1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র

১৮ এপ্রিল ২০১৭

দেশ-কাল-সীমানা বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীর ওপর যে দূরত্বই আরোপ করুক, সংস্কৃতি গড়ে দিয়েছে চিরন্তন এক সেতু৷ চলচ্চিত্র তারই একটি স্তম্ভ৷ আর কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব আরও একবার সেটা প্রমাণ করল৷

Bangladesch Bidhannagar Film Society
ছবি: DW/P. Samanta

বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত এই উৎসবকে ঘিরে কলকাতার মানুষের তুমুল আগ্রহ, পড়শিকে তার ছবির মাধ্যমে জানার আকুতি ফের চোখে পড়ল৷ বর্ষবিদায় ও নববর্ষের সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন বাংলাদেশের একগুচ্ছ পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ছবি৷

বাংলাদেশ যখন ১৪২৪ বঙ্গাব্দের আগমনে মুখর, তখন বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হয়৷ ১৪ থেকে ১৬ এপ্রিল – এই তিনদিনে মোট আটটি ছবি দেখানো হলো ঐকতান হলে৷

প্রথমদিনের প্রথম ছবি ছিল দুই বাংলার প্রিয় সাহিত্যিকহুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন'৷ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ক্যানাডার মন্ট্রিয়ালে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে৷ পরিচালনা ও চিত্রনাট্য মোরশেদুল ইসলামের৷ কলকাতার দর্শকরাও এই ছবিটি দেখে মুগ্ধ৷

এর পর দেখানো হয় ২০১৬ সালের ভিন্ন স্বাদের একটি পূর্ণদৈর্ঘ্য ও একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি – আহসান কবির পরিচালিত ‘প্রত্যাবর্তন' এবং তাসমিয়াহ আফরিন মৌ পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি'৷

দ্বিতীয় দিনের তালিকায় ছিল দু'টি পুরস্কৃত ছবি – ‘কিত্তনখোলা' ও ‘জালালের গল্প'৷ ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিত্তনখোলা' ছবিতে মেলার অল্প সময় নিয়ে কাহিনির বিস্তার, তার মধ্যেই বিশাল বাংলার চিত্র উঠে এসেছে৷ ‘কিত্তনখোলা'-র জন্য আবু সাঈদ পেয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপের জাতীয় পুরস্কার৷ পরিচালক আবু শাহেদ ইমনের চলচ্চিত্র ‘জালালের গল্প' আন্তর্জাতিক স্তরে ঝুলিতে ভরেছে বেশ কিছু পুরস্কার৷

সুজিত পাল, বিধান নগর ফিল্ম সোসাইটি, কলকাতা

This browser does not support the audio element.

১৬ এপ্রিল, উৎসবের শেষদিনে ছিল বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ও মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ'৷ মুহম্মদ জাফর ইকবাল রচিত উপন্যাস থেকে নেওয়া ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবির গল্পে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিশোরদের অংশগ্রহণের বিষয়টি৷

পরবর্তী স্বল্পদৈর্ঘ্যের ছবিটি ছিল খন্দকার সুমন পরিচালিত ‘পৌনঃপুনিক'৷ ছবিটি ইতিমধ্যে বিহারের পাটনায় বোধিসত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি মেনশন অ্যাওয়ার্ড লাভ করেছে৷

২০১০ সালের ‘ডুবসাঁতার' নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া এহসান অভিনীত৷ ৯২ মিনিটের এই ছবিটিই ছিল উৎসবের শেষ ছবি৷ একজন সমাজকর্মী ও আর একজন মাদকাসক্ত মানুষের জটিল সম্পর্কের বাস্তবের ওপর এই ছবি দাঁড়িয়ে যা প্রতিটি সংবেদনশীল মানুষকে ছুঁয়ে যাবে৷

বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের ছবিগুলি নির্বাচন করেছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া৷ বাংলাদেশের সমকালীন চলচ্চিত্র সম্পর্কে ওয়াকিবহাল বিধাননগর ফিল্ম সোসাইটি ২০১৪ সাল থেকেই (২০১৬ সাল ছাড়া) বাংলাদেশ চলচ্চিত্র উৎসব করে আসছে৷ প্রত্যেক বছরই থাকে একগুচ্ছ মননশীল ছবি৷ মূল ধারার বাণিজ্যিক ছবির বদলে আন্তর্জাতিক স্তরের ভাবনাঋদ্ধ, উন্নত মানের বাংলাছবি যে সমাজের সর্বস্তরে পৌঁছে যাওয়া উচিত, এমনটা মনে করেই প্রতি বছর বিধাননগর ফিল্ম সোসাইটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে৷

এই সোসাইটির সহ-সম্পাদক সুজিত পাল জানালেন, ‘‘বাংলাদেশের ছবি দেখার বিপুল চাহিদা আছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে৷ রাজনৈতিক ক্ষেত্র যাই হোক না কেন, ব্যক্তিস্বার্থ বা দেশের স্বার্থ দ্বারা সংস্কৃতির বৃহত্তর আঙ্গিনা প্রভাবিত হয় না৷ বাঙালি মানে তার মাতৃভাষা বাংলা, দেশ যাই হোক৷ এই আবেগের জন্যই বাংলাদেশের ছবি দেখার দর্শক এ বাংলায় চিরকালই বেশি৷ তাই বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ভিড় উপচে পড়ে, অতিরিক্ত চেয়ারের ব্যবস্থাও করতে হয়৷ আর বাংলাদেশের ছবি মানেই এখন জয়া আহসানেরমতো আন্তর্জাতিক মুখ৷ সে কারণেও জনপ্রিয়তা স্বাভাবিক৷ এ বছরেও উৎসবে দেখানো ছবিগুলি উচ্চ প্রশংসিত এবং সর্বস্তরে সমাদৃত হয়েছে৷''

‘এক সুর এক টান একই অকূলের আকুতি' নিয়ে সংস্কৃতি লেনদেন দুই বাংলার কাছে গর্বের৷ ভালো ছবির লেনদেন সে বুনিয়াদ আরও মজবুত করে৷ সেটা শুধু বাংলাদেশ কেন, যে কোনো দেশের সঙ্গেই হতে পারে৷ এই ভাবনা থেকে দর্শকদের আন্তর্জাতিক স্তরের ভালো ছবি দেখানোর জন্য প্রতি মাসে কমপক্ষে দু'টি করে বিদেশি ছবি প্রদর্শনের ব্যবস্থা করে সোসাইটি৷ মাঝেমধ্যে জার্মানি, ফ্রান্স ও সার্বিয়ার ছবির ছোট প্যাকেজও দেখানো হয়৷ এ সব উদ্যোগের নেপথ্যে প্রচ্ছন্ন থাকে একটাই আশা, রাজনীতি যা পারে না – সেটাই হয়ত একদিন করে উঠবে চলচ্চিত্র৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ