কলম্বিয়ায় প্রতি ৬০ ঘণ্টায় মৃত্যু এক মানবাধিকারকর্মীর
১৯ জানুয়ারি ২০২২
২০২১ সালে কলম্বিয়ায় প্রতি ৬০ ঘণ্টায় একজন করে মানবাধিকারকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানাচ্ছে লোকপালের রিপোর্ট।
বিজ্ঞাপন
সোমবার এই রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ২০২১ সালে ১৪৫ জন অধিকাররক্ষা কর্মী মারা গেছেন। তারা কেউ মানবাধিকার কর্মী, কেউ পরিবেশরক্ষা কর্মী, কেউ বা সম্প্রদায়ের নেতা। হয় আধাসামরিক বাহিনী বা অপরাধী গোষ্ঠীগুলি তাদের হত্যা করেছে।
এই রিপোর্ট প্রকাশ করে লোকপাল ক্যামার্গো বলেছেন, ''প্রতিটি হত্যার ঘটনায় আমরা দুঃখিত। প্রতিটি ঘটনা তাদের সম্প্রদায়ে প্রভাব ফেলেছে।''
কলম্বিয়া সরকারের দাবি, ড্রাগ মাফিয়ারা অধিকাররক্ষা কর্মীদের মেরেছে। বিশেষ করে পূর্ব কলম্বিয়ায় ড্রাগ মাফিয়া ও বেআইনি খনি মাফিয়াদের রমরমা। আর এখানেই অ্যাফ্রো-কলম্বিয়ানরা বাস করেন।
গত মঙ্গলবার ১৪ বছর বয়সি এক পরিবেশরক্ষা কর্মীকে দক্ষিণপশ্চিম কলম্বিয়ায় গুলি করে মারা হয়। এটা হলো মানবাধিকারকর্মীকে হত্যার সর্বশেষ ঘটনা।
কলম্বিয়ায় কর সংস্কারের প্রতিবাদ, বিক্ষোভ, নিহত বহু, বিল প্রত্যাহার
কলম্বিয়ায় সরকারের কর সংস্কার বিলের প্রতিবাদে পাঁচ দিন ধরে রাস্তায় মানুষ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, গুলি। মৃত ১৭। বিল প্রত্যাহার।
ছবি: Luis ROBAYO/AFP
কর সংস্কার বিল
করোনা পরিস্থিতিতে কলম্বিয়ায় আর্থিক মন্দা চলছে। সেটা কাটাতে সরকার কর সংস্কার বিল এনেছিল। আয়করের পরিধি বাড়ানো হয়েছিল। জিএসটির উপর ভ্যাট বসিয়ে কর আদায়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হয়েছিল। তারই প্রতিবাদে রাস্তায় নামে মানুষ।
ছবি: Juancho Torres/AA/picture alliance
প্রতিবাদের ঢল
হাজার হাজার মানুষ জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামে। প্রতিবাদ দেখাতে থাকে। পতাকা লাগিয়ে প্রতিবাদে সামিল হয় ট্যাক্সিও।
ছবি: Luisa Gonzalez/REUTERS
কেন প্রতিবাদ
বিক্ষোভকারীদের দাবি ছিল, প্রস্তাবিত কর সংস্কার বিলে সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ হবে। তাদের আরো বেশি কর দিতে হবে। এমনিতেই করোনার পর মানুষ রোজগার হারাচ্ছেন। অর্থনীতির বেহাল অবস্থা। তার উপর বেশি কর দিতে হলে তারা আরো চাপে পড়বেন।
ছবি: Fernando Vergara/AP Photo/picture alliance
প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ
প্রতিরক্ষামন্ত্রী ডিয়েগো মোলানোর অভিযোগ, এই বিক্ষোভের পিছনে ছিল অতি বামপন্থি এফএআরসি ও ইএলএন। এফএআরসি-র সঙ্গে ২০১৬ সালে সরকারের শান্তিচুক্তি হয়েছিল।
ছবি: Luis ROBAYO/AFP
সংঘর্ষ, গুলি, মৃত বহু
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ গুলি চালিয়েছে। ১৬ জন বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মী মারা গেছেন।
ছবি: LUISA GONZALEZ/REUTERS
পুলিশি তাণ্ডবের অভিযোগ
মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, পুলিশ নির্মমভাবে বিক্ষোভের মোকাবিলা করেছে। তাই এতজন মারা গেছেন। কিছু এলাকায় সেনাও নামানো হয়েছিল।
ছবি: LUISA GONZALEZ/REUTERS
বিল প্রত্যাহার
পাঁচদিন ধরে বিক্ষোভ চলার পর প্রেসিডেন্ট আইভান বোকে বিলটি প্রত্যাহার করে নেন। মানুষ এখন মৃতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
ছবি: Luis ROBAYO/AFP
7 ছবি1 | 7
কারা মারা যাচ্ছেন?
সরকার জানিয়েছে, মৃতদের মধ্যে ১২৫ জন পুরুষ এবং ২০ জন নারী। তারা হয় কলম্বিয়ার আদি বাসিন্দা গোষ্ঠীর নেতা অথবা যৌথ খামারের উদ্যোক্তা বা ইউনিয়ন কর্মী।
সরকারের দাবি, বামপন্থি গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি এবং কিছু অপরাধী-গোষ্ঠী এই হত্যার পিছনে আছে। ২০২০ সালে ১৮২ জন অধিকাররক্ষা কর্মীকে হত্যা করা হয়েছিল, সেই তুলনায় ২০২১ সালে সংখ্যাটা সামান্য কমেছে। প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা এই ধরনের হত্যা পুরোপুরি বন্ধ করতে চান।