1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা সুরক্ষিত, পিছিয়ে পশ্চিমবঙ্গ

২৬ অক্টোবর ২০১৯

ভারতের সবচেয়ে সুরক্ষিত শহরের তকমা পেয়েছে কলকাতা৷ এটাকে নিজেদের সাফল্য বলে দাবি করছে পুলিশ-প্রশাসন৷ কিন্তু পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে৷ বিরোধীরা এ জন্য দায়ী করছে রাজ্য সরকারকে৷

Indien | Kalkutta zur sichersten Stadt Indiens erklärt | Polizei
ছবি: DW/P. Samanta

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো(এনসিবি) সম্প্রতি ২০১৭ সালের রিপোর্ট প্রকাশ করেছে৷ মেট্রো শহরের সঙ্গে দেশের প্রধান ১৯টি শহরের মধ্যে কলকাতাকে সবচেয়ে সুরক্ষিত শহর বলে ঘোষণা করা হয়েছে৷ এই রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে শহরে অপরাধের সংখ্যা ক্রমশ কমছে৷ ২০১৪ সালে অপরাধ হয়েছিল ২৬,১৬১টি৷ ২০১৭ সালে অপরাধের সংখ্যা ১৯,৯২৫৷ অপরাধের হার কমেছে ৩১.৩ শতাংশ৷ ২০১৬ সালের রিপোর্টে এই তালিকায় সবার ওপরে ছিল কোয়েম্বাটুর৷ কলকাতা সেই জায়গা নিয়েছে৷ এই শহরের পর তালিকায় রয়েছে কোয়েম্বাটুর, হায়দরাবাদ, কোঝিকোড় ও মুম্বই৷   

কেন্দ্রীয় সংস্থার রিপোর্টকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে কলকাতা পুলিশ৷ শহরের পুলিশ কমিশনারের বক্তব্য, "প্রযুক্তি, প্রশিক্ষণ ও পুলিশকর্মীদের চেষ্টায় এই সাফল্য এসেছে৷ গত চার বছরে অনেক নতুন থানা তৈরি হয়েছে৷ মানুষ সহজে অভিযোগ জানাতে পারছে৷ আমরাও ব্যবস্থা নিতে পারছি৷” এছাড়া গড়ে উঠেছে মহিলা থানা৷ উৎসবের সময় পুলিশ রাস্তার মোড়ে মোড়ে গড়ে তোলে সহায়তা বুথ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে পুলিশ দফতরের ভার৷ এটাকে তাঁর সাফল্য হিসেবেই দেখছেন তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের বক্তব্য, রাজ্য সরকারের উদ্যোগেই কলকাতাকে নিরাপদ করা গিয়েছে৷ যদিও এনসিবির রিপোর্টকে রাজ্য প্রশাসনের সাফল্য হিসেবে দেখতে চাইছে না বিরোধীরা৷ এটাকে তারা কলকাতার ঐতিহ্য বলেই মনে করছে৷ সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন,‘‘কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী৷ এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় এই শহরে গড়ে উঠেছে৷ এখান থেকেই আমরা পেয়েছি ছয়জন নোবেলজয়ীকে৷ এই ঐতিহ্যের উত্তরাধিকার আমরা বয়ে নিয়ে চলেছি৷ সে কারণেই কলকাতার অপরাধ প্রবণতা অন্যান্য শহরের তুলনায় কম৷’’

তন্ময় ভট্টাচার্য

This browser does not support the audio element.

কলকাতা রিপোর্টে সন্তোষজনক অবস্থায় থাকলেও সার্বিকভাবে পশ্চিমবঙ্গের ছবিটা কিন্তু ভাল নয়৷ এনসিবি-র ২০১৭ সালের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের তালিকায় অপরাধের নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে৷ ২০১৬ সালে রাজ্যে ৪৬,৭২৩টি অপরাধ হয়েছিল৷ ২০১৭ সালে সেটা বেড়ে হয়েছে ৪৮,৬০৯৷ অপরাধের নিরিখে পশ্চিমবঙ্গের আগে রয়েছে উত্তরপ্রদেশ ও বিহার৷ এই প্রসঙ্গ উল্লেখ করে বাম বিধায়ক তন্ময় বলেন, ‘‘রাজ্য সরকারের সাফল্য হলে পশ্চিমবঙ্গে এই হাল কেন? কলকাতাকে সুরক্ষিত রাখার কৃতিত্ব যদি এই সরকারের হয়, একই কৃতিত্ব ৩৪ বছরের বামফ্রন্ট সরকারেরও রয়েছে৷ আদতে এই রাজ্যে এমনভাবে প্রশাসন পরিচালিত হচ্ছে যে, অপরাধ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক৷’’ তবে তাঁর বক্তব্য, ‘‘শহর মানে একটা সরকার বা চারটে পুলিশ নয়৷ শহর মানে মানুষ৷ সুরক্ষার কৃতিত্ব তাঁদের৷’’

শাশ্বতী ঘোষ

This browser does not support the audio element.

নারী সুরক্ষার ক্ষেত্রে্ও কলকাতা ও পশ্চিমবঙ্গের ছবিটা এনসিবির রিপোর্টে আলাদা৷ কলকাতা মহিলাদের জন্য নিরাপদ হলেও রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ অপরাধের তালিকায় তৃতীয়৷ ২০১৭-য় পশ্চিমবঙ্গে নারীর বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৩০, ৯৯২৷ সে কারণেই শুধু কলকাতার সুরক্ষিত হওয়ার খবরে উচ্ছ্বসিত নন অধ্যাপিকা শাশ্বতী ঘোষ৷ তিনি বলেন, ‘‘অন্য শহরের সঙ্গে তুলনা করলে কলকাতা অবশ্যই এগিয়ে৷ দিল্লিতে যে দৃষ্টিতে মহিলাদের দেখা হয়, এখানে নিশ্চয়ই তা হয় না৷ কলকাতা দিল্লির তুলনায় নিরাপদ হতেই পারে, কিন্তু দক্ষিণ ভারতের শহরের তুলনায় সুরক্ষিত, এটা মনে হয় না৷’’ কলকাতার সিটি কলেজের অর্থনীতির অধ্যাপিকা শাশ্বতী এই ধরনের রিপোর্ট তৈরির পদ্ধতি নিয়েও সন্দিহান৷ তাঁর মতে, ‘‘নারীদের বিরুদ্ধে হিংসার ঘটনাও অভিযোগ দায়েরের মধ্যে ফারাক থাকে৷ ঘটনা ঘটলেও সেটা নথিভুক্ত নাও হতে পারে৷ তাই রিপোর্ট পুরো ছবিটা তুলে ধরে না৷’’ কলকাতায় প্রতিদিন চলাফেরার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, আমাদের রাস্তাঘাট খুব স্বস্তিদায়ক বলে আমার মনে হয় না৷ ধর্ষণ পর্যন্ত না গড়ালেও টিটকিরি থেকে শ্লীলতাহানি কিছু কমেনি৷ ভয়ংকর হিংসা না হলেও এসব সমস্যা থাকলে মেয়েরা নিরাপদে, স্বস্তিতে আছে কি করে বলব!’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ