1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগভারত

কলকাতায় হোটেলে বড় আগুন, দুই শিশু-সহ মৃত ১৪

৩০ এপ্রিল ২০২৫

কলকাতায় বড়বাজার অঞ্চলের একটি হোটেলে আগুন লেগে দুই শিশু-সহ অন্ততপক্ষে ১৪ জন মারা গেছেন।

আগুন লেগে বড়বাজারের এই হোটেলে ১৪ জন মারা গেছেন।
বড়বাজারে মেছুয়া ফলপট্টিতে এই বহুতল হোটেলে কেন আগুন লাগলো তা জানার জন্য সিট গঠন করা হয়েছে। ছবি: Subrata Goswami/DW

মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে একটি হোটেলে আগুন লাগে। খুব দ্রুত সেই আগুন ছড়ায়। হোটেলের ভিতর ও চারপাশ প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায়।

আনন্দ পাসোয়ান নামে একজন আগুনের হাত থেকে বাঁচতে হোটেলের উপর থেকে ঝাঁপ দেন। তিনি মারা গেছেন।

আগুন লাগার পর দমকল গিয়ে চার ও পাঁচতলার জানালা ভেঙে হোটেলের ভিতর ঢোকে। কারণ, নিচে এত ধোঁয়া ছিল যে তারা ঢুকতে পারছিলেন না।  হোটেলে যারা আটকে ছিলেন, তারা দমবন্ধ হয়ে মারা গেছেন। অনেকে ভয় পেয়ে হোটেলের কার্নিশে চলে আসেন। তাদের দমকল নিচে নামায়।

কেন আগুন লাগলো তা জানার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। হোটেলে ৪৭টি ঘর ছিল। প্রায় প্রতিটি ঘরেই মানুষ ছিলেন।

বড়বাজারের মেছুয়ার ফলপট্টি হলো ব্যবসায়ীদের জায়গা। ফলে ওই এলাকায় ব্যবসার জন্য যারা আসেন, তারা সেখানে থাকা পছন্দ করেন। এই জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি। হোটেলের চারপাশে প্রচুর দোকান ও বাড়ি আছে। আগুন ছড়িয়ে পড়লে আরো বড় বিপর্যয় হতে পারতো।

মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ হোটেলে আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিন সেখানে যায়। আটঘণ্টা ধরে চেষ্টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে আঅসে। তবে তা পুরোপুরি নেভেনি।

যারা মারা গেছেন, তাদের আটজনের পরিচয় জানা গেছে। ছয়জনের পরিচয় এখনো জানা যায়নি। মৃতের তালিকায় তিন বছর আট মাস বয়সি পি রাউত ও আট বছর বয়সি পি দিয়া আছে। 

জিএইচ/এসসি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ