1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় হিলারি

৭ মে ২০১২

বাংলাদেশ সফর সেরে দিল্লি যাওয়ার পথে কলকাতায় রাত কাটিয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিন্টন৷ দেখা করে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷

ছবি: AP

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আনা বিশেষ উপহারটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নিশ্চিতভাবেই ঢাকায় কিনেছেন৷ এবং মমতা যে রবীন্দ্রনাথের বিশেষ ভক্ত, সেকথা সম্ভবত তাঁকে জানিয়েছিলেন বাংলাদেশেরই কেউ৷ এবং সফল কূটনীতি, মমতা শিশুর মতোই খুশি হয়েছেন হিলারির আনা রবীন্দ্র প্রতিকৃতির সূচিশিল্পটি পেয়ে, যার চার দিকে সুতোর অক্ষরে লেখা আছে আগুনের পরশমণি গানটি৷ তবে হিলারি যেহেতু ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি গেলেন, অনেকেই আশা করেছিলেন যে থমকে থাকা তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে মমতার সঙ্গে তিনি কথা বলবেন৷ হিলারি নিজে এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হননি৷ তবে মমতা জানালেন, তিস্তা নিয়ে তাঁদের কোনও আলোচনা হয়নি৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেনছবি: AP

আরেকটি প্রত্যাশিত বিষয়, রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে কোনও কথা না হলেও, মার্কিন লগ্নি নিয়ে গঠনমূলক কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

হিলারির সঙ্গে মমতার এদিনের বৈঠকে যদিও সরকারি বিষয়ে আলোচনার থেকেও বেশি স্পষ্ট ছিল সৌহার্দ্যের সুর৷

হিলারি এদিন সকালে মহাকরণে আসার আগে গিয়েছিলেন লা মার্টিনিয়ার স্কুলের এক অনুষ্ঠানে৷ সেখান থেকে মাদার টেরিজার স্মৃতিবিজড়িত মাদার্স হাউস ঘুরে যাওয়ার ইচ্ছে থাকলেও সময়াভাবে তা হয়ে ওঠেনি৷ মহাকরণ থেকেই হিলারির কনভয় রওনা হয়ে যায় বিমানবন্দরের দিকে, দিল্লির বিমান ধরতে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ