1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা বইমেলায় এবার পরিবর্তনের হাওয়া

৩১ জানুয়ারি ২০১২

২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩৬-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এবারের বইমেলার থিম দেশ ইটালি৷

মেলা উদ্বোধন করছেন এবারের থিম দেশ ইটালির সাহিত্যিক বেপ্পে সেভেরনিনি, পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: DW

এবারই প্রথম কলকাতা বইমেলার জন্য বেঁধে দেওয়া হল তার নিজস্ব সুর - থিম সং৷ গানটি লিখেছেন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চন্দ্রিল ভট্টাচার্য৷ সুর দিয়েছেন হিন্দি-বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সঙ্গীত নির্দেশক শান্তনু মৈত্র৷ গানটি গেয়েছেন শান্তনু নিজে এবং বাংলা পপ গানের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুর ও শাস্ত্রীয় সঙ্গীতের পরিচিত শিল্পী কৌশিকী দেশিকান৷ এই যে বাংলা ব্যান্ড, সিনেমার সুর, পপ গান এবং শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানাকে মিলিয়ে দেওয়া, এমনটা এর আগে কখনও হয়নি কলকাতা বইমেলায়৷

এরকম অনেক নজিরবিহীন ঘটনাই ঘটল এই ৩৬-তম কলকাতা বইমেলায়, যা গত ৩৫ বছরে কখনও ঘটেনি৷ বোঝা গেল, বইমেলাতেও এবার ঢুকে পড়েছে পরিবর্তনের হাওয়া৷ প্রাতিষ্ঠানিক আড়ম্বর এবং প্রশাসনিক আড়াল, এই দুইয়ের ফাঁস থেকেই এবার যেমন মুক্ত হয়েছে বইমেলা৷ খোলামেলা, প্রায় নিরাভরণ মঞ্চে, ঘরোয়া এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতেতে এবারের থিম দেশ ইটালির সাহিত্যিক বেপ্পে সেভেরনিনি প্রথামাফিক হাতুড়ি ঠুকে উদ্বোধন করেছেন মেলার৷ তাঁদের সঙ্গে একদিকে যেমন উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাঙালি সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, তেমনই ছিলেন বিখ্যাত মডেল-অভিনেতা কবীর বেদি৷ ইঙ্গিত নির্ভুল ছিল যে মূল ধারা – অন্য ধারা, আমরা আর ওরা, এমন কোনও বিভাজন বইমেলায় প্রশ্রয় দিতে নারাজ বর্তমান সরকার৷ ফলে উদ্বোধনী অনুষ্ঠানে ক্যালক্যাটা স্কুল অফ মিউজিকের অর্কেস্ট্রায় একদিকে যেমন বাজল মোৎজার্ট, বাখ বা হান্ডেলের সুর, তেমনই বাজল রবীন্দ্রসঙ্গীত৷ বিজ্ঞপ্তিতে যদিও বলা ছিল অনুষ্ঠানে প্রবেশ আমন্ত্রণমূলক, কিন্তু বহু সাধারণ মানুষ ভিআইপি অতিথিদের সঙ্গে বসে দেখলেন সেই অনুষ্ঠান৷

মাহফুজ আনাম মেলায় আমন্ত্রিত ছিলেনছবি: DW

আরও একটি নতুন অনুষ্ঠান এবারই প্রথম শুরু হল বইমেলায়৷ কলকাতা লিটারারি মিট, যাতে বাঙালি কথাসাহিত্যিকদের পাশাপাশি অংশ নিলেন বিক্রম শেঠ, চেতন ভগতের মত আন্তর্জাতিক বেস্টসেলার ইংরেজি ভাষার ভারতীয় লেখকরা৷

ব্যক্তিগত জীবনে হোক বা সাহিত্যে, বার বার ফিরে আসি এই কলকাতায়, বললেন বিক্রম শেঠ৷ জানালেন, স্যুটেবল বয় উপন্যাস লেখার সময় যে অংশটি লিখতে তাঁর সবচেয়ে ভাল লেগেছে, তার প্রেক্ষাপট কলকাতা৷ আর কলকাতা, যে শহর তার নিজের লোকেদের ব্যাপারে রীতিমত স্পর্শকাতর, প্রায়ই ভালবেসে তাঁর সম্পর্কে বলে, আমাদের বিক্রম৷ আর তিনিও বলতে ভালবাসেন, আমার কলকাতা৷

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে এবার বইমেলার একদিনের আলোচনার বিষয় ছিল সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব৷ চমৎকার বললেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত সাংবাদিক – লেখক মাহফুজ আনাম যে, রবীন্দ্রনাথ তাঁদের প্রতিবাদের ভাষা৷ শুধু সাহিত্যে নয়, রবীন্দ্রনাথ আছেন তাঁদের প্রাত্যহিকতায়৷

মাহফুজ আনাম বলেন, তাঁর মনে আছে, ছয়ের দশকের মাঝামাঝি সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে রবীন্দ্রনাথের সমস্ত গান, কবিতা, রবীন্দ্র-চর্চা নিষিদ্ধ করে দিয়েছিল আয়ুব খানের সামরিক একনায়কতন্ত্র৷ তখন তাতে তাঁদের যে প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার প্রতিবাদে বাঙালি জাতি (রবীন্দ্রনাথের গানে কবিতায়) যেভাবে মুখরিত হয়ে উঠল, আকস্মিকভাবে দরজা ভেঙে যেন এক জাতীয় চেতনার উন্মেষ হল৷ কাজেই রবীন্দ্রনাথকে বাঙালিরা শুধু কবি হিসেবে সম্মান করে না, রবীন্দ্রনাথ তাঁদের প্রাত্যহিক জীবনযাপনের অঙ্গ৷

বইমেলায় ভিড় হচ্ছে যথারীতি৷ বেশি ভিড় বিভিন্ন টিভি চ্যানেলের স্টলগুলিতে৷ এ ছাড়া প্রতিদিনই বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হচ্ছে নতুন বই৷ তার মধ্যে কোনও বইয়ে আবার দূর পরবাসের সৌরভ৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতাবন্ধুদের অতি পরিচিত সংবাদকর্মী অরুণ শঙ্কর চৌধুরীর প্রথম কবিতার বই ‘কোলনের ভেরোনিকা সেন' প্রকাশিত হল এবারের বইমেলায়৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ