1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় শিল্প সম্মেলন: স্লোগান ‘বেঙ্গল লিডস’

৯ জানুয়ারি ২০১২

তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর কলকাতায় প্রথম শিল্প সম্মেলন৷ দেশ ও বিদেশের শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন এক স্বপ্নের ভবিষ্যৎ৷

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: UNI

একটা সময় ছিল যখন সারা ভারতে, সব ব্যাপারে এগিয়ে থাকত বাংলা৷ স্বাধীনতার জন্য উন্মুখ দেশে জন্ম নিয়েছিল সেই প্রবাদ, হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস টুমরো৷ তখন সারা দেশকে বাংলাই পথ দেখাত৷ শিল্প সম্মেলন ২০১২-র স্লোগান তাই ‘বেঙ্গল লিডস'৷ নেতৃত্ব দেবে বাংলা৷ সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে এই শিল্প সম্মেলনের উদ্বোধন করতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশ -বিদেশের শিল্পপতিদের সামনে সেই গর্বিত বাংলার স্বপ্নই তুলে ধরলেন৷ বললেন, শিল্প সম্মেলন নয়, বাংলায় শুরু হোক শিল্পের উৎসব৷

স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গকে এখন খাটতে হবে, কাজ করতে হবে৷ অনন্ত সম্ভাবনা আছে এই রাজ্যের৷ সেটা শুধু বৃহৎ শিল্প ক্ষেত্রে নয়, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন থেকে শুরু করে মাঝারি ও ছোট শিল্পেও বিনিয়োগের সুযোগ আছে৷ সরকার সব সময় বিনিয়োগকারীদের পাশে আছে৷ ভবিষ্যতেও এই রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের কাজ অব্যাহত থাকবে৷ বিরোধীরা এ ব্যাপারে নানা অপপ্রচার করছে৷ তাতে কান না দেওয়ার জন্য শিল্পপতিদের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী৷

নিজের ভাষণ শেষ করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব কায়দায় আন্তজার্তিক বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেন এদিন৷ এক এক করে সব কটি বিদেশি দূতাবাস এবং শিল্প প্রতিনিধিদের কাছে তিনি মঞ্চ থেকেই সরাসরি জানতে চান, তাঁরা পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহী কিনা৷ কিছুটা বিব্রত হলেও জাপান, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির প্রতিনিধিরা মাথা নেড়ে মুখ্যমন্ত্রীর কথায় সায় জানান৷

এদিনই মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের এক সভায় তীব্র ভাষায় আক্রমণ করা হয় জোট সঙ্গী কংগ্রেসকে৷ বলা হয়, যেগুলো আদৌ কোনও ইস্যু নয়, সেই নিয়ে কংগ্রেসের কিছু ভুঁইফোঁড় নেতা হইচই করে সিপিএম'এর হাত শক্ত করছে৷ আগের দিন মমতা কংগ্রেসের উদ্দেশ্যে বলেছিলেন, না পোষালে সরকার ছেড়ে চলে যেতে পারেন, দরজা খোলাই আছে৷ এদিন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওদের তাড়িয়ে দিলেও ওরা যেতে চায় না৷ শিল্প সম্মেলনে না গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এদিন ছিলেন ওই রাজনৈতিক সমাবেশে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ