1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বাউল-ফকির উৎসব

১০ জানুয়ারি ২০১২

সপ্তম বছরে পা দিল কলকাতার বাউল-ফকির উৎসব৷ পশ্চিমবঙ্গ-সহ ভারতের নানা অঞ্চল থেকে এবং বাংলাদেশ থেকেও বাউল ও ফকির গানের সাধক-শিল্পীরা অংশ নিয়েছিলেন দু’দিনের এই উৎসবে৷

Baul.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

আখড়ায় বসে আছেন বর্ধমানের কেতুগ্রাম থেকে আসা ফকির গানের শিল্পী হেরাসা খাতিম৷ কথা বলতে বলতেই হাতে ধরা বিচিত্র তারযন্ত্র সারিন্দা বেজে উঠলো৷ অভিনব এই বাদ্যযন্ত্রটি তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকে৷ বস্তুত দক্ষিণ কলকাতার উপকণ্ঠে যাদবপুর এলাকায় দুদিনের বাউল-ফকির উৎসবে যাঁদের সঙ্গে দেখা হল, তাঁরা প্রায় প্রত্যেকেই বংশ পরম্পরায় শিল্পী৷ এই গানই তাঁদের পেশা, নেশাও বটে৷ শহুরে লোক কতটা তার কদর করবে, প্রথমদিকে সে সন্দেহ ওঁদের ছিল বই কী৷

কলকাতার বাউল উৎসবে সারিন্দা বাজাচ্ছেন হেরাসা খাতিমছবি: DW/Sirsho Bandopadhyay

বীরভূম জেলা থেকে আসেন শিল্পী নূর মহম্মদ ফকির৷ তাঁর মতো গ্রাম-গঞ্জের আপাত অখ্যাত শিল্পীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আরও একটা জরুরি কাজ করছে কলকাতার এই উৎসব৷ নেহাতই দরিদ্র এই শিল্পীদের জীবনে অন্তত কিছুটা স্বচ্ছলতার ব্যবস্থা করছে৷ বললেন বাউল গানের বিখ্যাত শিল্পী গৌর খ্যাপা৷ তবে স্বচ্ছলতার সঙ্গে সঙ্গেই সহজ সরল বাউল গানে লাগছে জনপ্রিয়, চটুল সংস্কৃতির ছোঁয়াচ৷ বদলে যাচ্ছে গান৷ বললেন বাংলাদেশের সিলেট থেকে আসা বাউল শিল্পী রণেন চক্রবর্তী৷

কিন্তু ওঁরা নাছোড়৷ শত প্রলোভন বা প্ররোচনাতেও নিজেদের গানে ওঁরা নাগরিক লালসা আর কৃত্রিমতার কলঙ্কদাগ লাগতে দেবেন না৷ কার্যত হলও তাই৷ দুদিনের জন্যে হলেও ব্যস্ত কলকাতা, কেজো কলকাতার একটি ছোট্ট অঞ্চল হয়ে উঠল সহজিয়া জীবনদর্শনের আখড়া, সদ্ভাবনার মিলনমেলা৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ