1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় বৈদ্যুতিক সরঞ্জামের বাজারে বড় আগুন

২৪ অক্টোবর ২০২৪

বুধবার রাতে কলকাতার এজরা স্ট্রিটে বৈদ্যুতিক সরঞ্জামের বাজারে ভয়াবহ আগুন লাগে। বশ কয়েকটি দোকানে তা ছড়ায়।

দাউ দাউ করে জ্বলছে এজরা স্ট্রিটের গুদাম।
আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। ছবি: Subrata Goswami/DW

রাত আটটা নাগাদ একটি কাঠ ও বৈদ্যুতিক সরঞ্জামের গুদামে আগুন লাগে। সেই আগুন পরপর কয়েকটি দোকানে ছড়িয়ে যায়।

প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরো পাঁচটি ইঞ্জিন যোগ দেয়। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। ঘন্টা দুয়েক ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে

কলকাতার হেয়ার স্ট্রিট থানার এজরা স্ট্রিটের বৈদ্যুতিক জিনিসের বাজার হলো কলকাতার অন্যতম বড় একটা বাজার এলাকা। দীপাবলির আগে সেখানে প্রচুর আলোর সামগ্রী রাখা হয়েছিল। আগুনে প্রচুর এলইডি, টুনি বালব নষ্ট হয়েছে। বেশ কয়েকজন ব্যবসায়ী বড় ক্ষতির মুখে পড়েছেন।

এই এলাকাটি খুবই ঘিঞ্জি। এখানে গলিও খুব সরু। তাই দমকলকে আগুন নেভাতে গিয়ে অসুবিধেয় পড়তে হয়েছিল।

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: Subrata Goswami/DW

কাঠের ব্যবসায়ী নিয়াজুদ্দিনের পুরো দোকান পুড়ে গেছে। সইদেরও পুরো দোকান পুড়ে গেছে। কোনো জিনিস তিনি বের করতে পারেননি।

প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন, ফরেনসিক পরীক্ষা হচ্ছে। তাদের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে কেন আগুন লেগেছিল।

জিএইচ/এসজি(পিটিআই, এবিপি আনন্দ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ