1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বর্ষবরণ ঘিরে অসচেতনতা

২ জানুয়ারি ২০২১

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কোভিড সর্তকতা উড়িয়ে উৎসবে শামিল হল মানুষ৷ অনেক জায়গায় ততটা সক্রিয় ছিল না পুলিশের নজরদারি৷

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোভিড সর্তকতা উড়িয়ে উৎসবে শামিল হল মানুষ৷ অনেক জায়গায় ততটা সক্রিয় ছিল না পুলিশের নজরদারি৷
ছবি: Ranita Roy/REUTERS

২০২০ সাল কেটেছে নিরানন্দে৷ সব উৎসবে পড়েছে ভাটা৷ লকডাউনের জন্য দীর্ঘসময় ঘরবন্দি ছিল মানুষ৷ আনলক শুরু হতে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ৷ এটা মনে করা হয়েছিল যে করোনা মুক্তির জন্য নতুন বছরের দিকে তাকিয়ে রয়েছে জনতা৷ অপেক্ষা যেমন ভ্যাকসিনের তেমন করোনামুক্ত সময়ের৷ তাই ৩১ শে ডিসেম্বর বর্ষবরণের রাত ও পয়লা জানুয়ারি নববর্ষের প্রথম দিনে হইহই করে রাস্তায় নেমে পড়ল আবালবৃদ্ধবনিতা৷

নতুন বছর মানেই ব্যাপক হৈ-হুল্লোড়৷ রাস্তায় নাচানাচি ও গান বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ৷ বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি থাকায় তাতে লাগাম টানা গিয়েছে৷ কিন্তু যেখানে পুলিশের নজরদারিতে শিথিল ছিল, সেখানে যথারীতি রাস্তায় হয়েছে হৈ-হুল্লোড়৷

সন্ধি মুখোপাধ্যায়

This browser does not support the audio element.

অন্যসব উৎসবের মতোই বর্ষবরণকে সীমিতভাবে উদযাপনের জন্য জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছিল পুলিশ প্রশাসন৷ শব্দবাজি, নাচ-গানে লাগাম টেনে বলা হয়েছিল চূড়ান্ত করোনা বিধি মনে চলতে হবে৷ কিন্তু বাস্তবে কী দেখা গেল? বর্ষবরণের রাতে জেলা বা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল শব্দদানবের তাণ্ডব৷ এই পরিস্থিতি পুলিশের কেন সাউন্ড বক্স বা বাজি নিন্ত্রণের কোনো পরিকল্পনা ছিল না? প্রাক্তন পুলিশকর্তা সন্ধি মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘দীপাবলিতে শব্দবাজিকে ঘিরে যতটা প্রচার চলেছিল, সেটা জনমানসে খুব প্রভাব ফেলেছিল৷ নিউ ইয়ার উদযাপনে তেমন প্রচার চলেনি৷ তাছাড়া উৎসবে মানুষ একটু পরিবারের সঙ্গে আনন্দ করতে চান৷ সবর্দা ধরপাকড় চলবে, সেটা পুলিশও নয়৷’’

ইংল্যান্ডে করোনার নতুন ধরন যে আতঙ্ক তৈরি করেছে, তার বিন্দুমাত্র চিহ্ন কলকাতায় নেই৷ তার থেকেও বড় চিন্তা তৈরি হয়েছে করোনার ন্যুনতম স্বাস্থ্যবিধি ফাঁকি দেওয়া নিয়ে৷ ভ্যাকসিন আসার আগেই দুই গজের দূরত্ব, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার ভুলে দীঘা, মন্দারমণির সমুদ্রসৈকতে পর্যটকদের উল্লাস চোখে পড়ার মতো ছিল৷ কলকাতায় নিক্কোপার্ক থেকে ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে চিড়িয়াখানা- অধিকাংশ জায়গায় দেখা গেলো; গা ঘেঁষাঘেঁষি করে উৎসবে শামিল হয়েছে মানুষ৷ আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত জানান, চিড়িয়াখানায় বর্ষবরণে ৫১ হাজার টিকিট বিক্রি হয়েছে৷ ইকোপার্ক কর্তৃপক্ষ জানান, নববর্ষের প্রথম দিনে ৮১ হাজারের বেশি মানুষ এসেছিলেন৷ 

কলকাতায় নিক্কোপার্কে উৎসবে শামিল হয়েছেন মানুষ৷ ছবি: Payel Shamanta/DW

কোথাও যথাযথ নিয়মের পালন, কোথাও নিয়ম না মেনে উৎসবে আনন্দ- এই দুই ক্ষেত্রেই পুলিশ ও প্রশাসনের প্রসঙ্গ উঠে আসছে৷ যেখানে নিয়ম পালন হয়েছে সেখানে প্রশংসিত হচ্ছে পুলিশি সক্রিয়তা৷ যেখানে প্রকাশ্যে নিয়ম মানা হয়নি সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এ প্রসঙ্গে সন্ধি বলেন, ‘‘একদিনে এত মানুষ রাস্তায় নামার ফলে অসুবিধা তো হয়েছেই৷ এ ক্ষেত্রে সবাই মেনে চলবে না এটাই স্বাভাবিক৷’’

ভিড়ের মাঝে পুলিশের সঙ্গে মাস্ক পরা নিয়ে আমজনতার চেনা বচসার ছবি নববর্ষের প্রথম দিনেও দেখা গিয়েছে৷ দক্ষিনেশ্বরে দর্শনার্থীদের ভিড় সামলাতে অথবা নিক্কোপার্কে দূরত্ববিধি পালন করাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে৷ ইকোপার্কেও একই ছবি৷ পর্যটক ও স্থানীয়দের একাংশ মত্ত অবস্থায় আচরণের জন্য পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন৷ পার্কস্ট্রিটে হেলমেটবিহীন বেপরোয়া বাইকচালকদের লাইসেন্সও বাজেয়াপ্ত হয়েছে৷ লাগাতার মাইকে প্রচার, মাস্ক বিতরণের কর্মসূচীকে উড়িয়ে খোশ মেজাজে মানুষ৷ অনেকের মুখে মাস্ক রয়েছে, কিন্তু মাস্কহীন মানুষের সংখ্যাও নেহাত কম নয়৷  

তবে সচেতনতা যে একেবারে নেই, সেটা বলা যায় না৷ এবার নিউ নর্মালে কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু উৎসবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল৷ বিভিন্ন আবাসনের বাসিন্দারা অনলাইনে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন৷ অনেক আবাসনে করোনাবিধি বজায় রেখে অনুষ্ঠান করা হয়েছে, কোথাও সব অনুষ্ঠানই বাতিল করা হয়েছে৷ দমদমের দাগা কলোনীর নটরাজ অ্যাপার্টমেন্টের সমীর সাহা ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০২০ সালে অনেকের নানা ক্ষতি হয়েছে৷ অনেক মৃত্যু দেখেছি আমরা৷ তাই শুধু প্রার্থনা করেই নতুন বছর শুরু করতে চেয়েছি আমরা৷ যাতে আগামী বছর মঙ্গলময় হয়৷’’ পাশাপাশি বিধাননগর পুলিশও নিরাপত্তা জোরদারের পরিকল্পনায় নতুন বছরের প্রথম দিনে একটি নতুন অ্যাপ চালু করেছে৷ এই অ্যাপ ডাউনলোড করা থাকলে যে কোনো পরিস্থিতিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে৷                                                                  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ