1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা: আর্থিক সংকটে বেসরকারি স্কুল ছাড়ছে শিক্ষার্থীরা

২ অক্টোবর ২০২১

করোনা মহামারির লকডাউনের বিরূপ প্রভাব পড়ছে অনেক পরিবারের উপর৷ আর্থিক সংকটের কারণে অনেক উচ্চবিত্ত পরিবার সন্তানদের কম খরচের স্কুলে স্থানান্তর করছে৷  

Indien | Schulgebühren in Kalkutta
ছবি: Payel Samanta/DW

কলকাতার বাসিন্দা বাদ্যশিল্পী সুকান্ত স্বরের ছেলে শহরের নামকরা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র৷ করোনা মহামারির লকডাউনের কারণে তার উপার্জন কমে গেছে৷ কেননা জমায়েত নিষিদ্ধ হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান তেমন একটা হয় না৷ আর তাই পরিবার নিয়ে আর্থিক সংকটে আছেন তিনি৷ সন্তানের স্কুলের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে৷ ফলে ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন সুকান্ত৷   

ডয়চে ভেলের সাথে আলাপকালে এ শিল্পী জানান, ‘‘আমি পেশায় বাদ্যশিল্পী৷ লকডাউনে কারণে জমায়েত, অনুষ্ঠান বন্ধ থাকায় আর্থিক সংকটে আছি৷ তাই ছেলেকে নিয়ে গিয়েছি সরকারি স্কুলে, শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে৷’’

কোভিড অতিমারিতে অর্থনীতি আক্রান্ত হওয়ায় এমন বেকায়দায় আছেন সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষ৷ কারো উপার্জন কমেছে আবার কারো উপার্জন একেবারে তলানিতে এসে ঠেকেছে৷ আর এর মারাত্মক প্রভাব বেসব পরিবারের সন্তানদের পড়াশোনায়৷ কেননা, আর্থিক চাপে থাকা অনেক অভিভাবকের পক্ষে সন্তানের শিক্ষার খরচ মেটানো কঠিন হয়ে উঠেছে৷

পর্যবেক্ষকরা বলছেন, শহরের নামিদামি স্কুলে পড়ুয়া অনেক শিক্ষার্থীর অভিভাবক করোনা মহামারির সময়ে স্কুলের খরচ বহন করতে পারছে না৷ সেই কারণে স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নিচ্ছেন, অর্থাৎ বদলি করে কম খরচের স্কুলে নিয়ে যাচ্ছে৷ 

স্থানিয় বাসিন্দা সুপ্রিয় ভট্টাচার্যের ছেলেও স্কটিশ চার্চের ছাত্র৷ কলকাতার ২৫টি স্কুলের অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন-এর আহ্বায়ক সুপ্রিয় ডয়চে ভেলেকে বলেন, ‘‘ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে৷ পরীক্ষা মিটলেই ছাড়িয়ে নেব৷ বেশি দিন চালাতে পারব না৷’’

তিনি জানান, করোনার সময়ে খরচ মেটাতে না পেরে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে শ-খানেক শিক্ষার্থী অন্য স্কুলে চলে গেছে৷

প্রথম সারির একাধিক ইংরেজিমাধ্যম স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলেও এমন তথ্যই পাওয়া গেছে৷

জানা গেছে, শহরের সেন্ট অগাস্টিন ডে স্কুল থেকে ২৫জন শিক্ষার্থী ট্রান্সফার সার্টিফিকেট বা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়ার সনদ চেয়েছে৷ তাছাড়া ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুলের ৮জন শিক্ষার্থী বদলি হতে চাইছে৷ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি ও বিড়লা ভারতীর অনেক শিক্ষার্থীও স্কুল ছাড়তে চেয়েছে বলে খবর পাওয়া গেছে৷

‘ছেলের পরীক্ষা শেষ হলেই ছাড়িয়ে নেব, বেশি দিন চালাতে পারব না’

This browser does not support the audio element.

মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির অধ্যক্ষ অঞ্জনা সাহা বলেন, ‘‘অনেক ছেলেমেয়ে পিতৃহারা হয়েছে৷ তাদের মায়েরা চিঠি লিখছেন, উপার্জনের কেউ নেই৷ কীভাবে খরচ চালাবেন৷’’

এদিকে অভিভাবকরা মনে করেন, স্কুল বদলের ফলে ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হবে৷ অতিমারির সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছে৷ তবে পরিকাঠামোগত সুবিধা সরকারি স্কুলগুলোতে কম৷ আর তাই অনেক অভিভাবক কষ্ট হলেও সন্তানদের স্কুল বদল করাতে চাইছে না কেননা এর ফলে তাদের পড়াশোনা যেমন ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে তারা মানসিক চাপে পড়বে৷

পেশায় ব্যবসায়ী শুভজিৎ গঙ্গোপাধ্যায়ের ছেলে নর্মদা হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে৷ শুভজিৎ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সমস্যা হলেও খরচ জুগিয়ে যাচ্ছি৷ ভাল স্কুল থেকে ছেলেকে ছাড়াতে চাই না৷ তাতে পড়াশোনার ক্ষতি, সেই সাথে তার উপর মানসিক চাপ পড়বে৷’’

তবে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছেন শিক্ষকরাও৷ কলকাতার বাগবাজারের হরনাথ হাইস্কুলের প্রধান শিক্ষক পদ্মশ্রী বিজেতা কাজি মাসুম আখতার ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকারি স্কুলের পরিকাঠামো উন্নত করতে হবে৷ শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়া জরুরি৷ তা হলে যে পড়ুয়ারা আসবে, তারা ভবিষ্যতে ফিরে যাবে না৷’’ এটিকে বাংলামাধ্যম স্কুলের হারানো গৌরব ফিরে পাওয়ার সুযোগ হিসেবে নিতে চাইছেন তিনি৷

এদিকে কয়েকমাস ধরে স্কুলের বকেয়া বেতন নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক সংগঠনের মধ্যে আইনি লড়াই চলছে৷ অভিভাবকরা গণস্বাক্ষর সংগ্রহ করে আন্দোলন চালিয়েছেন৷ আদালত বলেছে, ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়াকে বহিষ্কার করা যাবে না৷ পরীক্ষাতেও বসতে দিতে হবে৷

তবে এমন রায়ের পরেও কেন ছেলেমেয়েদের অন্য স্কুলে নিয়ে যাচ্ছেন বাবা-মায়েরা? অভিভাবকদের বক্তব্য, আদালত নির্দেশ দিলেও তা কার্যকর হয় না৷ আর তাই কোনো ব্যবস্থাও নেওয়া হয় না৷ ছেলেমেয়েদের ট্রান্সফার করাতে বাধ্য হতে হয়৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ