1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় হিলারি

৭ মে ২০১২

বাংলাদেশ সফর সেরে দিল্লি যাওয়ার পথে কলকাতায় রাত কাটিয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিন্টন৷ দেখা করে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷

ছবি: AP

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আনা বিশেষ উপহারটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নিশ্চিতভাবেই ঢাকায় কিনেছেন৷ এবং মমতা যে রবীন্দ্রনাথের বিশেষ ভক্ত, সেকথা সম্ভবত তাঁকে জানিয়েছিলেন বাংলাদেশেরই কেউ৷ এবং সফল কূটনীতি, মমতা শিশুর মতোই খুশি হয়েছেন হিলারির আনা রবীন্দ্র প্রতিকৃতির সূচিশিল্পটি পেয়ে, যার চার দিকে সুতোর অক্ষরে লেখা আছে আগুনের পরশমণি গানটি৷ তবে হিলারি যেহেতু ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি গেলেন, অনেকেই আশা করেছিলেন যে থমকে থাকা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে মমতার সঙ্গে তিনি কথা বলবেন৷ হিলারি নিজে এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হননি৷ তবে মমতা জানালেন, তিস্তা নিয়ে তাঁদের কোনও আলোচনা হয়নি৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেনছবি: AP

আরেকটি প্রত্যাশিত বিষয়, রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে কোনও কথা না হলেও, মার্কিন লগ্নি নিয়ে গঠনমূলক কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

হিলারির সঙ্গে মমতার এদিনের বৈঠকে যদিও সরকারি বিষয়ে আলোচনার থেকেও বেশি স্পষ্ট ছিল সৌহার্দ্যের সুর৷

হিলারি এদিন সকালে মহাকরণে আসার আগে গিয়েছিলেন লা মার্টিনিয়ার স্কুলের এক অনুষ্ঠানে৷ সেখান থেকে মাদার টেরিজার স্মৃতিবিজড়িত মাদার্স হাউস ঘুরে যাওয়ার ইচ্ছে থাকলেও সময়াভাবে তা হয়ে ওঠেনি৷ মহাকরণ থেকেই হিলারির কনভয় রওনা হয়ে যায় বিমানবন্দরের দিকে, দিল্লির বিমান ধরতে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ