1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা বইমেলায় রাজনীতির বই এবং মুক্তচিন্তা

শুভ সিংহ কলকাতা
৩ ফেব্রুয়ারি ২০২৩

কলকাতা বইমেলা যেন ভাবনার মুক্ত অঙ্গন৷ অসংখ্য রাজনীতিবিষয়ক বই রয়েছে মেলার বিভিন্ন স্টলে৷

চলছে কলকাতা বইমেলা
চলছে কলকাতা বইমেলাছবি: Subrata Goswami/DW

তাই বাংলাদেশের আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত ফাহাম আব্দুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি কেন নেই- এই প্রশ্ন আরো বড় হয়ে উঠছে কারো কারো মনে৷

শীতশেষের পার্বণে কলকাতা বইমেলায় জড়িয়ে আছে রাজনৈতিক চর্চার উত্তাপও৷ তবে মেঠো বক্তৃতায় নয়, শব্দের মিছিলে৷

‘মিছিল নগরী'র তকমা রয়েছে কলকাতার৷ চাপানউতোর চলতেই থাকে বিবদমান শিবিরে৷ সেই ধারাতে বাঙালির জ্ঞানচর্চা থেকে রাজনৈতিক আলাপকেও আলাদা করা যায় না৷ দশকের পর দশক ধরে বইয়ের পাতায় তার নজির ছড়িয়ে রয়েছে৷

ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেই আলোচনা, বিতর্কের ইন্ধনকে এক ছাতার নীচে পাওয়ার সুযোগ বইমেলায়৷ প্রেস কর্নারে রোজই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই৷ এই সম্ভার আলো করে আছে রাজনৈতিক গ্রন্থ, স্মৃতিকথা, ইতিহাস ইত্যাদি৷ নয়া প্রকাশনার সঙ্গে আছে পুনর্মুদ্রণও৷

তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলছবি: Subho Singha

দেশ থেকে বিদেশ, সমাজ-রাজনীতির নানা ওঠাপড়ার দলিল নেড়েচেড়ে দেখছেন পাঠকরা৷ স্বাধীনতার সাড়ে সাত দশক পরও দেশভাগ নিয়ে কাটাছেঁড়া চলছে৷ ‘গাঙচিল' ছেপেছে রাজর্ষি বিশ্বাসের ‘দেশভাগে বঙ্গ সীমান্ত'৷ দে পাবলিকেশনের বই ‘কাটা দেশ কাঁটাতার'৷ লিটল ম্যাগাজিনের শামিয়ানায় ‘অনীক' পত্রিকার বইমেলা সংখ্যার বিষয় ‘দেশভাগ ৭৫'৷

রাজনীতির আলোচনা যেখানে প্রিয় অবসরযাপন, সেখানে ‘ফ্যাসিবাদ' একটি পরিচিত শব্দ৷ এ নিয়ে গভীর চর্চাও চলে নিরন্তর৷ বৃহস্পতিবার ‘অনুষ্টুপ' পত্রিকার যে সংখ্যা বেরিয়েছে, তার মলাট ‘বিষয় ফ্যাসিবাদ'৷ এর সূত্রে চলে আসে রুশ কমিউনিস্ট নেতা জোসেফ স্তালিনের প্রসঙ্গ৷ প্রয়াত বাম সাংসদ, তাত্ত্বিক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বইয়ের অনুবাদ ‘স্তালিন উত্তরাধিকার' পাঠকের হাতে৷ ছেপেছে এনবিএ৷

ছবি: Subho Singha

পথ ভিন্ন হয়ে গেলেও বাম রাজনীতিতে হীরেন্দ্রনাথের উত্তরসূরি পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু৷ সিপিএম কেন্দ্রীয় সরকারের অংশীদার হতে না চাওয়ায় তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি৷ দলের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল' আখ্যা দেন তিনি৷ তাতে আলো ফেলেছেন সাংবাদিক দেবারুণ রায়৷ ‘ঐতিহাসিক ভুলের সেই সাত দিন' বইয়ে৷ আরেক সাংবাদিক গৌতম রায়ের বই ‘অলীক মানুষ পার্টির লোক'৷ সাংবাদিক কিংশুক প্রামাণিকের ‘পলিট্রিক্স’-এর সপ্তম খণ্ড বেরোচ্ছে রবিবার৷

ইতিহাসের সঙ্গে সমকালের রাজনীতির হালহকিকত উঠে এসেছে নানা প্রকাশনায়৷ মোদী সরকারের পদক্ষেপে ভারতের গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে, এই অভিযোগ তোলেন বিরোধীরা৷ ‘কাউন্টার এরা পাবলিকেশন' ছেপেছে রাষ্ট্রের নিপীড়নের খতিয়ান, সোমনাথ গুহের কলমে৷

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির বই বিপণি স্টলছবি: Subho Singha

বিশ্লেষকদের অনেকের মতে, পশ্চিমবঙ্গেও মুক্তচিন্তা ও মতপ্রকাশের পরিসর ক্রমশ সঙ্কুচিত হচ্ছে৷ যদিও বইমেলায় সব পক্ষই হাজির হইহই করে৷ বাম সাহিত্যের বিপুল পসরা রয়েছে৷ ‘গণশক্তি', ‘যুবশক্তি', ‘ছাত্র সংগ্রাম', ‘গণদাবী', ‘এনবিএ', ‘মনীষা' ছাড়াও লিটল ম্যাগাজিনে কট্টর বাম রাজনীতির ম্যানিফেস্টো৷

পাঠক ঘুরতে ঘুরতে এসে পড়বেন বিজেপি প্রভাবিত ‘ভারতীয় জনবার্তা'র স্টলের সামনে৷ কখনো বা ‘কংগ্রেস বার্তা'র স্টলে আটকে যাবে চোখ৷ ‘ভারত জোড়ো' যাত্রা ও রাহুল গান্ধীর ছবিতে সেজেছে বইয়ের তাক৷

তা হলে বইমেলা কি বিরোধীদের স্বাধীন চিন্তার মরুদ্যান? বিজেপি নেতা, অধ্যাপক বিমলশঙ্কর নন্দ ‘ভারতীয় জনবার্তা'-র স্টলে ছিলেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘মরুদ্যান নয়, কয়েকটা খেজুর গাছ বলতে পারেন! বইমেলায় কয়েকটা স্টল, বই দেখে পশ্চিমবঙ্গের বৃহত্তর ছবিটা আঁচ করতে গেলে ভুল হবে৷’’

২০১২ সালে ‘মুসলিমদের করণীয়’ বইটি লিখে হেনস্থার মুখে পড়েছিলাম: ড. নজরুল ইসলাম

This browser does not support the audio element.

লেখালেখি, ভাবনা প্রকাশের ক্ষেত্রে এ রাজ্যে স্বাধীনতা আছে বলে মনে করেন না ড. নজরুল ইসলাম৷ নিজের স্টলে বসে পাঠকের কেনা বইয়ে সই বিলোচ্ছিলেন৷ ডয়চে ভেলেকে প্রাক্তন পুলিশকর্তা বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি নিয়ে বই লিখে প্রকাশক পাইনি৷ নিজের টাকায় ছাপিয়েছি৷ ২০১২ সালে ‘মুসলিমদের করণীয়' বইটি লিখে হেনস্থার মুখে পড়েছিলাম৷ এরপরও বলবেন স্বাধীনতা আছে?’’

বিভিন্ন সংগঠন নিজেদের প্রকাশনা নিয়ে আসে পাঠকের বার্ষিক দরবারে৷ প্রকাশকরা মানছেন, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড পরিচালিত মেলায় স্টল পেতে তাদের সমস্যা হয় না৷ সরকারবিরোধী বই প্রকাশ বা বিক্রিতেও কেউ বাধা দেয় না৷ কিন্তু গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির রণ্জিত শূর ডয়চে ভেলেকে বলেন, ‘‘পুলিশের নজরদারি বেড়েছে৷ আগে ছোট ছোট পদযাত্রা, নাটিকা করতাম ময়দানে৷ এখন অনুমতি মেলে না৷’’

আন্তর্জাতিক বইমেলায় সরকারবিরোধী স্বর চাপা দিতেই এই কৌশল বলে মত বিভিন্ন সংগঠনের৷ যদিও গিল্ড-এর সভাপতি সুধাংশু দে অন্য ব্যাখ্যা দিচ্ছেন৷ ডয়চে ভেলেকে দেয়া তার প্রতিক্রিয়া, ‘‘ময়দানের মতো অনেক জায়গা এখানে নেই৷ তাই পদযাত্রা, নাটক করলে ভিড় জমে যাবে, তার চাপে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে৷ বইয়ের প্রদর্শন হোক, সেটাই মেলার উদ্দেশ্য৷’’

কলকাতা বইমেলায় ছাত্রসংগ্রাম স্টলছবি: Subho Singha

পরিসর ছোট কি বড়, তা নিয়ে বিতর্ক যা-ই থাক, এর মধ্যে স্বল্প পুঁজির প্রকাশকরা লড়াই চালিয়ে যাচ্ছেন৷ বিবিধ গণমাধ্যম, তথ্যের অপার উৎস যখন হাতের মুঠোয়, সেই সময় ‘অনীক'-এর মতো ছোট প্রকাশনার কাজ কতটা কঠিন? ছয় দশক পার করা পত্রিকার অন্যতম সম্পাদক অর্থনীতিবিদ রতন খাসনবিশ ডয়চে ভেলেকে বলেন, ‘‘অনীক যখন প্রথম প্রকাশিত হয়, সেই সময়ের তুলনায় ধনী-দরিদ্রের বৈষম্য এখন বেড়েছে৷ তাই ভিন্নধারার ভাবনাচিন্তার প্রয়োজনীয়তা ফুরোয়নি৷’’

অতি দক্ষিণ থেকে সংসদপন্থি বাম, চরম বামপন্থা থেকে বহুত্ববাদী গণতন্ত্র- মতবাদের শত ফুল বিকশিত হয় কলকাতা বইমেলায়৷ তার মধ্যেই আপনার নজরে পড়বেন দশভুজা৷ ফেব্রুয়ারিতে কি অকালবোধন? শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা'র স্টলের থিম দুর্গোৎসব৷ থরে থরে সাজানো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই৷ এবার তার সাতটি বই প্রকাশিত হয়েছে৷ চাহিদাও ভালো৷

কলকাতা বইমেলায় বাংলাদেশের বইছবি: Subho Singha

এই বাংলার পাঠককে হাতছানি দেয় বাংলাদেশ প্যাভিলিয়নও৷ সেখানে অধীশ্বর বঙ্গবন্ধু মুজিবুর রহমান৷ তার রক্ত, ঘামে মেশা মুক্তিযুদ্ধের গন্ধ৷ রয়েছে জাহানারা ইমাম, যতীন সরকার, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন প্রমুখের বই৷ এপারের প্রকাশনাতেও গুরুত্ব পায় প্রতিবেশী দেশ৷ ‘মনফকিরা'-র বই ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পোস্টার' বিরল এক সংযোজন৷ লিখেছেন শুভেন্দু দাশগুপ্ত৷

এ সব মিলে, কাঁটাতার তুলে বইমেলা যেন এক ‘অলৌকিক ভ্রাতৃত্বের দেশ'৷ পুলিশ, দমকল, ব্যাংক, বিমা, খাবারদাবার, চিকিৎসা পরিষেবা৷ মোবাইল সংস্থার কাউন্টার, টিভি ক্যামেরা, মাথার উপর ড্রোন৷

দুই মলাটের মধ্যে ১২ দিনের ‘কলকাতা কমিউন'!

মেলার নয়টি প্রবেশদ্বার৷ রাজনীতির নানা মত-পথ এসে মিশেছে তাতে৷ লক্ষ লক্ষ পাঠক আসছেন সেই পথে৷ হাঁটছেন ভিন্ন ভিন্ন ভাবনার মিছিলে৷

কলকাতা বইমেলায় সালামের বই নেই কেন?

04:03

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ