিছবি: DW

বাংলাদেশের গোপালগঞ্জ মিশন স্কুল থেকে প্রবেশিকা বা তৎকালীন এনট্রান্স পরীক্ষা পাশ করার পর কলকাতার ইসলামিক কলেজে এসে ভর্তি হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ১৯৪৫ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন এই কলেজেই তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু, যা আজকের মৌলানা আজাদ কলেজ৷

বুধবার এই কলেজের নবনির্মিত ছাত্রাবাসটির নামকরণ হল বঙ্গবন্ধু ভবন৷ ভবনটির দ্বারোদ্ঘাটন করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডা. দীপুমনি৷ তিনি বললেন, শেখ মুজিবকে এই সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশকেই সম্মানিত করলেন৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অনুষ্ঠানে আশা প্রকাশ করলেন, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেন আরও সুদৃঢ় হয়৷

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম মুখ্য উপদেষ্টা এইচ টি ইমাম৷ তিনি শ্রদ্ধা জানালেন সেই সব ভারতীয় সৈনিকের উদ্দেশ্যে, যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছেন৷

পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরি, পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ড. আবদুস সাত্তারও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়, কলকাতা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ