1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় শিল্পীর রাজনীতিও রঙে বাঁধা

৪ ফেব্রুয়ারি ২০২২

শিল্পী-কলাকুশলীদের রাজনীতি তো থাকবেই! কিন্তু কলকাতায় সেই রাজনীতিও আটকে আছে মূলস্রোতের ডান-বাম দলে৷

ছবি: Payel Samanta/DW

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাসকয়েক আগের কথা৷ বেশ রাতের দিকে এক সহকর্মী সাংবাদিকের ফোন এলো৷ উল্টোদিকের স্বরে চূড়ান্ত ভয়৷ হাউহাউ করে কাঁদতে কাঁদতে সেই সহকর্মী জানালো, একটি স্টোরির জেরে ওই মাঝরাতে কার্যত তার বাড়িতে চড়াও হয়েছে গুন্ডারা৷ ফোনে অকথ্য গালাগাল দেওয়া হচ্ছে এবং দেখে নেওয়ার হুমকি৷

কী এমন স্টোরি যে কলকাতার এক সাংবাদিককে এভাবে হেনস্থা হতে হবে খোদ শহরের বুকে? জানা গেল, কলকাতার ফিল্ম এবং টেলিভিশন জগতে নতুন রাজনৈতিক রঙের আগমন নিয়ে সহকর্মী একটি স্টোরি করেছিলেন৷ তারই জেরে এসব কাণ্ড৷

এই সুযোগে একটু পরিপ্রেক্ষিত আলোচনা করে নেওয়া যাক৷ টালিগঞ্জ স্টুডিও পাড়া, দীর্ঘদিন ধরেই যা টলিউড নামে পরিচিত, সেখানে রাজনীতিও বেশ শক্তিশালী৷ শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে তৈরি ইউনিয়ন আছে৷ শক্তিশালী বিরোধীপক্ষও আছে৷ এই ইউনিয়নের মূল কাজ হলো, টেকনিশিয়ন, স্পটবয় থেকে শুরু করে অভিনেতা, পরিচালক এবং সহ-পরিচালকদের সুযোগ-সুবিধার দিকে নজর রাখা৷ এরা সকলেই অসংগঠিত কাজের কর্মী৷ ফলে তাদের রোজগার ঠিকমতো হচ্ছে কি না, অসুস্থ হলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা এসব কিছুই দেখে ইউনিয়ন বা শিল্পীদের গিল্ড

উত্তম ভাবনা৷ কিন্তু যে কোনো উত্তম পরিকল্পনার ভিতরেই বাঙালি রাজনীতি ঢুকিয়ে ফেলে৷ এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি৷ বাম আমলে সরাসরি না হলেও শিল্পী কুশীলবদের ইউনিয়ন নিয়ন্ত্রিত হয়েছে বাম শাসকদের হাতে৷ নন্দন থেকে স্টুডিও পাড়া, বাম রাজনীতির একচ্ছত্র অধিকার ছিল সর্বত্র৷ দিন বদলেছে, স্টুডিও পাড়ার রাজনীতিরও রং বদলেছে৷ তৃণমূল আমলে শিল্পীদের রাজনীতি সরাসরি নিয়ন্ত্রণ করে শাসকদল৷ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসের ছায়ায় তার ভাই স্বরূপ বিশ্বাস কার্যত স্টুডিও পাড়ার রাজা হয়ে বসেছেন৷ তার আঙুলের দোলাতেই স্টুডিওপাড়া আন্দোলিত হয়৷

স্যমন্তক ঘোষ, ডয়চে ভেলেছবি: privat

শুধুই কি এক মন্ত্রী এবং তার ভাই? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বড় বড় সভা-সমিতিতে আলাদা একটি স্টেজ তৈরি হয় শিল্পীদের বসতে দেওয়ার জন্য৷ টলিপাড়ার শিল্পীরা কাজকম্ম শিঁকেয় তুলে 'দিদিমণি'র সমর্থনে বেড়িয়ে পড়েন৷ ভেটও পান৷ প্রতিবছর একাধিক শিল্পী-পরিচালককে নির্বাচনের টিকিট দেয় তৃণমূল৷ তাদের জিতিয়েও আনে৷ ফলে রাজ্য রাজনীতি এবং শিল্পের মাঝখানে এখন আর কোনো ট্রান্সপ্যারেন্ট পরদাও নেই৷ সবটাই খুল্লামখুল্লা৷ রাজ্যের প্রোডাকশন হাউসগুলোও এই রাজনীতির হাতে নিয়ন্ত্রিত হয় বলে নিন্দুকরা অভিযোগ তোলেন৷

এহেন পরিস্থিতিতে ২০২১ সালের নির্বাচনের আগে হঠাৎই রাজ্যজুড়ে রব উঠল বিজেপি ক্ষমতা দখল করে নিতে পারে৷ অভিনয় যাদের পেশা, রং বদলাতে তারাও সময় নিলেন না৷ রাতারাতি দেখা গেল দীর্ঘদিনের বিজেপি-বিরোধীরা মুনাফার আশায় পদ্মশিবিরে গিয়ে ভিড়লেন৷ রীতিমতো প্রেস কনফারেন্স করে টলিপাড়ার নতুন গোষ্ঠীর ঘোষণা করল বিজেপি৷ রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষও সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন৷

সহকর্মী সাংবাদিক সেই গোষ্ঠী নিয়েই একটি কিঞ্চিৎ খোঁচামারা স্টোরি করেছিলেন৷ আর তাতেই রেগে আগুন তেলে বেগুন পদ্মশিল্পীরা চড়াও হয়েছিলেন তার উপর৷ ঝামেলা মিটতে সময় লাগেনি৷ দেখে নেওয়ার হুমকি দেওয়া শিল্পীবৃন্দ পরদিন সকালে ক্ষমা চেয়েছিলেন সহকর্মীর কাছে৷ শোনা যায়, ভোটের পর তারা আবার গুটি গুটি শাসক শিবিরে ফিরে গেছেন৷

বছরকয়েক আগে এক জার্মান শিল্পীবন্ধু কলকাতায় এসে সপ্তাহখানেক ঘুরে বিস্মিত প্রশ্ন করেছিলেন-- এখানে কি ঘুমের মধ্যেও মানুষ রাজনীতি দেখে, ভাবে এবং বলে? উত্তরে বলতে হয়েছিল, এ বোধহয় বাঙালির জিনে৷ তফাত কেবল একটাই, আজকাল পুরোটাই মূলস্রোতের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে৷ মূলস্রোতকে চ্যালেঞ্জ করার মতো শিল্পী প্রায় আর কেউ নেই৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ