1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলম্বিয়া ও জাপান দ্বিতীয় রাউন্ডে

২৮ জুন ২০১৮

সেনেগালকে এক গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেল কলম্বিয়া৷ আর অন্য খেলায় পোল্যান্ডের কাছে এক গোলে হেরেও দ্বিতীয় পর্বে যাচ্ছে এশিয়ার জাপান৷

ছবি: Reuters/T. Hanai

কলম্বিয়ার পক্ষে কর্নার থেকে গোল করেন মিনা৷ ৭৪ মিনিটের সময় করা তাঁর গোলে কলম্বিয়া গ্রুপ সেরা হওয়ার গৌরব অর্জন করে৷ এবারের বিশ্বকাপে এটি মিনার দ্বিতীয় গোল৷

ইনজুরির কারণে ৩১ মিনিটের সময় মাঠ ছাড়তে বাধ্য হন কলম্বিয়ার অন্যতম সেরা খেলোয়াড় খামেস রদ্রিগেজ৷

রাশিয়া বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়ে গিয়েছিল পোল্যান্ড৷ ফলে জাপানের বিপক্ষে জয়লাভ করে সম্মান নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন পোলিশরা৷ ৫৯ মিনিটে তাঁদের সেই আশা পূরণ করেন বেডনারেক৷ কুরজাওয়ার করা ফ্রি-কিক থেকে গোল করে তিনি৷ ম্যাচ শেষে বেডনারেক বলেন, ‘‘বিশ্বকাপে আমরা সফল হতে পারিনি, তবে শেষ ম্যাচে জয়ের কারণে আমরা মাথা উঁচু করে দেশে ফিরতে পারব... আপনাকে প্রথম ম্যাচ থেকেই জেতা শুরু করতে হবে৷ তবে এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো৷’’

৭৪ মিনিটের সময় আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার লেভান্ডোভস্কি৷ কিন্তু তিনি সফল হননি৷ ফলে বিশ্বকাপের তিন ম্যাচের একটিতেও গোল পেলেননা বাছাইপর্বে ১৬ গোল করা লেভান্ডোভস্কি৷

গ্রুপ এইচ-এর দুই ম্যাচ শেষে জাপান আর সেনেগালের পয়েন্ট সমান হয়ে যায়৷ দুটি দলের গোল ব্যবধান এবং গোল করার সংখ্যাও এক৷ এই অবস্থায় দ্বিতীয় পর্বে কে যাবে, তা নির্ধারণে ফেয়ার প্লে-র বিষয়টি বিবেচনায় নেয়া হয়৷ এতে দেখা যাচ্ছে, জাপান চারটি হলুদ কার্ড পেয়েছে৷ আর সেনেগাল পেয়েছে ছয়টি৷ তাই সেনেগালকে পেছনে ফেলে দ্বিতীয় পর্বে চলে গেল জাপান৷ 

ফলে ফিফার নতুন নিয়মের প্রথম বলি হলো সেনেগাল৷

১৯৮২ সালের পর এই প্রথম দ্বিতীয় পর্বে আফ্রিকার কোনো দল থাকছেনা৷

দ্বিতীয় পর্বে কলম্বিয়া ও জাপানের প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে, তা জানা যাবে আজই অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড ও বেলজিয়াম ম্যাচের পর৷ খেলাটি হবে কালিনিনগ্রাদে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ