1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে গুলি

১০ জুন ২০২২

দিনে দুপুরে গুলি চলল কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে। মৃত অন্তত দুই। আহত বেশ কয়েকজন।

কলকাতা
ছবি: Subrata Goswami/DW

শুক্রবার দুপুরে আচমকাই গুলি চলল কলকাতার পার্ক সার্কাস অঞ্চলে। পার্ক সার্কাস মোড়ে বেকবাগান ক্রসিংয়ের ঠিক পাশে বাংলাদেশ উপদূতাবাস। তার অনতিদূরে এই ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিজের রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। উপদূতাবাসের আউটপোস্টে ছিলেন তিনি। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। পরে ওই নিরাপত্তারক্ষী নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়।

ছবি: Subrata Goswami/DW

শুক্রবার নামাজের পর পার্ক সার্কাসে একটি মিছিল বার হয়েছিল। সম্প্রতি বিজেপি মুখপাত্র নুপূর শর্মার করা মন্তব্যের বিরুদ্ধে ওই মিছিল বার হয়। তার অনতিদূরেই বাংলাদেশ উপদূতাবাস। সেখানে কোনো গোলমাল হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই ওই নিরাপত্তারক্ষী গুলি চালাতে শুরু করে। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় সে। পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্য হারিয়ে একাজ করেছে সে। গুলি চালানোর সময় সামনে দিয়ে একটি স্কুটি যাচ্ছিল। সেই স্কুটির পিছনে সওয়ার ছিলেন এক নারী। তার পিঠে গুলি লাগে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষে ওই পুলিশকর্মীও আত্মঘাতী হন। পুলিশ মৃতদেহ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ