কলম্বোতে বিক্ষোভকারীরা শিবিরে বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, সেনা ও পুলিশ বিক্ষোভকারীদের তাবুর দিকে মার্চ করে যাচ্ছে। তারপর তারা সেখানে হামলা করছে। সেনা ও পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের কম্যান্ডোদের হাতে ছিল ব্যাটন ও অ্যাসল্ট রাইফেল।
বিক্ষোভকারীদের শিবির ছিল প্রেসিডেন্টের সচিবালয়ের অফিসের সামনে। বিক্ষোভকারীরা শিবিরের সামনে ব্যারিকেড তৈরি করে রেখেছিলেন। সেনা ও পুলিশ গিয়ে প্রথমে সেই ব্যারিকেড সরিয়ে দেয়। শুক্রবার ভোররাতে তারা এই অভিযান চালায়। এর আগে চলতি মাসের গোড়ায় তারা বিক্ষোভকারীদের সরাতে চেয়েছিল। কিন্তু তখন তারা সেই কাজে পুরোপুরি সফল হয়নি।
বিক্ষোভকারীদের সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ৫০ জন আহত হয়েছেন। বেশ কিছু সাংবাদিককে পেটানো হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছিল, তারা ওই জায়গা ছেড়ে চলে যাবে। নতুন মন্ত্রিসভা যাতে শপথ নিতে পারে, সেজন্য তারা ওই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা সরে যাওয়ার আগেই সেনা ও পুলিশ তাদের সরিয়ে দিলো।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের ওখানে অবস্থান-বিক্ষোভের কোনো আইনি অধিকার ছিল না।
নতুন প্রেসিডেন্ট বিক্রমসিংহে বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, সেনা ও পুলিশকে বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে।
নতুন প্রেসিডেন্ট, পুরনো অভিযোগ
শ্রীলঙ্কারএমপি-রা বিক্রমসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। তাদের আশা, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিক্রমসিংহের অভিজ্ঞতা কাজে লাগবে।
কিন্তু বিক্রমসিংহে সাবেক ও পলাতক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই বিক্ষোভকারীরা বিক্রমসিংহেকে বিশেষ পছন্দ করেন না। বুধবারও বিক্ষোভকারীরা আওয়াজ তুলেছেন, 'বিক্রমসিংহে গো হোম'।
জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি, এপি)
শ্রীলঙ্কায় যেভাবে প্রধানমন্ত্রীর অফিস দখল বিক্ষোভকারীদের
গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর তীব্র বিক্ষোভ শ্রীলঙ্কায়। প্রধানমন্ত্রীর অফিস দখল করে নিল বিক্ষোভকারীরা।
ছবি: Adnan Abidi/REUTERS
রাজাপাকসের দেশত্যাগের পর
বুধবার সকালেই সেনার বিমানে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পালান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাসকে। তারপরই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়েন। কলম্বোর রাস্তা চলে যায় হাজার হাজার বিক্ষোভকারীদের দখলে। তারা তখন রাজাপাকসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
ছবি: Adnan Abidi/REUTERS
স্পিকারের ঘোষণা
এরপর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেন, সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বিক্ষোভকারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে। কিছুদিন আগেই বিক্ষোভকারীরা বিক্রমসিংহের বাড়ি পুড়িয়ে দিয়েছে। স্পিকারের ঘোষণার পর তারা সোজা প্রধানমন্ত্রীর অফিসের দিকে যান।
ছবি: Rafiq Maqbool/AP Photo/picture allaince
গেট ভেঙে ঢোকা
প্রধানমন্ত্রীর অফিসের সামনে হাজার হাজার মানুষ পৌঁছে যান। তারা অফিসে ঢোকার গেট উপড়ে ফেলে ভিতরে ঢোকেন।
ছবি: Adnan Abidi/REUTERS
ছত্রভঙ্গ করতে গ্যাস
বিক্রমসিংহে পুলিশ ও সেনাকে নির্দেশ দেন, বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের সরিয়ে দিতে হবে। দেশে জরুরি অবস্থাও জারি করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
ছবি: Adnan Abidi/REUTERS
কাঁদানে গ্যাস সহ্য করে
একটা সময় দেখা যায়, পুলিশ একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে। বিক্ষোভকারীরা জল দিয়ে চোখ ধুয়ে আবার বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সমানে চেষ্টা করেও বিক্ষোভকারীদের একটুও সরাতে পারেনি।
ছবি: Rafiy Maqbool/AP Photo/picture alliance
প্রধানমন্ত্রীর অফিসে
প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারা বারান্দায় চলে যান। দেওয়াল বেয়েও উঠতে দেখা যায় তাদের।
ছবি: DINUKA LIYANAWATTE/REUTERS
বিজয়গর্বে
এর আগে প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারীরা। এবার প্রধানমন্ত্রীর অফিসেও ঢুকে পড়লেন তারা। বিজয়গর্বে তারা ঘোরাফেরা করেছেন অফিসের ভিতরে।
ছবি: Adnan Abidi/REUTERS
ডাইনিং টেবিলে
কিছু বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসের ডাইনিং টেবিলের সঙ্গে রাখা চেয়ারে বসে পড়েন। এভাবেই তারা বুঝিয়ে দেন, বিক্রমসিংঘেকে তারা মানবেন না।
ছবি: Rafiq Maqbool/AP/picture alliance
সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত
এরপর সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়, বিক্রমসিংহেকে পদত্যাগ করতে হবে। স্পিকার আপাতত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে জাতীয় সরকার গঠন করবে। তারাই ঠিক করবে, কে প্রধানমন্ত্রী হবেন।
ছবি: Eranga Jayawardena/AP Photo/picture alliance
রাজাপাকসে সিঙ্গাপুর যেতে চান?
গোটাবায়া রাজাপাকসে আপাতত মালদ্বীপে আছেন। সেখানকার সরকারি সূত্র জানাচ্ছে, রাজাপাকসে সিঙ্গাপুর যেতে চান। সেজন্য তিনি সরকারি বিমান চেয়েছেন।