1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা পুরভোটে বিপুল জয় তৃণমূলের

২১ ডিসেম্বর ২০২১

কলকাতা পুরসভা নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। ভোটের হারে বিজেপি-কে পিছনে ফেলে বামেরা দ্বিতীয়।

কলকাতা পুরসভা আবার তৃণমূলের দখলেই থাকছে।ছবি: Subrata Goswami/DW

কলকাতা পুরভোটের গণনা শুরু হওয়ার আগেই তৃণমূল জানিয়েছিল, তারা ১৩৪টি আসনে জিতবে। বাস্তবে সেটাই হতে চলেছে। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতে এগিয়ে তৃণমূল। এর মধ্যে অনেক আসনে তারা জিতে গেছে। বিজেপি তিন, কংগ্রেস দুই ও বামেরা দুইটি আসনে পেয়েছে। তিনটিতে এগিয়ে নির্দল প্রার্থীরা।

তৃণমূলের প্রধান প্রার্থীরা সকলেই জিতেছেন। গতবারের মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে, বিধায়ক পরেশ পাল, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার জিতেছেন। সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বেহালায় জিতেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ও জিতেছেন। মমতা, অভিষেকের পর পরিবারের তৃতীয় সদস্য হসাবে কাজরী ভোটে জিতলেন। 

বিজেপি প্রার্থীদের মধ্যে মীনাদেবী পুরোহিত জিতেছেন। কংগ্রেসের সন্তোষ পাঠক জিতেছেন। 

জয়ের পর তৃণমূল সমর্থকরা সবুজ আবির মাখলেন। ছবি: Subrata Goswami/DW

তৃণমূল কংগ্রেসের একঝাঁক তরুণ প্রার্থী ভোটে জিতেছেন। তবে তাদের অধিকাংশই তৃণমূল নেতা বা নেত্রীর সন্তান। যেমন, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ, জাভেদ খানের ছেলে ফৈয়াজ, বামনেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা, বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন, ইকবাল আহমেদের মেয়ে সানা জিতেছেন। তৃণমূলে নেতা-নেত্রীদের পরিবারবাদের প্রবণতা বজায় আছে। 

তৃণমূল মোট ভোটের ৭২ শতাংশ পেয়েছে। প্রাপ্ত আসনের সংখ্যার নিরিখে বিজেপি দুই নম্বর স্থানে থাকলেও ভোটপ্রাপ্তির হারে বামেরা দুই নম্বরে। তারা ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে, বিজেপি হয়েছে ৫৪টিতে এবং কংগ্রেস ১৫টিতে। গত বিধানসভা নির্বাচনে বামেরা একটিও আসন পায়নি। তারপর পুর নির্বাচনে কলকাতায় দুইটি আসন পেল এবং ভোটের হারে দ্বিতীয় স্থান পেল বামেরা। 

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভোটগণনাকেন্দ্রের সামনে দলের পতাকা নিয়ে তৃণমূল কর্মীরা। ছবি: Subrata Goswami/DW

গতবার মেয়র হয়েছিলেন ফিরহাদ হাকিম। এবারও তিনি জিতেছেন। তবে এবার কে মেয়র হবেন, তা ঠিক করা হবে আগামী ২৩ ডিসেম্বর। 

তবে পুরসভা নির্বাচনের দিন অশান্তি হয়েছে। বুথ দখল করে ছাপ্পা ভোট দেয়ার অভিযোগ উঠেছে। এজেন্টদের হেনস্থা করার অভিযোগ করছে কংগ্রেস, বাম ও বিজেপি। বহু জায়গায় বিরোধী এজেন্ট ছিল না। সিসিটিভি ক্যামেরার মুখ উপর বা নীচের দিকে ঘুরিয়ে দেয়ার অভিযোগও উঠেছে। সব মিলিয়ে এই পুরভোট নিয়েও বেনিয়মের প্রচুর অভিযোগ আছে। বড়বাজারে বুথদখল করে অশান্তির ছবি টিভি ক্যামেরাতেও ধরা পড়েছে। কয়েকটি জায়গায় বোমবাজিও হয়েছে।

জিএইচ/এসজি (পিটিআই, এবিপি আনন্দ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ