আইপিএলে প্রথমবারের মতো একই দলে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার৷ তারা হলেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস৷
বিজ্ঞাপন
আইপিএল নিলামের একদম শেষ পর্যায়ে বড় সুখবর এলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য৷ প্রথমে দল পেলেন লিটন কুমার দাস, এরপর সাকিব আল হাসান৷ দুজনকেই ভিত্তিমূল্যে দলে নিল কলকাতা নাইট রাইডার্স৷
সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল এক কোটি ৫০ লাখ রুপি, আর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ৫০ রাখ রুপি৷ নিলামে আর কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের বিষয়ে আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাদেরকে পেয়ে যায় কলকাতা৷
এদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস৷ আর এবার নিয়ে অষ্টম মৌসুম খেলবেন সাকিব আল হাসান৷
সাকিব ও লিটনকে দিয়ে এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হলো তিনজন৷ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে এবারও ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস৷
নিলামে নাম ওঠে তাসকিন আহমেদেরও৷ তবে ৫০ লাখ ভিত্তিমূল্যের পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কেউ৷
বাংলাদেশের আর একজনই ক্রিকেটারই ছিলেন তালিকায়৷ সেই আফিফ হোসেনের নামই ওঠেনি নিলামে৷
বাংলাদেশ থেকে সাকিব, লিটন, মুস্তাফিজ ছাড়া নানা সময়ে আইপিএলে পা পড়েছে মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
দেখুন গত বছরের ছবিঘর...
আইপিএলের নিলামে কোন ক্রিকেটারের কত দাম
২০২১ সালের আইপিএল নিলামেও ছিল টান টান উত্তেজনা। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সে।
ছবি: Getty Images/AFP/S. Sukumar
সবচেয়ে দামি
দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস যে নিলামে চমক দেবেন তা আগে ভাবা যায়নি। মরিসই সবচেয়ে দামি ক্রিকেটার হলেন। ১৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনল তাকে। তাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের দীর্ঘক্ষণ দরাদরি চলে। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন মরিস। ছবিতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নেয়ার পর ক্রিস মরিসের উচ্ছ্বাস।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
সাকিব আবার নাইট রাইডার্সে
বাংলাদেশের সাকিব আল হাসান আবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন। তিন কোটি ২০ লাখ টাকায় সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
ছবি: Munir Uz zaman/AFP
রাজস্থান রয়্যালসে মুস্তাফিজুর
বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনল রাজস্থান রয়্যালস। এক কোটি টাকা দিয়ে ফিজকে কিনেছে তারা।
ছবি: Getty Images/A. Davidson
গ্লেন ম্যাক্সওয়েল বেঙ্গালুরুতে
গ্লেন ম্যাক্সওয়েলকে নিতে যে বেশ কয়েকটি দল ঝাঁপাবে, তা প্রত্যাশিত ছিল। বাস্তবে হলোও তাই। শেষ পর্যন্ত বেঙ্গালুরু তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনে নিল।
ছবি: Imago Images/Colorsport/A. Western
স্টিভ স্মিথের দাম উঠল না
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের দাম বেশি উঠল না। তাঁর বেস প্রাইস ছিল দুই কোটি। তাঁকে দুই কোটি ২০ লাখ টাকায় কিনে নিয়েছে দিল্লি।
ছবি: Getty Images/AFP/L. Parnaby
ভালো দাম পেলেন যাঁরা
ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে চেন্নাই সুপার কিংস কিনেছে সাত কোটি টাকা দিয়ে। একটাও আইপিএল ম্যাচ না খেলা কৃষ্ণাপ্পা গৌতমকে চেন্নাই কিনেছে নয় কোটি ২৫ লাখ টাকা দিয়ে। এটা একটা রেকর্ড। কিংস ইলেভেন পাঞ্জাব আবার রিচার্ডসনকে কিনেছে ১৪ কোটি দিয়ে। কাইল জেমিসনকে বেঙ্গালুরু কিনেছে ১৪ কোটি টাকায়।
ছবি: Reuters/P. Childs
হরভজন কলকাতায়, পূজারা চেন্নাইতে
হরভজন সিং-কে কিনল কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি টাকা দিয়ে। আর ৫০ লাখে চেতেশ্বর পূজারাকে কিনল চেন্নাই। বেশ কয়েক বছর পর পূজারাকে আবার আইপিএলে দেখা যাবে।
ছবি: AP
যাঁরা দল পেলেন
পীযূষ চাওলা দল পেলেন। তাঁকে দুই কোটি ৪০ লাখে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। শচিনের ছেলে অর্জুন টেন্ডুলকরকেও ২০ লাখ টাকায় কিনেছে তারা। উমেশ যাদবকে দিল্লি কিনেছে এক কোটি টাকায়।
ছবি: AP
যাঁদের কিনল না কোনো দল
নিলামে অনেক ক্রিকেটারকেই কোনো দল কিনল না। যেমন, অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে অসাধারণ লড়াই করে হার বাঁচানো ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারীও দল পাননি। কুশল পেরেরা, শন মার্শ, ড্যারেন ব্রাভো, ম্যাথু ওয়েড সহ প্রচুর ক্রিকেটারকে নিয়ে কোনো দল উৎসাহ দেখায়নি। ছবিতে ফিঞ্চকে দেখা যাচ্ছে৷