1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় সুরসম্রাজ্ঞী লতাকে আজীবন সম্মাননা

১০ আগস্ট ২০১১

ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে ‘অনন্য জীবনকৃতি’ পুরস্কারে সম্মানিত করল বাংলা ভাষায় সম্প্রচারিত ভারতের অন্যতম শীর্ষ টেলিভিশন চ্যানেল ‘২৪ ঘণ্টা’৷ এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে পদক তুলে দেন পণ্ডিত অজয় চক্রবর্তী৷

লতা মঙ্গেশকরছবি: AP

‘২৪ ঘণ্টা' চ্যানেলের পক্ষ থেকে এই স্মারক পুরস্কার পেয়ে কিংবদন্তি শিল্পী লতা বলেন, ‘‘আমি বাংলা কিছুটা লিখতে ও পড়তে পারি৷ বাংলায় আমি অনেক গান গেয়েছি৷ বাংলা ভাষাকে শ্রদ্ধা করি অন্তর থেকেই৷ সে অনুরাগ থেকেই বুঝেছি এই সম্মাননা কত বড়৷ আমি কখনও এটা আশা করিনি৷ এই সম্মাননা এবং সম্মান প্রদানের জন্য গোটা মঙ্গেশকর পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ৷''

আবেগভরা সংক্ষিপ্ত বক্তব্যে এই মহান শিল্পী জানালেন, তাঁর মাতৃভাষা মারাঠি খুব মিষ্টি ভাষা৷ তবে মারাঠির সাথে বাংলার বেশ নৈকট্য খুঁজে পান তিনি৷ এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনি বেশ বড়মাপের ভক্ত বলে উল্লেখ করেন৷ লতার ভাষায়, ‘‘বঙ্কিমবাবু এবং শরৎবাবুর উপন্যাস আমি পড়েছি৷ শরৎবাবু আমার খুব প্রিয়৷ আমি তাঁর সবগুলো উপন্যাস একাধিকবার পড়েছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ