1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌কলকাতা – ঢাকা ‘‌ভাষাসূত্র’

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৭ ফেব্রুয়ারি ২০১৭

কলকাতা থেকে ঢাকা সাইকেল চালিয়ে যাচ্ছেন ১৬ জন৷ ২১ ফেব্রুয়ারির উদযাপনে যোগ দিতে৷ ভাষার টানে, প্রাণের টানে৷

Indien Kalkutta Kolkata - Dhaka cycle rally 
বেনাপোল বন্দরে সাইকেল দলছবি: DW/S. Bandopadhyay

১৬ জন সাইকেল আরোহীর একটি দল৷ ‘‌হান্ড্রেড মাইলস্‌’ নামে অন্য ধারার একটি পর্যটন সংস্থার উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি রওনা হয়ে গেলেন ঢাকার উদ্দেশে৷ প্রায় ৩২৫ কিলোমিটারের পথ পুরোটাই ওঁরা যাবেন সাইকেল চালিয়ে৷ সঙ্গে ৪ জন সহায়ক-কর্মীও থাকবেন৷ ওঁদের যাত্রাপথ হলো কলকাতা – হাবড়া – বেনাপোল – যশোর – মাগুরা – ফরিদপুর – মানিকগঞ্জ – ঢাকা৷ ওঁরা ঢাকায় পৌঁছাচ্ছেন ২০ তারিখ৷ পরের দিন অমর একুশে৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ওইদিন ওঁরা যাবেন সাভারের শহীদ স্মারকে শ্রদ্ধা জানাতে৷ ফুলে আর গানে শেষ হবে ওঁদের সাইকেল সফর৷

কলকাতা প্রেস ক্লাবের সামনে যাত্রা শুরুর আগেছবি: DW/S. Bandopadhyay

গত ৬ বছরে এটা হান্ড্রেড মাইলসের পঞ্চম ঢাকা – কলকাতা সাইকেল সফর৷ শুরু হয়েছিল ২০১২ সালে৷ তারপর ২০১৫ সাল বাদ দিয়ে প্রায় প্রতি বছরই ওঁরা গেছেন?‌ ডয়চে ভেলে’র সঙ্গে ওঁদের প্রথম কথা হয় ২০১২ সালে৷ সেবার ওঁরা জানিয়েছিলেন, মানুষের কাছ থেকে এত ভালবাসা ওঁরা পেয়েছেন, যা অভাবনীয়৷ বিশেষ করে সীমান্তের ওপারে, বাংলাদেশে৷ সবাই কাগজে পড়েছেন, বা রেডিওতে শুনেছেন৷ সেই শুনেই মানুষ ভিড় করে এসেছেন রাস্তার ধারে৷ দীর্ঘ সময় ধৈর্য ধরে অপেক্ষায় থেকেছেন, কখন পড়শি দেশের সাইকেল সওয়ারিরা আসেন৷ তাঁদের হাতে ছিল পানীয় জল, চিঁড়ে, মুড়ি, গুড় জাতীয় শুকনো খাবার— যদি শ্রান্ত পথিকেরা ক্ষুধার্ত থাকেন৷ এমন ভালোবাসা বিশ্বের অন্য কোথাও মানুষের জন্যে সঞ্চিত থাকে কিনা জানা নেই, কিন্তু বাংলাদেশে আছে৷ ভালোবাসার সেই বন্ধনে জড়িয়ে পড়েছেন ওঁরা৷ যে কারণে বারবার ফিরে যাওয়া৷ গত কয়েক বছর ‘‌উদীচি’ নামের সংস্থাটি বাংলাদেশে ওঁদের সঙ্গী হয়েছিল৷ এবার বাংলাদেশ পর্যটন স্বেচ্ছায়, সাগ্রহে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত৷ আতিথেয়তার বন্দোবস্ত তারাই করছে৷ ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ স্মারকে শ্রদ্ধা জানানোর সময়েও তারাই থাকবে সঙ্গে৷

হান্ড্রেড মাইলস্-এর এই সাইকেল দলটির যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই স্বরজিৎ রায়ের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি যখন মোবাইল ফোনে কথা হলো, তখন ওঁরা সদ্য গিয়ে পৌঁছেছেন বেনাপোল সীমান্তে৷ পারাপারের আইনি কাজকর্ম সারছেন৷ যথারীতি খুশি এবং উত্তেজিত স্বরজিৎ৷ জানালেন, সেই রাতটা বেনাপোলেই কাটাবেন, বাংলাদেশ পর্যটনের আতিথ্যে৷ ১৭ সকাল থেকে আবার যাত্রা শুরু৷ গত ৬ বছরে ওঁদের অনেক বন্ধু হয়ে গেছে যশোর, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জে৷ তাঁদের সবার সঙ্গে আবার দেখা হবে, এই সম্ভাবনাতেই উত্তেজিত তাঁরা সবাই৷ আরও অনেক নতুন বন্ধ হবে, সেই সম্ভাবনাও ওঁদের চনমনে রাখছে৷

কলকাতা – ঢাকা এই সাইকেল যাত্রার নাম ওরা দিয়েছেন ‘‌ভাষাসূত্র’৷ অবশ্যই৷ ভাষাই তো একসূত্রে বেঁধে রেখেছে দুই বাংলার মানুষকে৷ এই সাইকেল সফর সেই সম্পর্কেরই উদযাপন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ