1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় মেয়েরা কতটা নিরাপদ

পায়েল সামন্ত কলকাতা
১০ সেপ্টেম্বর ২০২০

কলকাতার রাস্তায় নারীদের নিরাপত্তা ফের প্রশ্নবিদ্ধ৷ সম্প্রতি নারীসুরক্ষায় কিছু ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ কিন্তু কলকাতায় নারীর বিরুদ্ধে অপরাধ বাড়ছেই৷ এটাকে পুলিশ-প্রশাসনের ব্যর্থতা হিসেবেই দেখছেন অনেকে৷

Indien Coronavirus - Lockerungen der Beschränkungen in Kalkutta
ছবি: DW/S. Bhowmick

সম্প্রতি কলকাতার একটি ঘটনা ব্যাপক সাড়া জাগিয়েছে৷ শহরের দম্পতি নীলাঞ্জনা চট্টোপাধ্যায় ও দীপ শতপথী মাঝরাতে এক তরুণীকে লাঞ্ছনার হাত থেকে রক্ষা করেছেন৷ নীলাঞ্জনা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির পিছনে ধাওয়া করে তরুণীকে বাঁচিয়েছেন৷ তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় দুর্বৃত্তরা৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কলকাতায় নারীদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বেড়েছে৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিল দুই হাজার ১৭৬, যা ২০১৭ সালে ছিল এক হাজার ৯৭৫৷ তার আগের বছর অপরাধের সংখ্যা ছিল এক হাজার ৬৯৩৷ অর্থাৎ, এই তিন বছরে অপরাধের সংখ্যা ক্রমশ বেড়েছে৷

মধ্যরাতে শুধু নয়, সন্ধ্যাতেও মহিলারা নিরাপদ নন: শাশ্বতী ঘোষ

This browser does not support the audio element.

নারী অধিকার কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ মনে করেন, এই হিসেব যেহেতু শুধু দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে, তাই প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি৷ তিনি শ্রেণি অবস্থানের প্রসঙ্গও তুলেছেন৷ তাঁর বক্তব্য, ‘‘মধ্যরাতে শুধু নয়, সন্ধ্যাতেও মহিলারা নিরাপদ নন৷ আর গরিব পরিবারের মেয়েরা লাঞ্চিত হলে সেটা আড়ালে থেকে যায়৷ সাম্প্রতিক ঘটনায় দম্পতির শ্রেণি অবস্থান অনেক উঁচুতে, তাঁরা সমস্যা তুলে ধরার সুযোগ পেয়েছেন বলে সংবাদমাধ্যমে বিষয়টি এত গুরুত্ব পেয়েছে৷’’ পুলিশের আরো বেশি সক্রিয়তা ও নিরপেক্ষ ভূমিকার দাবি তুলেছেন তিনি৷

পুলিশের ‘তেজস্বিনী’ কর্মশালায় ১২-৪০ বছর বয়সি মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়ছবি: DW/P. Samanta

শহরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ৷ ‘তেজস্বিনী’ নামে একটি কর্মশালা শুরু হয়েছে ২০১৮ সালের নভেম্বরে৷ এই কর্মশালায় ১২-৪০ বছর বয়সি মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়৷ কলকাতা পুলিশের নিজস্ব প্রশিক্ষকরা এখানে প্রশিক্ষণ দেন৷ এছাড়া রয়েছে বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’, যাদের কাজ ইভটিজিং রোখা৷ রয়েছে মহিলাদের আরও শক্তিশালী দল ‘ওয়ারিয়র্স’৷ এই দলের সদস্যরা আগ্নেয়াস্ত্রও চালাতে পারেন৷ ‘শক্তি’ নামে বেশ কয়েকটি ভ্যান শহরে টহল দেয়৷ তাদের দায়িত্বও নারীর সুরক্ষায় ভূমিকা রাখা৷ এত কিছুর পরও কেন শহরে অপরাধ বাড়ছে?

প্রাক্তন পুলিশকর্তা সন্ধি মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘সুপ্রিম কোর্টের সাত দফা নির্দেশিকা কার্যকর করতেই হবে৷ নইলে অপরাধ কমবে না৷ এদেশে ক্ষমতাবানদের ধারণা, তারা অপরাধ করে টাকার জোরে পার পেয়ে যাবে৷ পুলিশও স্বাধীনভাবে কাজ করতে পারে না৷ এই দুয়ের যোগফলে সুবিচার পায় না আক্রান্ত৷’’

ঈর্ষা-বিদ্বেষেও মেয়েদের জিঘাংসার শিকার হতে হচ্ছে: সুনন্দা মুখোপাধ্যায়

This browser does not support the audio element.

প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘দহন’ উপন্যাসে এক নারীর লাঞ্ছনা ও তা নিয়ে আর এক নারীর প্রতিবাদের কথা বলা হয়েছে৷ নীলাঞ্জনারা তাঁরই উত্তরসূরি৷ ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাই এটা আরো লজ্জার বিষয়৷ পুলিশ নিষ্ক্রিয় থাকায় আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে৷’’ তবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমেছে৷ ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩০ হাজার ৩৯৪৷ তার আগের বছরে সংখ্যা ৩০ হাজার ৯৯২৷ ২০১৬ সালে অপরাধ হয়েছিল অনেক বেশি, ৩২ হাজার ৫০০৷ অর্থাৎ, রাজ্যজুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা কমলেও কলকাতায় বাড়ছে৷

যদিও এই পরিসংখ্যানকে গুরুত্ব দিতে রাজি নন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায়৷ তিনি রাজ্যের বিভিন্ন জেলায় সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেন৷ কলকাতায় বেশি অপরাধের প্রসঙ্গে সুনন্দার বক্তব্য, ‘‘শহরে মেয়েরা সন্ধ্যার পর যতটা বাইরে থাকেন, গ্রাম-গঞ্জে থাকেন না৷ তাই তাঁরা কম আক্রান্ত হন৷ তাছাড়া শহরাঞ্চলে মহিলারা কর্মক্ষেত্রে ক্রমশ পুরুষের সমকক্ষ হয়ে উঠছেন৷ তাই ঈর্ষা-বিদ্বেষেও মেয়েদের জিঘাংসার শিকার হতে হচ্ছে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ