1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা নাইট রাইডার্সে লিটনের সঙ্গী সাকিব

২৩ ডিসেম্বর ২০২২

আইপিএলে প্রথমবারের মতো একই দলে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার৷ তারা হলেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস৷

আইপিএলে প্রথমবারের মতো একই দলে খেলবেন বাংলাদেশের দুই ক্রিকেটার৷ তারা হলেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস৷
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সাকিব ও লিটনছবি: Getty Images/A. Davidson

আইপিএল নিলামের একদম শেষ পর্যায়ে বড় সুখবর এলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য৷ প্রথমে দল পেলেন লিটন কুমার দাস, এরপর সাকিব আল হাসান৷ দুজনকেই ভিত্তিমূল্যে দলে নিল কলকাতা নাইট রাইডার্স৷  

সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল এক কোটি ৫০ লাখ রুপি, আর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ৫০ রাখ রুপি৷ নিলামে আর কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের বিষয়ে আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাদেরকে পেয়ে যায় কলকাতা৷

এদিকে প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন কুমার দাস৷ আর এবার নিয়ে অষ্টম মৌসুম খেলবেন সাকিব আল হাসান৷

সাকিব ও লিটনকে দিয়ে এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি হলো তিনজন৷ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে এবারও ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস৷

নিলামে নাম ওঠে তাসকিন আহমেদেরও৷ তবে ৫০ লাখ ভিত্তিমূল্যের পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কেউ৷

বাংলাদেশের আর একজনই ক্রিকেটারই ছিলেন তালিকায়৷ সেই আফিফ হোসেনের নামই ওঠেনি নিলামে৷

বাংলাদেশ থেকে সাকিব, লিটন, মুস্তাফিজ ছাড়া নানা সময়ে আইপিএলে পা পড়েছে মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

দেখুন গত বছরের ছবিঘর...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ